‘আইস, আমরা সকলের প্রতি সৎকর্ম্ম করি’
“আমার কাছে এসো, আমি তোমাদের সতেজ করব”
‘আইস, আমরা সকলের প্রতি সৎকর্ম্ম করি’
ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করা ও শিক্ষা দেওয়া ছিল যীশুর মুখ্য কাজ। (মার্ক ১:১৪; লূক ৮:১) খ্রীষ্টের অনুসারী যেহেতু তাঁকে অনুকরণ করতে চান, তাই ঈশ্বরের রাজ্য সম্বন্ধে বাইবেলের বার্তা শিক্ষা দেওয়ার কাজকে তারা তাদের জীবনের মুখ্য কাজ হিসেবে দেখেন। (লূক ৬:৪০) এটা দেখা সত্যিই যিহোবার সাক্ষিদের হৃদয়কে স্পর্শ করে যে, যারা রাজ্যের বার্তা গ্রহণ করেন তাদের জন্য এটা চিরকালীন সতেজতা নিয়ে আসে, ঠিক যেমন যীশু যখন পৃথিবীতে ছিলেন, তখন তা নিয়ে এসেছিল।—মথি ১১:২৮-৩০, NW.
ঈশ্বরের বাক্য শিক্ষা দেওয়া ছাড়াও, যীশু আরও অন্যান্য ভাল কাজ করেছিলেন, যেমন রোগীদের আরোগ্য করা এবং ক্ষুধার্তদের খিদে মেটানো। (মথি ১৪:১৪-২১) একইভাবে, যিহোবার সাক্ষিরা বাইবেল থেকে শিক্ষা দেওয়ার সময় এমন কাজও করে থাকেন, যা এমন লোকেদের সাহায্য করে যাদের প্রয়োজন আছে। বস্তুত, শাস্ত্র খ্রীষ্টানদের “সমস্ত সৎকর্ম্মের জন্য” সুসজ্জীভূত করে এবং তাদেরকে “সকলের প্রতি . . . সৎকর্ম্ম” করতে উৎসাহ দেয়। (বাঁকা অক্ষরে মুদ্রণ আমাদের।)—২ তীমথিয় ৩:১৬, ১৭; গালাতীয় ৬:১০.
“আমাদের ভাইয়েরা সেখানে ছিলেন”
১৯৯৯ সালের সেপ্টেম্বর মাসে, এক প্রচণ্ড ভূমিকম্পে তাইওয়ান কেঁপে ওঠেছিল। এর কয়েক মাস পরে প্রবল ঝড় ও হিমবাহ ভেনেজুয়েলার ইতিহাসে এক চরম প্রাকৃতিক দুর্যোগ ঘটিয়েছিল। সম্প্রতি, ভয়াবহ বন্যা মোজাম্বিককে ক্ষতিগ্রস্ত করেছিল। এই তিনটে ঘটনাতেই, যিহোবার সাক্ষিরা ঘটনাস্থলে ক্ষতিগ্রস্তদের জন্য খাবার, জল, ওষুধ, কাপড়চোপড়, তাঁবু ও রান্নার হাঁড়িকড়াই নিয়ে দ্রুত উপস্থিত হয়েছিলেন। চিকিৎসাশাস্ত্রে দক্ষ স্বেচ্ছাসেবকরা আহতদের চিকিৎসা করার জন্য অস্থায়ী চিকিৎসালয় স্থাপন করেছিলেন এবং স্বেচ্ছাসেবক নির্মাণ কর্মীরা গৃহহীন লোকেদের জন্য নতুন ঘর তৈরি করে দিয়েছিলেন।
ক্ষতিগ্রস্তরা যথাসময়ে যে-সাহায্য পেয়েছিলেন তা তাদের হৃদয়কে স্পর্শ করেছিল। ভেনেজুয়েলায় হিমবাহের কারণে বাড়ি হারানো মালয়োরি বলেন, “আমরা যখন একেবারে ভেঙে পড়েছিলাম, তখন আমাদের ভাইয়েরা সেখানে ছিলেন।” তার পরিবারের জন্য স্বেচ্ছাসেবকরা একটা নতুন বাড়ি তৈরি করে দেওয়ার পর মালয়োরি * গাইতে শুরু করেছিলেন।
আনন্দের সঙ্গে বলেছিলেন: “যিহোবা আমাদের জন্য যা কিছু করেছেন সেগুলোর জন্য আমরা কখনও তাঁকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারব না!” আর মোজাম্বিকে বন্যার কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা যখন তাদের নতুন তৈরি বাড়ির চাবিগুলো হাতে পেয়েছিলেন, তখন সমগ্র দল হঠাৎ রাজ্যের গান “যিহোবা আমাদের আশ্রয়”সেইসঙ্গে অভাবী ব্যক্তিদের সাহায্য করতে পারা স্বেচ্ছাসেবকদের জন্য সতেজতাদায়ক ছিল। মারসেলো যিনি মোজাম্বিকে এক শরণার্থী শিবিরে একজন নার্স হিসেবে কাজ করেছিলেন, তিনি বলেছিলেন “খুব কষ্ট পেয়েছেন এমন ভাইদের কাজে আসতে পেরে আমি খুব খুশি।” হুয়াং নামে তাইওয়ানের একজন স্বেচ্ছাসেবক বলেছিলেন: “সাহায্যের দরকার ছিল এমন ভাইদের জন্য খাবার ও তাঁবুর ব্যবস্থা করতে পারা আমাকে আনন্দ দিয়েছে। এটা বিশ্বাসকে শক্তিশালী করেছিল।”
এক ফলপ্রসূ স্বেচ্ছাসেবা কার্যক্রম
এ ছাড়া, স্বেচ্ছাসেবক কাজ পৃথিবীব্যাপী হাজার হাজার বন্দিদের আধ্যাত্মিক সতেজতা দান করেছে। কীভাবে? সম্প্রতি বছরগুলোতে, যিহোবার সাক্ষিরা ৩০,০০০রেরও বেশি ব্যক্তিকে বাইবেলের সাহিত্যাদি জুগিয়েছেন, যাদের প্রায় ৪,০০০ জন শুধুমাত্র যুক্তরাষ্ট্রের জেলখানায় বন্দি আছেন। এ ছাড়া, যেখানে সম্ভব সাক্ষিরা বন্দিদের সঙ্গে বাইবেল অধ্যয়ন এবং খ্রীষ্টীয় সভাগুলো পরিচালনা করতে ব্যক্তিগতভাবে জেলখানাগুলোতে যান। বন্দিদের এতে কি কোন উপকার হয়?
