সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

প্রচেষ্টা, যা উত্তম নৈতিক মানগুলোকে উন্নীত করে

প্রচেষ্টা, যা উত্তম নৈতিক মানগুলোকে উন্নীত করে

প্রচেষ্টা, যা উত্তম নৈতিক মানগুলোকে উন্নীত করে

 ২০০১ সালের শেষের দিকে, যারা রেডিও মোজাম্বিকের জাতীয় বেতার খুলেছিল, তারা এই ঘোষণাটি শোনে:

“গণপ্রজাতন্ত্রের রাষ্ট্রপতি, মাপুটোতে যিহোবার সাক্ষিদের শাখা অফিস পরিদর্শন করেছিলেন। তিনি এই ধর্মীয় মণ্ডলীকে উৎসাহ দেন, যেন তারা তাদের সাক্ষরতা কর্মসূচির মাধ্যমে পরিবার ও প্রাপ্তবয়স্কদের উত্তম নৈতিক মানগুলো উন্নীত করার প্রচেষ্টাকে আরও জোরদার করে। প্রায় ১০,০০০ লোক ইতিমধ্যেই এই কর্মসূচিগুলোর দ্বারা উপকৃত হয়েছে। রাষ্ট্রপতি শিসানুর মতানুসারে, এইধরনের উদ্যোগগুলো প্রশংসার যোগ্য কারণ এগুলো সমাজের শিক্ষাগত সমস্যা, যা আজও এই দেশকে মোকাবিলা করতে হয়, সেই ক্ষেত্রে এক মূল্যবান অবদান রাখে।”

রাষ্ট্রপতির ভাষণের রেকর্ড করা কিছু অংশ দিয়ে ঘোষণাটি আরও বলে: “সাক্ষরতার প্রতি এত মানুষের আগ্রহ লক্ষ করা খুবই উৎসাহজনক। এটা দেখায় যে, সাধারণ নাগরিকরা আমাদের সাক্ষরতার নিম্ন হার সমাধান করতে আমাদের সাহায্য করবে। অতএব, আমি যিহোবার সাক্ষিদের কেবল উৎসাহ দিতে চাই যে, যেকোন ভাষায়ই হোক, তারা যাতে তাদের এই সাক্ষরতা কর্মসূচিকে আরও জোরদার করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল, সাক্ষরতা এবং এর ফলে লোকেরা আরও সহজে ভাববিনিময় করতে পারবে ও ভবিষ্যতে শিক্ষার ক্ষেত্রে আরও বেশি অংশ নিতে পারবে।”

মোজাম্বিকের যিহোবার সাক্ষিরা সারা দেশে ৮৫০টা জায়গায় সাক্ষরতার ক্লাস নিয়ে থাকে, যাতে লোকেরা নিজেরাই ঈশ্বরের বাক্য পড়তে পারে। এ ছাড়া, প্রতি সপ্তাহে তারা বিনামূল্যে প্রায় ৫০,০০০ গৃহ বাইবেল অধ্যয়ন পরিচালনা করে। এসবই হল বিশ্বব্যাপী বাইবেল শিক্ষা কর্মসূচির অংশ, যা এখন দ্বীপ ও দেশ মিলিয়ে ২৩৫টা জায়গায় গিয়ে পৌঁছেছে। (মথি ২৪:১৪) আপনিও এই কর্মসূচি থেকে উপকার পেতে পারেন। আপনার এলাকার স্থানীয় যিহোবার সাক্ষিদের সঙ্গে নির্দ্বিধায় দেখা করুন।