প্রচার কাজ যখন বিশেষভাবে স্মরণীয় হয়
প্রচার কাজ যখন বিশেষভাবে স্মরণীয় হয়
“সূর্যের তীব্র রোদ। উঁচু পর্বতসারি যেন শেষই হতে চায় না। বহু বাধাবিপত্তি পেরিয়ে অবশেষে আমরা আমাদের গন্তব্য স্থলে পৌঁছাই: অনেক দূরের এক গ্রামে। আমাদের ক্লান্তি আনন্দে পরিণত হয় যখন আমরা প্রথম দরজায় কড়া নাড়ি আর আমাদের উষ্ণ আতিথেয়তা দেখানো হয়। দিনের শেষে, আমরা আমাদের সঙ্গে আনা সমস্ত সাহিত্যাদি অর্পণ করে ফেলি আর বেশ কিছু বাইবেল অধ্যয়ন শুরু করি। লোকেরা শিখতে আগ্রহ দেখায়। আমাদের এখন ফিরে যেতে হবে, তবে আমরা আবার আসার প্রতিজ্ঞা করি।”
মেক্সিকোতে অগ্রগামী পরিচারকদের একটা দলের মধ্যে এইধরনের অভিজ্ঞতাগুলো খুবই স্বাভাবিক। যিশু খ্রিস্ট তাঁর শিষ্যদের যে-দায়িত্ব দিয়েছিলেন, সেটা উদ্যোগের সঙ্গে পালন করতে তারা সংকল্পবদ্ধ: “তোমরা . . . পৃথিবীর প্রান্ত পর্য্যন্ত আমার সাক্ষী হইবে।” (প্রেরিত ১:৮) মেক্সিকোতে বিশেষ প্রচার অভিযানগুলোকে—যেগুলোকে পাইয়োনিয়ার রুটস বলে ডাকা হতো—এই কারণে সুসংগঠিত করা হয়েছিল, যাতে সেই সমস্ত এলাকায় পৌঁছানো যায় যেগুলোকে কোনো মণ্ডলীর দায়িত্বের অধীনে না দেওয়ায় সেখানে নিয়মিতভাবে ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচারিত হচ্ছে না। সাধারণত এগুলো অনেক দূরে অবস্থিত অথবা সেই এলাকাগুলোতে পৌঁছানো খুবই কঠিন। এ ছাড়া, সেইসব বিচ্ছিন্ন মণ্ডলীগুলোকেও সাহায্য করা হয় যেগুলোর প্রচার করার জন্য বিশাল এলাকা রয়েছে।
দেশের কোন এলাকাগুলো পাইয়োনিয়ার রুটস এর অন্তর্ভুক্ত হবে সেটা স্থির করার জন্য যিহোবার সাক্ষিদের শাখা অফিস এলাকার চাহিদা পরীক্ষা করে দেখে। * আর তা করার পর, বিশেষ অগ্রগামীর দলগুলোকে সেই এলাকায় কাজ করার দায়িত্ব দেওয়া হয়। এবড়োখেবড়ো মাটির রাস্তাগুলোর ওপর দিয়ে যাওয়ার জন্য তাদের উপযুক্ত গাড়ি দেওয়া হয়। গাড়িগুলো সাহিত্যাদি জমা করে রাখার এবং প্রয়োজনে ঘুমানোর জায়গা হিসেবেও ব্যবহার করা যায়।
সঙ্গে সঙ্গে সাড়া দেওয়া
১৯৯৬ সালের অক্টোবর মাস থেকে বিশেষ অগ্রগামীদের সঙ্গে এই কাজে অংশ নেওয়ার জন্য সুসমাচারের অন্যান্য প্রচারকদের আমন্ত্রণ জানানো হয়েছে। রাজ্য প্রকাশক ও সেইসঙ্গে নিয়মিত অগ্রগামীরা যারা যেখানে বেশি প্রয়োজন সেখানে সেবা করতে আগ্রহী, তারা এই অভিযানের বিভিন্ন পর্যায়ে যোগ দেয়। কাউকে কাউকে এই রুটের মধ্যে থাকা মণ্ডলীগুলোতে নিয়োগ করা হয়, যাতে এলাকার যত্ন নেওয়া যায় এবং আগ্রহী ব্যক্তিদের প্রতি মনোযোগ দেওয়া যায়। অনেক অল্পবয়স্ক প্রকাশক ও অগ্রগামীরা এই আমন্ত্রণ গ্রহণ করেছে এবং খুব উৎসাহজনক অভিজ্ঞতাগুলো লাভ করে উপকৃত হয়েছে।
