সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

বয়স্ক সহবিশ্বাসীদের কি আপনি মূল্যবান মনে করেন?

বয়স্ক সহবিশ্বাসীদের কি আপনি মূল্যবান মনে করেন?

বয়স্ক সহবিশ্বাসীদের কি আপনি মূল্যবান মনে করেন?

 প্রাচীন ইস্রায়েলের লোকেরা যখন ঈশ্বরের সঙ্গে এক চুক্তিতে আবদ্ধ ছিল, তখন তাদের আদেশ দেওয়া হয়েছিল: “তুমি পক্বকেশ প্রাচীনের সম্মুখে উঠিয়া দাঁড়াইবে, বৃদ্ধ লোককে সমাদর করিবে, ও আপন ঈশ্বরের প্রতি ভয় রাখিবে।” (লেবীয় পুস্তক ১৯:৩২) তাই, বয়স্ক লোকেদের প্রতি সম্মান দেখানো ছিল এক পবিত্র কর্তব্য, যা ঈশ্বরের প্রতি বশীভূত থাকার সঙ্গে জড়িত ছিল। যদিও আজকে খ্রিস্টানরা আর মোশির ব্যবস্থার অধীনে নেই কিন্তু এটা আমাদের স্মরণ করিয়ে দেয় যে, যিহোবা বয়স্কদের যারা তাঁকে সেবা করে তাদের মূল্যবান ও বহুমূল্য হিসেবে দেখেন। (হিতোপদেশ ১৬:৩১; ইব্রীয় ৭:১৮) আমরা কি যিহোবার দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করি? আমরা কি আমাদের বয়স্ক খ্রিস্টান ভাইবোনদের মূল্যবান মনে করি?

তিনি তার বয়স্ক বন্ধুকে মূল্যবান মনে করেছিলেন

বাইবেলের একটা বিবরণ, যা বয়স্ক ব্যক্তিদের প্রতি সম্মান দেখানোর বিষয়কে তুলে ধরে, তা দ্বিতীয় রাজাবলি বইয়ে পাওয়া যায়। এখানে বর্ণনা করা আছে যে, কীভাবে ভাববাদী এলিয়ের পরে অল্পবয়সী ইলীশায় ভাববাদী হয়েছিলেন। ইস্রায়েলের দশ বংশের রাজ্যের একজন ভাববাদী হিসেবে শেষ দিনে এলিয়ের কী ঘটেছিল, তা বিবেচনা করুন।

সেই দিনে বয়স্ক ভাববাদী গিল্‌গল থেকে বৈথেল পর্যন্ত, বৈথেল থেকে যিরীহো পর্যন্ত এবং যিরীহো থেকে যর্দন নদী পর্যন্ত যাত্রা করার নির্দেশ যিহোবার কাছ থেকে পেয়েছিলেন। (২ রাজাবলি ২:১, ২, ৪, ৬) প্রায় ৫০ কিলোমিটার যাত্রার সময় এলিয় তিন বার ইলীশায়কে তাকে ছেড়ে যাওয়ার জন্য জোর করেছিলেন। কিন্তু বহু শতাব্দী আগে যুবতী রূৎ যেমন নয়মীকে ছেড়ে যাওয়ার ব্যাপারে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছিলেন, ঠিক তেমনই ইলীশায় বয়স্ক ভাববাদীকে ছেড়ে যেতে প্রত্যাখ্যান করেছিলেন। (রূতের বিবরণ ১:১৬, ১৭) ইলীশায় তিন বার বলেছিলেন: “জীবন্ত সদাপ্রভুর দিব্য, এবং আপনার জীবিত প্রাণের দিব্য, আমি আপনাকে ছাড়িব না।” (২ রাজাবলি ২:২, ৪, ৬) সেই সময়ে ইতিমধ্যেই ইলীশায় প্রায় ছয় বছর ধরে এলিয়ের সহকারী হিসেবে কাজ করে আসছিলেন। তবুও, তিনি যতদিন সম্ভব এলিয়ের সঙ্গে সেবা করে যেতে ইচ্ছুক ছিলেন। বস্তুত, সেই বিবরণ আরও জানায়: “এইরূপ ঘটিল; তাঁহারা যাইতে যাইতে কথা কহিতেছেন, ইতিমধ্যে দেখ, . . . এলিয় . . . উঠিয়া গেলেন।” (১১ পদ) ইস্রায়েলে এলিয়ের পরিচর্যার শেষ মুহূর্ত পর্যন্ত এলিয় ও ইলীশায় আলোচনা করছিল। অল্পবয়সী ভাববাদী তার চেয়ে বয়স্ক, অধিক অভিজ্ঞ ভাববাদীর কাছ থেকে যত বেশি সম্ভব নির্দেশনা ও উৎসাহমূলক কথাগুলো মনে গেঁথে নেওয়ার জন্য উৎসুক ছিলেন। স্পষ্টত তিনি তার বয়স্ক বন্ধুকে মূল্যবান মনে করেছিলেন।

