সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

“দুজন ব্যক্তি আমাদের দরজার কড়া নেড়েছিল”

“দুজন ব্যক্তি আমাদের দরজার কড়া নেড়েছিল”

“দুজন ব্যক্তি আমাদের দরজার কড়া নেড়েছিল”

 “দুবছর ধরে আমরা আমাদের ছোট্ট মেয়েকে হারানোর গভীর কষ্ট অনুভব করে আসছি।” এই কথাগুলো দিয়েই একটা খোলা চিঠি শুরু হয়, যা ফ্রান্সের সাঁটেটিয়েন শহরে লে প্রগরে খবরের কাগজে প্রকাশিত হয়েছিল।

“ম্যালিসার বয়স যখন তিন মাস তখন সে ট্রাইসোমি ১৮ নামক এক মারাত্মক রোগে ভুগেছিল। এই ধরনের এক রোগ থেকে আপনি কখনও পুরোপুরি সুস্থ হতে পারেন না, যেটা বড় অন্যায় বলে মনে হয়। যদিও আমরা ক্যাথলিক বিশ্বাসে বড় হয়ে ওঠেছিলাম কিন্তু এই বিষয়টা আমাদের সবসময় ভাবিয়ে তুলত যে ‘ঈশ্বর, যদি তুমি থেকেই থাক, তা হলে কেন এই বিষয়গুলো ঘটতে দিয়েছ?’” স্পষ্টতই, এই চিঠিটা যে-মা লিখেছিলেন, তিনি নিদারুণ বেদনা ও অসহায় বোধ করেছিলেন। তার চিঠি আরও বলে:

“এই ঘটনার কিছু সময় পর দুজন ব্যক্তি আমাদের দরজার কড়া নেড়েছিল। আমি সঙ্গে সঙ্গে বুঝতে পারি যে তারা হল যিহোবার সাক্ষি। আমি ভদ্রভাবে তাদের বিদায় করে দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম কিন্তু তখনই আমি একটা ব্রোশার দেখি, যেটা তারা অর্পণ করছিল। সেটা ছিল ঈশ্বর কেন দুঃখকষ্ট থাকার অনুমতি দিয়েছেন সেই সম্বন্ধে। তাই, তাদের যুক্তিগুলোকে ভুল প্রমাণ করার উদ্দেশ্য নিয়ে আমি তাদের ভিতরে আসতে দিই। আমি ভেবেছিলাম যে, দুঃখকষ্টের ব্যাপারে আমার পরিবার সত্যিই অনেক কষ্ট ভোগ করেছে এবং আমরা এই ধরনের কথা অনেক শুনেছি, যেমন ‘ঈশ্বরই তাকে আমাদের দিয়েছিলেন এবং ঈশ্বরই তাকে নিয়ে গেছেন।’ সাক্ষিরা এক ঘন্টার আরেকটু বেশি সময় ছিল। তারা অত্যন্ত সমবেদনা দেখিয়ে আমার কথাগুলো শুনেছিল আর তাই আমার এত ভাল লেগেছিল যে যখন তারা চলে যাচ্ছিল তখন আমি তাদের আবারও আসতে বলেছিলাম। সেটা ছিল দুবছর আগে। আমি যিহোবার একজন সাক্ষি হইনি কিন্তু তাদের সঙ্গে বাইবেল অধ্যয়ন করতে শুরু করেছি এবং যখনই পারি তাদের সভাগুলোতে যোগ দিই।”