উদাহরণস্বরূপ, অ্যাবিমেল একজন যুবক খ্রিস্টান যে একটা মোবাইল ফোন কোম্পানিতে ভাল বেতনের চাকরি করত, সে সেই দূরবর্তী এলাকাগুলোতে প্রচার কাজে অংশ গ্রহণ করার সিদ্ধান্ত নেয়। যখন তার নিয়োগকর্তারা জানতে পায় যে সে তার চাকরি ছেড়ে দিতে যাচ্ছে, তখন তারা তাকে পদন্নোতি দিয়ে বেতন বাড়িয়ে দেওয়ার প্রস্তাব জানায়। সহকর্মীরা তাকে চাপ দেয়, বার বার বলে যে এটা একটা দারুণ সুযোগ আর এটা ত্যাগ করা হবে তার জন্য বোকামি। কিন্তু, অ্যাবিমেল তিন মাসের এই বিশেষ প্রচার অভিযানকে সমর্থন করার বিষয়ে দৃঢ়সংকল্প ছিল। এই পরিচর্যা উপভোগ করার পর, অ্যাবিমেল রাজ্য প্রকাশকদের বেশি প্রয়োজন এমন একটা বিচ্ছিন্ন মণ্ডলীতে অনির্দিষ্ট সময় পর্যন্ত থাকার সিদ্ধান্ত নেয়। তার এখন একটা উপযুক্ত চাকরি রয়েছে আর সে তার জীবনযাপনকে সাদাসিধা করতে শিখেছে।
আরেকটা ক্ষেত্রে, কুলিসাকে তার নির্ধারিত এলাকায় যেতে ২২ ঘন্টা বাসে যাত্রা করতে হতো। তার যাত্রা পথের শেষ
পর্যায়ে তিনি দিনের শেষ বাসটি ধরতে ব্যর্থ হন। কিন্তু সেখানে একটা পিকআপ ট্রাক ছিল যেটা কর্মীদের নিয়ে যেত। কুলিসা সাহস করে তাদের সঙ্গে তাকে নেওয়ার কথা জিজ্ঞেস করেন। স্বাভাবিকভাবেই স্বীকার করতে হয়, তিনি কিছুটা ভয় পান কারণ অনেক পুরুষের মধ্যে কেবলমাত্র তিনিই মহিলা ছিলেন। যখন তিনি একজন যুবকের কাছে প্রচার করা আরম্ভ করেন, তখন তিনি জানতে পারেন যে সেই ব্যক্তি যিহোবার সাক্ষিদের একজন! কুলিসা মনে করে বলেন, ‘এটা ছাড়াও, শেষ পর্যন্ত দেখা গেল পিকআপের চালক সেই মণ্ডলীর একজন প্রাচীন যেখানে আমাকে কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছে!’বয়স্করা অংশগ্রহণ করে
কিন্তু, এই কার্যক্রম কেবলমাত্র অল্পবয়স্কদের জন্যই ছিল না। অ্যাথেলা একজন বয়স্ক বোন, যিনি সবসময়ই চেয়েছিলেন যেন প্রচার কাজে বেশি সময় ব্যয় করতে পারেন। আর সেই সুযোগ আসে যখন তিনি এই বিশেষ প্রচার কাজে অংশ নেওয়ার আমন্ত্রণ পান। তিনি বলেন: “আমি আমার কার্যভার এতটাই উপভোগ করি যে, আমি মণ্ডলীর প্রাচীনদের বলি আমাকে যেন অনির্দিষ্ট সময় ধরে কাজ করতে দেওয়া হয়। আমি খুবই আনন্দিত কারণ যদিও আমার বয়স হয়ে গেছে, তবুও এখনও আমি যিহোবার কাজ করতে পারি।”