‘পিতার ও মাতার ন্যায়’

এটা বোঝা কঠিন নয় যে, কেন ইলীশায় তার চেয়ে বয়স্ক একজন ভাববাদীকে বন্ধুর মতো—এমনকি একজন আত্মিক পিতার মতো—ভালবেসেছিলেন। (২ রাজাবলি ২:১২) ইস্রায়েলে এলিয়ের কার্যভার শেষ হওয়ার ঠিক আগে তিনি ইলীশায়কে বলেছিলেন: “তোমার নিমিত্ত আমি কি করিব? তাহা তোমার নিকট হইতে আমার নীত হইবার পূর্ব্বে যাচ্ঞা কর।” (৯ পদ) তাই একেবারে শেষ সময় পর্যন্ত এলিয় তার উত্তরাধিকারীর আধ্যাত্মিক মঙ্গল এবং ঈশ্বরের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে চিন্তিত ছিলেন।

আজকে, এটা লক্ষ করা উৎসাহজনক যে, আমাদের বয়স্ক খ্রিস্টান ভাইবোনেরা একইরকম পিতৃ ও মাতৃসূলভ চিন্তাভাবনা দেখায়, যখন তারা অল্পবয়সীদের সঙ্গে তাদের জ্ঞান ও প্রজ্ঞা উদারভাবে ভাগ করে নেয়। উদাহরণস্বরূপ, যিহোবার সাক্ষিদের শাখা দপ্তরে সেবা করছে এমন দীর্ঘদিনের স্বেচ্ছাসেবকরা স্বেচ্ছায় বেথেল পরিবারের নতুন সদস্যদের সেই দক্ষতাগুলো অর্জন করতে সাহায্য করে, যেগুলো তাদের সেবা করার জন্য প্রয়োজন। একইভাবে, ভ্রমণ অধ্যক্ষ ও তাদের স্ত্রীরা যারা অনেক বছর ধরে মণ্ডলীগুলো পরিদর্শন করে আসছে, তারা আনন্দের সঙ্গে তাদের অভিজ্ঞতার সম্পদকে সেই ব্যক্তিদের সঙ্গে ভাগ করে নেয়, যারা ভ্রমণ পরিচারক হিসেবে সেবা করার জন্য প্রশিক্ষিত হচ্ছে। এ ছাড়া, সারা পৃথিবীতে যিহোবার সাক্ষিদের মণ্ডলীগুলোতে বয়স্ক ভাইবোনেরা রয়েছে যারা বহু দশক ধরে যিহোবাকে বিশ্বস্তভাবে সেবা করে যাচ্ছে এবং যারা আনন্দের সঙ্গে মণ্ডলীর নতুন সদস্যদের সঙ্গে তাদের ব্যবহারিক প্রজ্ঞা ও অভিজ্ঞতা ভাগ করে নেয়।—হিতোপদেশ ২:৭; ফিলিপীয় ৩:১৭; তীত ২:৩-৫.

এই প্রিয় বয়স্ক খ্রিস্টানদের দ্বারা দেখানো আন্তরিক চিন্তা, এই বয়স্ক ব্যক্তিদের প্রতি সম্মান দেখানোকে সত্যিই আনন্দময় করে তোলে। তাই বয়স্ক সহবিশ্বাসীদের প্রতি গভীর উপলব্ধি দেখানোর ব্যাপারে ইলীশায়ের উদাহরণকে আমরা অনুকরণ করতে চাই। প্রেরিত পৌল যেমন আমাদের স্মরণ করিয়ে দেন, আসুন “প্রাচীনকে . . . পিতার ন্যায়” এবং “প্রাচীনাদিগকে মাতার ন্যায়” দেখি। (১ তীমথিয় ৫:১, ২) তা করে, আমরা সারা পৃথিবীতে খ্রিস্টীয় মণ্ডলীর সঠিক চালনা এবং উন্নতিতে বিরাট অবদান রাখি।

[৩০ পৃষ্ঠার চিত্র]

ইলীশায় যতদিন সম্ভব এলিয়ের সঙ্গে সেবা করে যেতে ইচ্ছুক ছিলেন

[৩১ পৃষ্ঠার চিত্রগুলো]

অল্পবয়সীরা বয়স্ক খ্রিস্টানদের কাছ থেকে অনেকভাবে উপকৃত হয়