সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

দরিদ্রদের জন্য প্রকৃত সাহায্য

দরিদ্রদের জন্য প্রকৃত সাহায্য

বদ্রদের জন্য প্রকৃত সাহায্য

 ঈশ্বরের পুত্র যিশু খ্রিস্ট পৃথিবীতে থাকাকালীন দরিদ্রদের সাহায্য করার ব্যাপারে অকৃত্রিম আগ্রহ দেখিয়েছিলেন। যিশুর পরিচর্যা সম্বন্ধে একজন প্রত্যক্ষদর্শী বলেছিলেন: “অন্ধেরা দেখিতে পাইতেছে ও খঞ্জেরা চলিতেছে, কুষ্ঠীরা শুচীকৃত হইতেছে ও বধিরেরা শুনিতেছে, এবং মৃতেরা উত্থাপিত হইতেছে ও দরিদ্রদের নিকটে সুসমাচার প্রচারিত হইতেছে।” (মথি ১১:৫) কিন্তু, বর্তমানে লক্ষ লক্ষ দরিদ্র লোকের সম্বন্ধে কী বলা যায়? তাদের জন্য কি কোনো সুসমাচার রয়েছে? হ্যাঁ, আশার এক বার্তা রয়েছে!

যদিও জগৎ দরিদ্র লোকেদের প্রায়ই উপেক্ষা করে ও ভুলে যায় কিন্তু ঈশ্বরের বাক্য বাইবেল প্রতিজ্ঞা করে: “দরিদ্র নিয়ত বিস্মৃতিপাত্র থাকিবে না, দুঃখীদিগের আশা চিরতরে বিনষ্ট হইবে না।” (গীতসংহিতা ৯:১৮) যখন ঈশ্বরের রাজ্য অর্থাৎ এক প্রকৃত স্বর্গীয় সরকার, সমস্ত মানব শাসনকে সরিয়ে দেবে, তখন এই সান্ত্বনাদায়ক কথাগুলো পূর্ণ হবে। (দানিয়েল ২:৪৪) সেই স্বর্গীয় সরকারের রাজা হিসেবে, যিশু “দীনহীন ও দরিদ্রের প্রতি দয়া করিবেন, তিনি দরিদ্রগণের প্রাণ নিস্তার করিবেন। তিনি চাতুরী [“উৎপীড়ন,” NW] ও দৌরাত্ম্য হইতে তাহাদের প্রাণ মুক্ত করিবেন, তাঁহার দৃষ্টিতে তাহাদের রক্ত বহুমূল্য হইবে।”—গীতসংহিতা ৭২:১৩, ১৪.

খ্রিস্ট যখন পৃথিবীতে শাসন করবেন, তখন জীবনযাপন করার পরিবেশ কেমন হবে? খ্রিস্টের জগৎ শাসনের অধীনে যারা জীবনযাপন করবে, তারা তাদের পরিশ্রমের ফল উপভোগ করবে। মীখা ৪:৩, ৪ পদে বাইবেল বলে: “প্রত্যেকে আপন আপন দ্রাক্ষালতার ও আপন আপন ডুমুরবৃক্ষের তলে বসিবে; কেহ তাহাদিগকে ভয় দেখাইবে না; কেননা বাহিনীগণের সদাপ্রভুর মুখ ইহা বলিয়াছে।” ঈশ্বরের রাজ্য এমনকি রোগ ও মৃত্যুর সমস্যাগুলোকেও সমাধান করবে। (যিশাইয় ২৫:৮) কী এক ভিন্ন জগৎ-ই না সেটা হবে! আমরা বাইবেলের এই প্রতিজ্ঞাগুলোকে বিশ্বাস করতে পারি কারণ এগুলো স্বয়ং ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত।

আশার বার্তা দেওয়ার সঙ্গে সঙ্গে বাইবেল দৈনন্দিন প্রতিদ্বন্দ্বিতাগুলোর সঙ্গে মোকাবিলা করতে আমাদের সাহায্য করে, যেমন আত্মসম্মান বোধের অভাবকে কীভাবে কাটিয়ে ওঠা যায়, যা হয়তো দরিদ্র হওয়ার কারণে আসতে পারে। একজন অভাবী খ্রিস্টান বাইবেল অধ্যয়নের মাধ্যমে জানতে পারেন যে, একজন ধনী ব্যক্তি ঈশ্বরের চোখে যতটা মূল্যবান তিনিও ঠিক ততটাই মূল্যবান। বাইবেলের ইয়োব পুস্তক বলে যে, ঈশ্বর “দরিদ্রের কাছে ধনবানকেও বিশিষ্ট জ্ঞান করেন না, কেননা তাহারা সকলেই তাঁহার হস্তকৃত বস্তু।” (ইয়োব ৩৪:১৯) ঈশ্বর উভয়কেই সমানভাবে ভালবাসেন।—প্রেরিত ১০:৩৪, ৩৫.