সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

যুবক-যুবতীদের হৃদয়কে স্পর্শ করার মতো এক ভিডিও

যুবক-যুবতীদের হৃদয়কে স্পর্শ করার মতো এক ভিডিও

যুবক-যুবতীদের হৃদয়কে স্পর্শ করার মতো এক ভিডিও

 অনেক যুবক-যুবতী যখন যুবক-যুবতীদের জিজ্ঞাস্য— কীভাবে আমি প্রকৃত বন্ধু করতে পারি? * (ইংরেজি) ভিডিওটা দেখেছিল, তখন তারা তাদের আচরণ সম্বন্ধে গম্ভীরভাবে ভেবে দেখতে উৎসাহিত হয়েছিল। ভিডিওটাতে উত্তম শাস্ত্রীয় পরামর্শ, খ্রিস্টান যুবক-যুবতীদের ব্যক্তিগত অভিব্যক্তিগুলো এবং বাইবেলে দীণার ঘটনার ওপর ভিত্তি করে এক আধুনিক প্রেরণাদায়ক নাটক রয়েছে। (আদিপুস্তক ৩৪ অধ্যায়) ভিডিওটা সম্বন্ধে মেক্সিকো থেকে নিচে দেওয়া অভিব্যক্তিগুলো এসেছে।

 মার্তা বলে: “ভিডিওটা গভীরভাবে আমার হৃদয়কে স্পর্শ করেছে। মনে হয় যেন এটা আমার জন্যই তৈরি করা হয়েছে। আমি ভেবেছিলাম, আমার শিক্ষক-শিক্ষিকা ও সহপাঠিদের এটা জানা-ই যথেষ্ট যে আমি যিহোবার সাক্ষিদের একজন। তাদের কাছে সাক্ষ্য দিয়ে সেটা প্রমাণ করতে আমি ব্যর্থ হয়েছিলাম। যিহোবা আমাদের জন্য যেসমস্ত তথ্য জোগান সেটার জন্য আমি কৃতজ্ঞ, বিশেষ করে এই ভিডিওটার মতো যখন সেগুলো আমাদের হৃদয়কে স্পর্শ করে।”

ওয়ান কারলোস বলে: “এই ভিডিওটা সত্যিই আপনাকে ভেবে দেখতে প্রেরণা দেয়। একজন যুবক হিসেবে, আমি কিছু ভুল করেছিলাম আর সেগুলো নাটকের কয়েকটা চরিত্রের মধ্যে খুঁজে পাই। কয়েক বছর আগে আমি এক দ্বৈত জীবনযাপন করতাম কিন্তু আমি উপলব্ধি করেছি যে, সেই ধরনের জীবনযাপন খারাপ পরিণতিগুলো নিয়ে আসতে পারে। ভিডিওটা দেখার পর যিহোবার প্রতি বিশ্বস্ত থাকার জন্য আমি সংকল্পবদ্ধ।”

সুলেম স্বীকার করে: “আমি যখন ভিডিওটা দেখি, তখন আমি আবেগাপ্লুত হয়ে উঠি। আগে আমি বাইবেল পড়া বন্ধ করে দিয়েছিলাম এবং আমি যিহোবার কাছে ততটা প্রার্থনা করতাম না। ভিডিওতে দেখানো যুবক-যুবতীদের মন্তব্যগুলো শোনার পর আমি আবার বাইবেল পড়তে ও যিহোবার কাছে প্রার্থনা করা শুরু করতে পরিচালিত হয়েছিলাম।”

আজকে যুবক-যুবতীরা অনেক প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয় এবং যে-বন্ধুবান্ধব তারা বাছাই করে, তা তারা যেভাবে জীবনযাপন করে সেটার ওপর প্রায়ই জোরালো প্রভাব ফেলতে পারে। (গীতসংহিতা ২৬:৪; হিতোপদেশ ১৩:২০) যুবক-যুবতীদের জিজ্ঞাস্য—কীভাবে আমি প্রকৃত বন্ধু করতে পারি? ভিডিওটা এই ব্যাপারে অনেককে সঠিক সিদ্ধান্তগুলো নিতে সাহায্য করছে।

[পাদটীকা]

^ যিহোবার সাক্ষিদের দ্বারা তৈরি।