আপনি কি মনে করতে পারেন?
আপনি কি মনে করতে পারেন?
আপনি কি গত কয়েক মাসের প্রহরীদুর্গ পত্রিকাগুলো মন দিয়ে পড়েছেন? যদি পড়ে থাকেন, তা হলে দেখুন আপনি নিচের এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন কি না:
• শাফনের পরিবার সম্বন্ধে শিখে আমরা কীভাবে উপকৃত হতে পারি?
শাফন ছিলেন যিহূদার রাজা যোশিয়ের একজন নকলনবিশ এবং সচিব। রাজ্যের একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে শাফন সত্য উপাসনা পুনর্স্থাপন করতে রাজার অভিযানকে সমর্থন করেছিলেন। শাফনের দুই ছেলে যিরমিয় ভাববাদীর প্রতি অনুগত ছিল। আর অন্য আরেক ছেলে এবং দুই নাতিও সত্য উপাসনার পক্ষে তাদের ক্ষমতাকে ব্যবহার করেছিল। একইভাবে, আমাদেরও সত্য উপাসনাকে সমর্থন করতে আমাদের সম্পত্তি ও ক্ষমতাকে ব্যবহার করা উচিত।—১২/১৫, পৃষ্ঠা ১৯-২২.
• ইরেন হোখ্স্টেনবাখ্ কীভাবে এক বড় ধরনের শারীরিক অক্ষমতার মোকাবিলা করেছিলেন এবং যিহোবাকে সেবা করতে পেরেছিলেন?
সাত বছর বয়সে তিনি তার শ্রবণশক্তি হারিয়ে ফেলেছিলেন। বধির হওয়া সত্ত্বেও, তিনি অন্যদের সঙ্গে ভাববিনিময় করতে শিখেছেন আর এখন তার স্বামীর (একজন ভ্রমণ অধ্যক্ষ) সঙ্গে ভ্রমণ করেন, যিনি নেদারল্যান্ডের বিভিন্ন মণ্ডলীতে সেবা করেন।—১/১, পৃষ্ঠা ২৩-৬.
• “উদ্যোগী রাজ্য ঘোষণাকারীরা” জেলা সম্মেলনে কোন দুটো নতুন অধ্যয়ন সহায়ক প্রকাশ করা হয়েছিল?
সারা পৃথিবীর খ্রিস্টানরা একমাত্র সত্য ঈশ্বরের উপাসনা করুন বইটি পেয়ে আনন্দিত হয়েছিল, যা নতুন ব্যক্তিদের সঙ্গে জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে বইটি শেষ করার পর অধ্যয়ন করার জন্য তৈরি করা হয়েছে; অন্য নতুন বইটি হল, যিহোবার নিকটবর্তী হোন, যেটি যিহোবার গুণাবলি এবং আচরণগুলো সম্বন্ধে তুলে ধরে। এটি আরও জানায় যে, তাঁর গুণাবলি প্রকাশ করতে আমরা কীভাবে তাঁকে অনুকরণ করতে পারি।—১/১৫, পৃষ্ঠা ২৩-৪.
• হিতোপদেশ ১২:৫ পদে দেওয়া এই কথার অর্থ কী: “ধার্ম্মিকদের সঙ্কল্প সকল ন্যায্য”?
সৎ লোকেদের চিন্তাভাবনা নৈতিক দিক দিয়ে উত্তম এবং তা নিরপেক্ষ ও ন্যায্য বিষয়ের দিকে নিয়ে যায়। ধার্মিক ব্যক্তিরা যেহেতু ঈশ্বর ও সহ মানবদের প্রতি প্রেমের দ্বারা পরিচালিত হয়, তাই তাদের উদ্দেশ্য ভাল থাকে।—১/১৫, পৃষ্ঠা ৩০.
• কাজের প্রতি ভারসাম্যমূলক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে একজন ব্যক্তিকে কোন বিষয়টা সাহায্য করতে পারে?