একইভাবে, ৬০ বছর বয়স্কা মার্থা যিহোবার প্রতি তার কৃতজ্ঞতা এবং সহ মানবদের জন্য তার প্রেমের দ্বারা পরিচালিত হয়ে এই অভিযানে অংশ নেওয়ার জন্য সুযোগ করে নেন। এলাকার দূরত্ব এবং কষ্টদায়ক ভূখণ্ডগুলো তার দলকে সমস্ত লোকের কাছে পৌঁছাতে বাধা দিত দেখে তিনি অগ্রগামীদের ব্যবহারের জন্য একটা গাড়ি কেনেন। এই বোনের দেওয়া দানের জন্য আরও অনেকটা এলাকায় কাজ করা এবং বেশি লোকেদের কাছে বাইবেলের সত্য প্রচার করা সম্ভবপর হয়।
উদ্দীপনামূলক সাড়া
এই বিশেষ প্রচার অভিযানগুলোতে যারা অংশ নেয় তাদের লক্ষ্য হল ‘শিষ্য করা।’ এইক্ষেত্রে চমৎকার ফল হয়েছে। বিচ্ছিন্ন লোকেরা বাইবেল থেকে জীবন-রক্ষাকারী সত্য পেয়েছে। (মথি ২৮:১৯, ২০) অনেক বাইবেল অধ্যয়ন শুরু করা গেছে। এদের সঙ্গে সেই এলাকার প্রকাশকরা অথবা যেসব সুসমাচার প্রচারক সেই এলাকায় থাকে তারা অধ্যয়ন পরিচালনা করে। কিছু কিছু ক্ষেত্রে, প্রকাশকদের দলগুলো সংগঠিত হয়েছে এবং অন্যান্য ক্ষেত্রে আরও ছোট ছোট মণ্ডলী গঠন করা হয়েছে।
মাগদালেনো এবং তার সঙ্গীরা বিচ্ছিন্ন এলাকায় যেখানে তাদের পাঠানো হয় সেখানে পৌঁছাতে জনসাধারণের যানবাহন ব্যবহার করত। যাওয়ার পথে তারা গাড়ির চালকের কাছে প্রচার করার সুযোগ নেয়। “এই লোকটা আমাদের বলে যে, সপ্তাহখানেক আগে তার ঘরে কয়েকজন সাক্ষি এসেছিল, যখন তিনি ঘরে ছিলেন না। তিনি ঘরে ফিরে যাওয়ার পর, তার
পরিবার যা কিছু শুনেছিল তা তার কাছে পুনরায় বলে। আমরা তাকে বলি যে, আমরা এই এলাকার নই কিন্তু এই বিশেষ প্রচার অভিযানে অংশ নিতে দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছি আর আমরা প্রত্যেকে নিজেদের খরচে এসেছি। আমাদের কথায় মুগ্ধ হয়ে চালক বলেন যে, সেই সপ্তাহেই তিনি তার পরিবারকে সঙ্গে নিয়ে বাইবেল অধ্যয়ন শুরু করবেন। এমনকি তিনি আমাদের কাছ থেকে গাড়ি ভাড়া না নিয়ে আমাদের কাজে দান দেন।”চিয়াপাস পর্বতের স্থানীয় লোকেদের প্রতিক্রিয়া দেখেও মাগদালেনো ভীষণ মুগ্ধ হন। “আমার এবং আমার স্ত্রীর ২৬ জন যুবক-যুবতীর একটা দলের কাছে রাজ্যের বার্তা বলার অভিজ্ঞতা হয়, যারা প্রেসবিটারিয়ান গির্জায় যেত। তারা সকলে ৩০ মিনিট ধরে মনোযোগ দিয়ে কথা শোনে। তারা তাদের বাইবেল বের করে আর আমরা তাদের কাছে যিহোবার উদ্দেশ্যগুলো সম্বন্ধে খুব ভালভাবে সাক্ষ্য দিতে পেরেছি। বেশির ভাগ লোকেরই জেলটাল ভাষায় তাদের নিজস্ব বাইবলে রয়েছে।” বেশ কিছু অগ্রগতিশীল বাইবেল অধ্যয়ন শুরু হয়েছে।
