সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

চিরকালের জীবন বেছে নিন

চিরকালের জীবন বেছে নিন

চিরকালের জীবন বেছে নিন

 অনেকের এত কিছু বেছে নেওয়ার সুযোগ আগে কখনও হয়নি। উদাহরণ হিসেবে, কী পরব, কী খাব এবং কোথায় কাজ করব ও থাকব এগুলো প্রায়ই বেছে নেওয়ার মতো এক বিষয়। পৃথিবীর অনেক দেশে, একজনের সাথি বেছে নেওয়াও এক সাধারণ বিষয়। কিন্তু বাইবেল এমন একটা বেছে নেওয়ার বিষয় তুলে ধরে, যেটা অন্যান্য সমস্ত বাছাইকে ছাপিয়ে যায়—সেটা সমস্ত মানবজাতির জন্য প্রাপ্তিসাধ্য।

বাইবেল বলে: “যে ধার্ম্মিকতায় অটল, সে জীবন পায়; কিন্তু যে দুষ্টতার পিছনে দৌড়ে, সে নিজ মৃত্যু ঘটায়।” (হিতোপদেশ ১১:১৯) আর যিশু খ্রিস্ট ঘোষণা করেছিলেন: “আর ইহাই অনন্ত জীবন যে, তাহারা তোমাকে, একমাত্র সত্যময় ঈশ্বরকে, এবং তুমি যাঁহাকে পাঠাইয়াছ, তাঁহাকে, যীশু খ্রীষ্টকে, জানিতে পায়।”—যোহন ১৭:৩.

হ্যাঁ, আমাদের সৃষ্টিকর্তা আমাদের সামনে এমন একটা পথ বেছে নেওয়ার সুযোগ রেখেছেন যেটা অনন্তজীবনের দিকে পরিচালিত করে! চিরকালের জীবন পাওয়ার জন্য আমাদের কী করতে হবে?

বাইবেল অনুযায়ী, “ধার্ম্মিকতার পথে জীবন থাকে।” (হিতোপদেশ ১২:২৮) আমরা সেই ধার্মিকদের মধ্যে থাকতে পারি যারা অনন্তজীবনের পথে চলছে। কীভাবে? এই বিষয়ে নিশ্চিত হয়ে যে, আমাদের জীবন ঈশ্বরের ইচ্ছা ও তাঁর আজ্ঞাগুলোর সঙ্গে মিল রাখে। (মথি ৭:১৩, ১৪) তাই আমরা যেন সঠিক বিষয়টা বেছে নিই এবং ঈশ্বরের দান আনন্তজীবন লাভ করি।—রোমীয় ৬:২৩.