সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

দরিদ্রতা কি কখনও শেষ হবে?

দরিদ্রতা কি কখনও শেষ হবে?

দরিদ্রতা কি কখনও শেষ হবে?

 “দেখ, উপদ্রুত লোকদের অশ্রুপাত হইতেছে, কিন্তু তাহাদের সান্ত্বনাকারী কেহ নাই; উপদ্রবী লোকদের হস্তে বল আছে, কিন্তু উপদ্রুত লোকদের সান্ত্বনাকারী কেহ নাই,” প্রাচীন ইস্রায়েলের জ্ঞানী রাজা শলোমন বলেছিলেন। (উপদেশক ৪:১) নিঃসন্দেহে, তার মনে যে-উপদ্রুত লোকেরা ছিল, তাদের মধ্যে অনেকে দরিদ্রও ছিল।

দরিদ্রতা শুধু অর্থের পরিমাণ দিয়েই মাপা যায় না। ২০০২ সালের জুন মাসে বিশ্ব ব্যাংক যে-উপাত্ত দিয়েছে, সেই অনুসারে “অনুমান করে দেখা গেছে যে, ১৯৯৮ সালে সারা পৃথিবীতে ১২০ কোটি লোক দৈনিক ১ ডলারেরও কম ব্যয় করে জীবিকা নির্বাহ করেছে . . . এবং ২৮০ কোটি লোক দৈনিক ২ ডলারেরও কম ব্যয় করে জীবনযাপন করেছে।” লক্ষ করা গেছে যে, যদিও এই পরিমাণগুলো আগের অনুমানের চেয়ে কম কিন্তু “মানুষের দুঃখকষ্টের সঙ্গে তুলনা করলে এগুলো এখনও অনেক বেশিই রয়ে গেছে।”

দরিদ্রতা কি কখনও শেষ হবে? যিশু খ্রিস্ট তাঁর শিষ্যদের বলেছিলেন: “তোমাদের কাছে দরিদ্রেরা সর্ব্বদাই আছে।” (যোহন ১২:৮) কিন্তু এর অর্থ কি এই যে, দরিদ্রতা এবং এর তিক্ত পরিণতিগুলো চিরকাল থাকবে? না, কারণ যদিও যিশু তাঁর অনুসারীদের কাছে প্রতিজ্ঞা করেননি যে, তারা সকলে বস্তুগত দিক দিয়ে ধনী হয়ে যাবে কিন্তু তাই বলে তাঁর কথাগুলো থেকে আমাদের এই উপসংহারেও আসা উচিত নয় যে, দরিদ্র লোকেদের জন্য কোনো আশা নেই।

যদিও মানুষের প্রচেষ্টা এবং দরিদ্রতা শেষ করে দেওয়ার বিষয়ে তাদের প্রতিজ্ঞা প্রায়ই ব্যর্থ হয়েছে কিন্তু ঈশ্বরের বাক্য বাইবেল আমাদের নিশ্চয়তা দেয় যে, শীঘ্রই অভাবী লোকেরা আর থাকবে না। বস্তুত, যিশু “দরিদ্রদের কাছে সুসমাচার” প্রচার করেছিলেন। (লূক ৪:১৮) এই সুসমাচারের মধ্যে এই প্রতিজ্ঞাও রয়েছে যে, দরিদ্রতা সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে। এটা তখন হবে, যখন ঈশ্বরের রাজ্য পৃথিবীতে ধার্মিক পরিস্থিতি নিয়ে আসবে।

সেটা কতই না আলাদা এক জগৎ হবে! স্বর্গীয় রাজা যিশু খ্রিস্ট “দীনহীন ও দরিদ্রের প্রতি দয়া করিবেন, তিনি দরিদ্রগণের প্রাণ নিস্তার করিবেন।” বস্তুত, “তিনি চাতুরী [“নিপীড়ন,” NW] ও দৌরাত্ম্য হইতে তাহাদের প্রাণ মুক্ত করিবেন।”—গীতসংহিতা ৭২:১৩, ১৪.

সেই সময় সম্বন্ধে মীখা ৪:৪ পদ বলে: “প্রত্যেকে আপন আপন দ্রাক্ষালতার ও আপন আপন ডুমুরবৃক্ষের তলে বসিবে; কেহ তাহাদিগকে ভয় দেখাইবে না; কেননা বাহিনীগণের সদাপ্রভুর মুখ ইহা বলিয়াছে।” ঈশ্বরের রাজ্য মানুষকে কষ্ট দেয় এমন সমস্ত সমস্যার সমাধান করবে, এমনকি অসুস্থতা এবং মৃত্যুও দূর করে দেবে। ঈশ্বর ‘মৃত্যুকে অনন্তকালের জন্য বিনষ্ট করিবেন, ও প্রভু সদাপ্রভু সকলের মুখ হইতে চক্ষুর জল মুছিয়া দিবেন।’—যিশাইয় ২৫:৮.

আপনি এই প্রতিজ্ঞাগুলোর ওপর আস্থা রাখতে পারেন কারণ সেগুলো স্বয়ং ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত। সেই সাক্ষ্যপ্রমাণগুলো পরীক্ষা করে দেখুন না কেন, যেগুলো প্রমাণ করে যে বাইবেলের ভবিষ্যদ্বাণীগুলো নির্ভরযোগ্য?

[৩২ পৃষ্ঠার চিত্র]

FAO photo/M. Marzot