বিরোধিতা কমে যায়
চিয়াপাসের একটা নির্দিষ্ট এলাকায় কিছু লোকেদের বিরোধিতার কারণে দুই বছরেরও বেশি সময় ধরে বাইবেলের বার্তা নিয়ে যাওয়া হয়নি। টেরেসা, একজন পূর্ণ-সময়ের সুসমাচার প্রচারিকা দেখেন যে, কিছু সাক্ষি সেই গ্রামে প্রচার করার বিষয়ে খানিকটা ভীত ছিল। “সকলে অবাক হয় যে সেখানকার লোকেরা শুনতে ইচ্ছুক ছিল। আমাদের প্রচার শেষ হতেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। আশ্রয়ের জায়গা খুঁজতে গিয়ে আমরা সেবাসটিয়ান নামে অতিথিপরায়ণ এক ব্যক্তির ঘরের কাছে আসি, যিনি আমাদের তার ঘরের ভিতরে ঢোকার অনুমতি দেন, যাতে বৃষ্টি থেকে রক্ষা পাই। ভিতরে যাওয়ার পর আমি তাকে জিজ্ঞেস করি যে, তার কাছে আমাদের কেউ এর আগে এসেছে কি না। তিনি না বলায়, আমি তার কাছে সাক্ষ্য দিতে আরম্ভ করি এবং জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে * বইটা ব্যবহার করে বাইবেল অধ্যয়ন শুরু করি। আমাদের আলোচনা শেষ হতেই সেবাসটিয়ান তার সঙ্গে অধ্যয়ন করার জন্য ফিরে আসতে কান্না জড়িত কণ্ঠে অনুরোধ করেন।”
চিয়াপাসে গিয়েছে এমন আরেকটি অগ্রগামীর দল রিপোর্ট করে: “যিহোবার সাহায্যে আমরা উত্তম ফল লাভ করেছি। প্রথম সপ্তাহেই আমরা ২৭টা বাইবেল অধ্যয়ন আরম্ভ করেছি; দ্বিতীয় সপ্তাহে আমরা লোকেদেরকে বাইবেল—আপনার জীবনে এর ক্ষমতা (ইংরেজি) ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ জানাই। ষাট জন লোক উপস্থিত ছিল। প্রত্যেকেই এটা উপভোগ করেছিল। শেষে আমরা দলগতভাবে বাইবেল অধ্যয়ন শুরু করার প্রস্তাব জানাই। অবাক হওয়ার বিষয় যে, এই গ্রামে দুটো অধ্যয়ন দল গঠিত হয়।
“নির্ধারিত এলাকাগুলোতে কাজ শেষ করার পর আমরা আগ্রহী ব্যক্তিদের শক্তিশালী করার এবং সংগঠিত বাইবেল অধ্যয়ন দলগুলো কেমন আছে তা দেখার জন্য সেই গ্রামে আবারও ফিরে যাই। আমরা তাদেরকে জনসাধারণের সভায় এবং প্রহরীদুর্গ
