সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

সারস প্রজাতির পাখি থেকে এক শিক্ষা

সারস প্রজাতির পাখি থেকে এক শিক্ষা

সারস প্রজাতির পাখি থেকে এক শিক্ষা

 “আকাশে হাড়গিলাও [“সারস প্রজাতির পাখিও,” NW] আপনার সময় জানে, . . . কিন্তু আমার প্রজারা সদাপ্রভুর বিধান জানে না।” (যিরমিয় ৮:৭) এই কথাগুলোর মাধ্যমে ভাববাদী যিরমিয় যিহূদার ধর্মভ্রষ্ট লোকেদের বিরুদ্ধে যিহোবার বিচার ঘোষণা করেছিলেন, যারা তাদের ঈশ্বর যিহোবাকে পরিত্যাগ করেছিল এবং বিজাতীয় দেবতাদের দিকে ফিরেছিল। (যিরমিয় ৭:১৮, ৩১) অবিশ্বস্ত যিহুদিদের শিক্ষা দেওয়ার জন্য কেন যিরমিয় সারস প্রজাতির পাখি বেছে নিয়েছিলেন?

এই প্রজাতির পাখি এবং বিশেষ করে সাদা রঙের সারস বাইবেলে বলা দেশগুলোতে এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যাচ্ছে এমন এক দৃশ্য ইস্রায়েলীয়দের কাছে খুবই পরিচিত ছিল। জলচর এই বড়, লম্বা পাযুক্ত পাখির ইব্রীয় নাম এমন এক শব্দের স্ত্রীলিঙ্গ রূপ, যার মানে “অনুগত ব্যক্তি; প্রেমপূর্ণ-দয়া আছে এমন ব্যক্তি।” এটা উপযুক্ত, কারণ অন্যান্য বেশির ভাগ পাখির বিপরীতে, সাদা পুরুষ ও স্ত্রী সারস সারা জীবন একসঙ্গে থাকে। উষ্ণ অঞ্চলগুলোতে শীতের মাসগুলো কাটানোর পর, বেশির ভাগ সারস প্রজাতির পাখি বছরের পর বছর ধরে প্রায়ই একই বাসায় ফিরে আসে যা তারা আগে ব্যবহার করত।

এদের সহজাত স্বভাব অন্যান্য উল্লেখযোগ্য উপায়েও অনুগত গুণকে চিত্রিত করে। পুরুষ ও স্ত্রী উভয় পাখিই ডিমে তা দেওয়া ও বাচ্চাদের খাবার খাওয়ানোয় অংশ নেয়। আমাদের চমৎকার বন্যপ্রাণী (ইংরেজি) বইটা জানায়: “বাবামা হিসেবে, সারস প্রজাতির পাখি অসাধারণ বিশ্বস্ত। জার্মানিতে একটা পুরুষ পাখি ইলেকট্রিক তারের মধ্যে দিয়ে উড়ে যাওয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়। তার সাথি একাই তিন দিন ধরে নিয়মিত ডিমে তা দিয়েছিল আর এই সময়ের মধ্যে সে মাত্র একবার খাবারের খোঁজে অল্প সময়ের জন্য বাসা ছেড়েছিল। . . . আরেকটা ক্ষেত্রে যখন স্ত্রী পাখি আঘাত পেয়েছিল, তখন বাবা বাচ্চাকে বড় করে তুলেছিল।”

সত্যিই, সহজাতভাবে জীবনসাথির প্রতি বিশ্বস্ততা ও এর বাচ্চার প্রতি কোমল যত্ন দেখিয়ে এই পাখি তার নামের অর্থ অনুযায়ী জীবনযাপন করে অর্থাৎ “অনুগত থাকে।” তাই, এই পাখিরা ভালভাবেই অবিশ্বস্ত ও বিপথগামী ইস্রায়েলীয়দের জন্য এক জোরালো শিক্ষা প্রদান করেছিল।

আজকে অনেক লোকের কাছে, আনুগত্য ও বিশ্বস্ততা হল সেকেলের ধারণা—প্রশংসনীয় কিন্তু ব্যবহারিক নয়। বিবাহবিচ্ছেদের সংখ্যা বৃদ্ধি, পরিত্যাগ করা, আত্মসাৎ এবং অন্যান্য ধরনের বিভিন্ন প্রতারণা দেখায় যে, আনুগত্যকে কেউ আর মূল্যবান মনে করে না। বিপরীতে, বাইবেল আনুগত্যকে উচ্চ মূল্য দেয়, যা প্রেম ও দয়ার দ্বারা পরিচালিত হয়। এটা খ্রীষ্টানদের ‘সেই নূতন মনুষ্যকে পরিধান করিতে,’ উৎসাহ দেয়, “যাহা সত্যের ধার্ম্মিকতায় ও সাধুতায় ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট হইয়াছে।” (ইফিষীয় ৪:২৪) হ্যাঁ, নতুন ব্যক্তিত্ব আমাদেরকে অনুগত হতে সাহায্য করে কিন্তু সারস প্রজাতির পাখির কাছ থেকেও আমরা আনুগত্য সম্বন্ধে এক শিক্ষা লাভ করতে পারি।