কাজকে মূল্য দেওয়ার বিষয়ে ছোটবেলা থেকেই প্রশিক্ষণ দেওয়া উপকারী হবে। বাইবেল আমাদের ভাল কাজের নীতি গড়ে তোলার, অলসতা এড়িয়ে চলার জন্য উৎসাহিত করে। (হিতোপদেশ ২০:৪) এ ছাড়া, এটি খ্রিস্টানদের উৎসাহিত করে তারা যেন কাজে মধ্যে ডুবে না যায়। আমাদের এটা উপলব্ধি করা উচিত যে, ঈশ্বরকে সেবা করাটা আমাদের জীবনে এক লক্ষণীয় স্থানে থাকার দাবি রাখে। (১ করিন্থীয় ৭:২৯-৩১) এ ছাড়া, সত্য খ্রিস্টানরা নিশ্চিত যে, ঈশ্বর তাদের ছাড়বেন না।—২/১, পৃষ্ঠা ৪-৬.
• বাইবেলে প্রথম কোথায় বেদি সম্বন্ধে উল্লেখ করা হয়েছে?
এটা আদিপুস্তক ৮:২০ পদে রয়েছে, যা সেই বেদি সম্বন্ধে উল্লেখ করে যেটা নোহ জলপ্লাবনের পরে জাহাজ থেকে বেরিয়ে আসার পর তৈরি করেছিলেন। কিন্তু, কয়িন এবং হেবলও সম্ভবত তাদের বলিগুলো উৎসর্গ করতে বেদি ব্যবহার করেছিল। (আদিপুস্তক ৪:৩, ৪)—২/১৫, পৃষ্ঠা ২৮.
• কীভাবে কিছু খ্রিস্টান পরিস্থিতির পরিবর্তনকে বুদ্ধিপূর্বক কাজে লাগাতে পারে?
কেউ কেউ তাদের চাকরির ক্ষেত্রে পরিবর্তনগুলো মেনে নিয়েছে—বা তৈরি করেছে—যা তাদের পরিচর্যায় আরও বেশি সময় দেওয়ার সুযোগ করে দিয়েছে। অন্যেরা যখন তাদের পারিবারিক দায়িত্বগুলো কমে গিয়েছিল, যেমন ছেলেমেয়েরা বড় হয়ে যখন তাদের বিয়ে হয়ে যায়, তখন তারা ঈশ্বরের সেবায় তাদের সময় ও সুযোগগুলো বৃদ্ধি করেছিল।—৩/১, পৃষ্ঠা ১৯-২২.
• যিহোবা অন্যদের যেভাবে দেখেন সেইভাবে তাদের দেখতে যোনা এবং প্রেরিত পিতরের উদাহরণ কীভাবে আমাদের সাহায্য করে?
যোনা এবং পিতর উভয়েই তাদের চিন্তাধারায় ত্রুটি থাকার এবং বিশ্বাসের পরীক্ষা ও বাধ্যতার বিষয়ে যেভাবে তারা সাড়া দিয়েছিল সেই বিষয়ে খুবই পরিচিত। তবুও, যিহোবা স্পষ্টভাবে তাদের মধ্যে ভাল গুণগুলো দেখেছিলেন এবং তাঁর সেবায় তাদেরকে ক্রমাগত ব্যবহার করেছিলেন। যখন অন্যেরা আমাদের অসন্তুষ্ট বা নিরাশ করে, তখন আমরা তাদের ভাল গুণগুলোর দিকে মনোযোগ দিতে পারি যেগুলো হয়তো পূর্বে আমরা তাদের মধ্যে দেখে আকর্ষিত হয়েছিলাম আর সেই গুণগুলো ঈশ্বরও তাদের মধ্যে দেখেন।—৩/১৫, পৃষ্ঠা ১৬-১৯.
• গীতসংহিতা বইয়ের সংখ্যাকরণ কেন বিভিন্ন বাইবেল অনুবাদে বিভিন্ন রকম?
মূল ইব্রীয় ভাষার বইগুলোর সংখ্যা এবং গ্রিক ভাষায় সেপ্টুয়াজিন্ট-এ অনুবাদিত সেই বইগুলোর সংখ্যার মধ্যে পার্থক্য রয়েছে। ফলে, সাম্প্রতিক করা অনুবাদগুলো আলাদা হতে পারে, যা নির্ভর করে যে সেগুলো ইব্রীয় পাঠ্যাংশ নাকি সেপ্টুয়াজিন্ট এর ওপর ভিত্তি করে অনুবাদ করা হয়েছে।—৪/১, পৃষ্ঠা ৩১.