অধ্যয়নে আসার জন্য আমন্ত্রণ জানাই। কিন্তু, সভাগুলো করার মতো বড় কোনো জায়গা সেখানে ছিল না। যে-ব্যক্তি অধ্যয়ন দলকে তার ঘর ব্যবহার করতে দিয়েছিলেন তিনি তার বাড়ির পিছনের উঠানটা দেখিয়ে বলেন: ‘এই উঠানে সভাগুলো করা যেতে পারে।’”সেই সাপ্তাহিক ছুটির দিনে সেখানে আসা অগ্রগামী এবং আগ্রহী ব্যক্তিরা উদ্যোগের সঙ্গে উঠানটাকে প্রস্তুত করতে সাহায্য করে, যাতে এটাকে সভাগুলোর জন্য ব্যবহার করা যেতে পারে। প্রথম সভাতে উপস্থিতি সংখ্যা ছিল ১০৩ জন। এখন সেই গ্রামে ৪০টি বাইবেল অধ্যয়ন পরিচালিত হচ্ছে।
“এক চমৎকার অভিজ্ঞতা”
প্রচার কাজে চমৎকার ফল লাভ করা ছাড়াও যারা এই কাজে অংশ নিয়েছে তারা নিজেরাও অনেক উপকৃত হয়েছে। একজন যুবতী অগ্রগামী মারিয়া, যে এই অভিযানগুলোর একটাতে অংশ নিয়েছিল সে তার অনুভূতি এইভাবে প্রকাশ করে: “দুটো কারণে এটা এক চমৎকার অভিজ্ঞতা ছিল। প্রচার কাজে আমার আনন্দ বেড়েছে এবং যিহোবার সঙ্গে আমার সম্পর্ক আরও কাছের হয়েছে। একবার আমরা যখন একটা পাহাড়ের ওপরে উঠছিলাম, তখন খুব ক্লান্ত হয়ে পড়ি। কিন্তু সাহায্যের জন্য যিহোবার কাছে প্রার্থনা করার পর আমরা যিশাইয় ৪০:২৯-৩১ পদে বলা কথাগুলো অভিজ্ঞতা করি: ‘যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে, তাহারা উত্তরোত্তর নূতন শক্তি পাইবে।’ তাই আমরা আমাদের গন্তব্যে পৌঁছাই এবং লোকেদের সঙ্গে বাইবেল অধ্যয়ন করি, যারা আমাদের খুব আতিথেয়তা দেখায়।”
সতেরো বছর বয়সী আরেক যুবতী অগ্রগামী ক্লদিয়া আমাদের বলে: “আমি অনেক উপকৃত হয়েছি। আমি পরিচর্যায় আরও দক্ষ হতে শিখেছি যা আমাকে অনেক আনন্দ দিয়েছে আর এটা আমাকে আধ্যাত্মিক লক্ষ্যগুলো স্থাপন করতে চালিত করেছে। এ ছাড়া, আমি আধ্যাত্মিকভাবে পরিপক্ব হয়েছি। ঘরে মা-ই আমার জন্য সবকিছু করতেন। কিন্তু এখন আরও বেশি অভিজ্ঞতা অর্জন করায় আমি আরও দায়িত্বশীল হয়েছি। উদাহরণ হিসেবে, আমি খাওয়ার ব্যাপারে খুব খুঁতখুঁতে ছিলাম। কিন্তু এখন আমাকে বিভিন্ন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতেই হয়, আমি খাবারের বিষয়ে আর কোনো অভিযোগ করি না। এইধরনের পরিচর্যা আমাকে খুব ভাল বন্ধুত্ব গড়ে তুলতে সাহায্য করেছে। আমাদের যা আছে আমরা তা ভাগ করে নিই এবং একে অন্যকে সাহায্য করি।”
এক আনন্দপূর্ণ শস্যচ্ছেদন
এই বিশেষ প্রচেষ্টার কী কী ফল পাওয়া গেছে? ২০০২ সালের শুরুতে, এই পাইয়োনিয়ার রুটস-এ প্রায় ২৮,৩০০ অগ্রগামী অংশ নেয়। তারা ১,৪০,০০০-রেরও বেশি বাইবেল অধ্যয়ন পরিচালনা করে আর এই প্রচার কাজে তারা ২০ লক্ষেরও বেশি ঘন্টা ব্যয় করে। লোকেদের বাইবেলের সত্য শেখার জন্য সাহায্য করতে তারা প্রায় ১,২১,০০০ বই এবং প্রায় ৭,৩০,০০০ পত্রিকা অর্পণ করে। কিছু অগ্রগামীর জন্য ২০টা অথবা এরও বেশি বাইবেল অধ্যয়ন পরিচালনা করা অস্বাভাবিক কিছু নয়।
