সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

এমন একজন ঈশ্বরে বিশ্বাস করা যাঁর সম্বন্ধে আমরা হয়তো জানি না

এমন একজন ঈশ্বরে বিশ্বাস করা যাঁর সম্বন্ধে আমরা হয়তো জানি না

এমন একজন ঈশ্বরে বিশ্বাস করা যাঁর সম্বন্ধে আমরা হয়তো জানি না

 জার্মানিতে তিন জনের মধ্যে দুজন লোকই ঈশ্বরে বিশ্বাস করে। কিন্তু, যখন সহস্রাধিক লোককে, তারা যে-ঈশ্বরে বিশ্বাস করে তাঁর সম্বন্ধে বর্ণনা দিতে বলা হয়েছিল, তখন প্রায় প্রত্যেকেই আলাদা আলাদা উত্তর দিয়েছিল। “ঈশ্বর সম্বন্ধে জার্মানদের নিজস্ব কিছু স্বতন্ত্র ধারণা রয়েছে, ঠিক যেমন তারা নিজেরাও বিভিন্ন প্রকৃতির,” সংবাদপত্রিকা ফোকুস বলে। ঈশ্বরে বিশ্বাস করা যদিও প্রশংসনীয় কিন্তু তিনি কীধরনের ঈশ্বর, তা না জেনেই তাঁকে বিশ্বাস করা কি দুঃখজনক নয়?

ঈশ্বরের প্রকৃতি এবং তিনি কীধরনের ব্যক্তি এই সম্বন্ধে অনিশ্চয়তা কেবলমাত্র জার্মানিতেই সীমাবদ্ধ নয়; ইউরোপের অন্যান্য জায়গায়ও তা রয়েছে। অস্ট্রিয়া, ব্রিটেন এবং নেদারল্যান্ডে করা একটা সমীক্ষা সর্বত্র এই একমত প্রকাশ করেছিল যে, ঈশ্বর হলেন “এক উচ্চতর শক্তি বা এক বর্ণনাতীত গুপ্ত বিষয়।” বিশেষ করে যুবক-যুবতীদের ক্ষেত্রে, এমনকি যারা তাঁকে বিশ্বাস করে তাদের কাছেও তিনি এক রহস্য।

আপনি কি ব্যক্তিগতভাবে ঈশ্বরকে জানেন?

কারও সম্বন্ধে জানা এবং ব্যক্তিগতভাবে তাকে জানার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে। কারও সম্বন্ধে—যেমন কাছে যাওয়া যায় না এমন একজন রাজা, কৃতী দৌড়বিদ, কোনো চিত্র তারকাকে—জানা বলতে সাধারণত তার অস্তিত্ব স্বীকার করাকে বোঝায়। কিন্তু, কাউকে ব্যক্তিগতভাবে জানার অর্থ এর চেয়েও আরও বেশি কিছুকে বোঝায়। এর অন্তর্ভুক্ত হল সেই ব্যক্তির চরিত্র, আচার-ব্যবহার, অনুভূতি, পছন্দ-অপছন্দ এবং ভবিষ্যৎ পরিকল্পনাগুলোর সঙ্গে পরিচিত থাকা। কাউকে ব্যক্তিগতভাবে জানা তার সঙ্গে এক ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার পথ খুলে দেয়।

লক্ষ লক্ষ ব্যক্তি এই উপসংহারে এসে পৌঁছেছে যে, ঈশ্বর সম্বন্ধে কেবল এক অস্পষ্ট ধারণা থাকা অথবা তাঁর সম্বন্ধে সাধারণভাবে জানাই যথেষ্ট নয়। তারা ঈশ্বরকে ঘনিষ্ঠভাবে জানার জন্য বেশ অগ্রসর হয়েছে। তাদের কাছে কি এটা মূল্যবান প্রমাণিত হয়েছে? পল নামে একজন ব্যক্তি, যিনি উত্তর জার্মানিতে থাকেন এবং একসময় ঈশ্বরের ওপর তার এক সাধারণ বিশ্বাস ছিল, তিনি ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে আরও ভাল করে পরিচিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। পল ব্যাখ্যা করেন: “ঈশ্বরকে ভালভাবে জানার জন্য সময় ও প্রচেষ্টার দরকার কিন্তু এর লাভ অনেক। সৃষ্টিকর্তার সঙ্গে এক ঘনিষ্ঠ সম্পর্ক রোজকার জীবনকে আরও উপভোগ্যময় করে তোলে।”

ঈশ্বরকে ঘনিষ্ঠভাবে জানার জন্য যে-সময় ও প্রচেষ্টার দরকার, তা কি সত্যিই যথাযথ? দয়া করে পরের প্রবন্ধটি পড়ুন।

[৩ পৃষ্ঠার ব্লার্ব]

কারও সম্বন্ধে জানা এবং ব্যক্তিগতভাবে তাকে জানার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে