সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

একটা কিংডম হলকে স্বীকৃতির পদক

একটা কিংডম হলকে স্বীকৃতির পদক

রাজ্য ঘোষণাকারীরা বিবৃতি দেয়

একটা কিংডম হলকে স্বীকৃতির পদক

 ফিনল্যান্ডের পরিবেশ মন্ত্রণালয় ২০০০ সালকে “প্রাকৃতিক ভূ-দৃশ্যের বছর” বলে আখ্যা দিয়েছিল। সংগঠকদের একজন বলেছিলেন যে, “প্রাকৃতিক ভূ-দৃশ্যকে বছরের মূল বিষয়বস্তু হিসেবে ব্যবহার করার উদ্দেশ্য আমাদের সকলকে এই কথা মনে করিয়ে দেওয়া যে, আমাদের রোজকার জীবনের ওপর আর আমাদের মঙ্গলের জন্য সবুজ পরিবেশের প্রভাব রয়েছে।”

২০০১ সালের ১২ই জানুয়ারি, ফিনিশ এসোসিয়েসন অফ ল্যান্ডস্কেপ ইনডাসট্রিস থেকে যিহোবার সাক্ষিদের ফিনল্যান্ডের শাখা অফিসে একটা চিঠি আসে। এই চিঠিতে বলা হয়েছিল যে, টিক্কুরিলায় যিহোবার সাক্ষিদের কিংডম হলকে এর চারদিকের উল্লেখযোগ্য নকশা এবং সুন্দর বাগানের জন্য বছরের মূল বিষয়বস্তু হিসেবে প্রাকৃতিক ভূ-দৃশ্যের পদকগুলোর একটা প্রদান করা হয়েছে। চিঠিতে আরও বলা হয়েছিল যে, “কিংডম হলের আশপাশের জমির সাধারণ রূপ গ্রীষ্ম ও শীত উভয় ঋতুতেই মনোরম, সুন্দর ও উচ্চ মানের থাকে।”

ফিনল্যান্ডের টেমপিরির রোসেনডাল হোটেলে যিহোবার সাক্ষিদের এই পদকটি প্রদান করা হয়েছিল আর সেই অনুষ্ঠানে ৪০০ জন পেশাদার ব্যক্তি ও ব্যবসায়ী উপস্থিত ছিল। এ ছাড়া, ফিনিশ এসোসিয়েসন অফ ল্যান্ডস্কেপ ইনডাসট্রিস একটা প্রেস বিজ্ঞপ্তিও বের করেছিল, যেখানে বলা হয়েছিল যে: “দেশের বিভিন্ন জায়গায়, যিহোবার সাক্ষিদের কিংডম হলগুলোর প্রায় সবগুলোই সুন্দরভাবে পরিকল্পিত। এগুলো যেকোন পথিকের মধ্যেই পরিবেশের যত্ন নেওয়ার আগ্রহ জাগিয়ে তোলে। টিক্কুরিলার কিংডম হল সামগ্রিকভাবে অভূতপূর্ব সুন্দর বাগানের একটা উদাহরণ। বিল্ডিং এবং আশপাশের এলাকা একসঙ্গে প্রশান্তি ও ভারসাম্যকে প্রকাশ করে।”

ফিনল্যান্ডে ২৩৩টা কিংডম হল রয়েছে, এর মধ্যে অনেকগুলোই সুন্দর বাগান দ্বারা পরিবেষ্টিত। কিন্তু, যে-জিনিসটা এই স্থানগুলোকে সত্যিই সুন্দর করে তোলে, সেটা হল এগুলো হল সত্য উপাসনা এবং বাইবেল শিক্ষার কেন্দ্র। সারা পৃথিবীতে ষাট লক্ষেরও বেশি যিহোবার সাক্ষিদের কাছে একটা কিংডম হল, সুসংগঠিত বা সাধারণ যেমনই হোক—সবচেয়ে প্রিয় স্থান। সেইজন্য তারা ভালভাবে ও প্রেমের সঙ্গে এর যত্ন নিতে আগ্রহী। আপনার সমাজের সকলের জন্য কিংডম হলগুলোর দরজা খোলা আছে!