এইধরনের দয়া গ্রহণকারীরা তাদের কাছে বাইবেলের বার্তা নিয়ে যেতে অতিরিক্ত প্রচেষ্টার জন্য গভীরভাবে কৃতজ্ঞ। দরিদ্রতা সত্ত্বেও, অনেকে জোর করে যে, প্রকাশকরা যেন দান নেয়। ৭০ বছর বয়স্কা এক অভাবী মহিলার কাছে যে-অগ্রগামীরা আসত, তাদের তিনি সবসময় কিছু না কিছু দিতেন। যদি তারা সেটা না নিতে চাইত, তা হলে তিনি কেঁদে ফেলতেন। আরেকটা দরিদ্র পরিবার পূর্ণ-সময়ের সুসমাচার প্রচারকদের বলে যে, মুরগি তাদের জন্যই বিশেষ করে কিছু ডিম দিয়েছে আর তাদের অনুরোধ করত যেন তারা সেগুলো নিয়ে যায়।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল, সেইসব আন্তরিক ব্যক্তিরা আধ্যাত্মিক বিষয়গুলোর জন্য প্রকৃত উপলব্ধি দেখায়। উদাহরণস্বরূপ, একজন যুবতী মহিলা খ্রিস্টীয় সভাগুলোতে উপস্থিত থাকার জন্য একাই সাড়ে তিন ঘন্টা হেঁটে আসেন, একটা সভাও বাদ দেন না। একজন বয়স্কা আগ্রহী মহিলার হাঁটুতে সমস্যা থাকা সত্ত্বেও, ভ্রমণ অধ্যক্ষের পরিদর্শনের সময় বাইবেল থেকে নির্দেশনা লাভ করতে তিনি দুই ঘন্টা ভ্রমণ করেন। যারা লেখাপড়া জানে না তারা তা শিখতে চায়, যাতে তারা বাইবেল শিক্ষা থেকে অধিক উপকার পেতে পারে। তাদের প্রচেষ্টা অনেক আশীর্বাদ নিয়ে আসে।
প্রেরিতের বইয়ে লূক একটি দর্শনের বিষয়ে বর্ণনা করেন যেটা প্রেরিত পৌল দেখেছিলেন: “এক মাকিদনীয় পুরুষ দাঁড়াইয়া বিনতিপূর্ব্বক তাঁহাকে বলিতেছে, পার হইয়া মাকিদনিয়াতে আসিয়া আমাদের উপকার করুন।” পৌল স্বেচ্ছায় সেই আমন্ত্রণ গ্রহণ করেছিলেন। আজকে মেক্সিকোর দূরবর্তী এলাকাগুলোতে অনেকে একই মনোভাব দেখিয়ে সাড়া দিয়ে “পৃথিবার প্রান্ত পর্য্যন্ত” সুসমাচার ঘোষণা করার জন্য নিজেদের বিলিয়ে দিচ্ছে।—প্রেরিত ১:৮; ১৬:৯, ১০.
[পাদটীকাগুলো]
^ সম্প্রতি এক বছরে, যিহোবার সাক্ষিদের মণ্ডলীগুলো মেক্সিকোর শতকরা ৮ ভাগেরও বেশি এলাকায় নিয়মিতভাবে প্রচার সম্পন্ন করতে পারেনি। এর অর্থ সেখানে ৮২,০০,০০০ জনেরও বেশি লোক বিচ্ছিন্ন এলাকাগুলোতে বাস করে যেখানে প্রচার খুব কমই হয়।
^ যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত।
[৯ পৃষ্ঠার চিত্র]
মেক্সিকোর অনেক সাক্ষি বিশেষ প্রচার অভিযানগুলোতে অংশ নিয়েছে