বাইবেল অধ্যয়ন করছেন এমন কয়েকজন বন্দি তাদের সহ বন্দিদেরকে ঈশ্বরের বাক্যের সতেজতামূলক শিক্ষা জানাতে শুরু করেছেন। এর ফলে, সারা পৃথিবী জুড়ে বেশ কিছু জেলখানায় এখন বন্দিদের কয়েকটা দল রয়েছে যারা একসঙ্গে মিলে যিহোবার উপাসনা করছেন। ২০০১ সালে যুক্তরাষ্ট্রের অরেগনের একজন বন্দি রিপোর্ট করেছিলেন, ‘আমাদের দল বৃদ্ধি পাচ্ছে। এখানে আমাদের ৭ জন রাজ্যের ঘোষণাকারী রয়েছেন এবং তারা ৩৮টা বাইবেল অধ্যয়ন করছেন। ২৫ জনেরও বেশি লোক জনসাধারণের বক্তৃতা ও প্রহরীদুর্গ অধ্যয়নে উপস্থিত থাকেন এবং [খ্রীষ্টের মৃত্যুর] স্মরণার্থক সভায় আমাদের এখানে ৩৯ জন উপস্থিত ছিলেন। খুব শীঘ্রই আরও তিনজন ব্যক্তি বাপ্তিস্ম নেবেন!’
উপকার ও আনন্দ
জেলখানার কর্মকর্তারা লক্ষ করেছেন যে, স্বেচ্ছাসেবার এই কার্যক্রম ফল নিয়ে এসেছে। কিন্তু, যে-বিষয়টা কর্মকর্তাদের ওপর সবচেয়ে বেশি ছাপ ফেলে তা হল, স্বেচ্ছাসেবার এই কার্যক্রমের চিরকালীন উপকার। একটা রিপোর্ট বলে: “এই কার্যক্রম শুরু হওয়ার দশ বছরের মধ্যে যিহোবার সাক্ষি হিসেবে জেলে বাপ্তিস্ম নেওয়া একজন বন্দিও মুক্তি পেয়ে আর জেলে ফিরে আসেনি—অথচ অন্যান্য দলগুলোর ৫০-৬০ শতাংশ লোক আবার জেলে ফিরে এসেছে।” স্বেচ্ছাসেবক সাক্ষিরা যে-ফলাফল পেয়েছেন তা দেখে মুগ্ধ হয়ে ইদাহোর জেলখানার একজন চ্যাপলেন যিহোবার সাক্ষিদের প্রধান কার্যালয়কে দেওয়া একটা চিঠিতে লিখেছিলেন: “যদিও আমি ব্যক্তিগতভাবে আপনাদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে একমত নই কিন্তু আপনাদের সংগঠন আমার ওপর অনেক ছাপ ফেলেছে।”
এ ছাড়া, যারা জেলখানায় আছেন তাদেরকে সাহায্য করা স্বেচ্ছাসেবকদের জন্য ফলপ্রসূ প্রমাণিত হয়েছে। একদল বন্দির সঙ্গে প্রথমবারের মতো একটা রাজ্যের গান গেয়ে সভা করার পর, একজন স্বেচ্ছাসেবক লিখেছিলেন: “২৮ জন পুরুষকে মিলিত হয়ে যিহোবার উদ্দেশে প্রশংসা গান গাইতে দেখা সত্যিই উৎসাহজনক ছিল। আর তারা জোরে গলা ছেড়ে গান গেয়েছিলেন! সেখানে উপস্থিত থাকা কত বিরাট এক সুযোগ!” আরিজোনার জেলখানাগুলোতে পরিদর্শন করছিলেন এমন একজন স্বেচ্ছাসেবক বলেছিলেন: “এই বিশেষ কাজে অংশ নেওয়া কত আশীর্বাদই না নিয়ে এসেছে!”
সারা পৃথিবীর স্বেচ্ছাসেবক সাক্ষিরা নির্দ্বিধায় যীশুর সঙ্গে একমত হন, যিনি বলেছিলেন: “গ্রহণ করা অপেক্ষা বরং দান করা ধন্য হইবার বিষয়।” (প্রেরিত ২০:৩৫) এ ছাড়া, তারা নিশ্চিত যে, বাইবেল সকলের প্রতি সৎকর্ম করার যে-পরামর্শ দেয় তা মেনে চলা সত্যিই সতেজতামূলক।—হিতোপদেশ ১১:২৫.
[পাদটীকা]
^ যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত যিহোবার উদ্দেশে প্রশংসা গীত গাও (ইংরেজি) বইয়ের ৮৫ সংখ্যার গানটা দেখুন।
[৮ পৃষ্ঠার চিত্র]
ভেনেজুয়েলা
[৮ পৃষ্ঠার চিত্র]
তাইওয়ান
[৮ পৃষ্ঠার চিত্র]
মোজাম্বিক