আপনি কি ‘অঙ্কুশের মুখে পদাঘাত করিতেছেন’?
আপনি কি ‘অঙ্কুশের মুখে পদাঘাত করিতেছেন’?
বাইবেলের সময়ে, একটা অঙ্কুশ—সাধারণত একটা লম্বা লাঠির ডগায় আটকানো সূচালো এক ধাতব পেরেক—মালবাহী পশুদের তাড়িয়ে নিয়ে যাওয়ার ও চালনা করার জন্য ব্যবহৃত হতো। যদি কোনো পশু একগুঁয়েমি করে সেই অঙ্কুশের খোঁচায় উলটো গুঁতো মারত, তা হলে এর ফল কী হতো? স্বস্তির বদলে, এটা কেবল নিজের জন্য যন্ত্রণাই নিয়ে আসত।
পুনরুত্থিত যিশু খ্রিস্ট, শৌল নামে একজন ব্যক্তিকে দেখা দেওয়ার সময় অঙ্কুশ সম্বন্ধে বলেছিলেন, যিনি যিশুর কিছু শিষ্যকে গ্রেপ্তার করার জন্য যাচ্ছিলেন। এক চোখ-ধাঁধানো আলোর মধ্যে থেকে শৌল যিশুকে বলতে শোনেন: “শৌল, শৌল, কেন আমাকে তাড়না করিতেছ? কন্টকের [“অঙ্কুশের,” NW] মুখে পদাঘাত করা তোমার দুষ্কর।” খ্রিস্টানদের উৎপীড়ন করে, শৌল আসলে ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন, এমন এক পথ অনুধাবন করছিলেন, যা কেবল তারই ক্ষতি করত।—প্রেরিত ২৬:১৪.
আমরাও কি অনিচ্ছাকৃতভাবে “অঙ্কুশের মুখে পদাঘাত” করতে পারি? বাইবেল “জ্ঞানবানদের বাক্য”-কে অঙ্কুশের সঙ্গে তুলনা করে, যা সঠিক পথে এগিয়ে যাওয়ার জন্য আমাদের প্রেরণা দেয়। (উপদেশক ১২:১১) ঈশ্বরের বাক্যের অনুপ্রাণিত উপদেশ আমাদের পরিচালনা এবং সঠিকভাবে নির্দেশনা দিতে পারে—যদি আমরা এটাকে করতে দিই। (২ তীমথিয় ৩:১৬) এর প্রেরণাকে প্রতিরোধ করা আমাদের কেবল ক্ষতিই করতে পারে।
যিশুর কথায় শৌল মনোযোগ দিয়েছিলেন, তার পথ পরিবর্তন করেছিলেন এবং প্রিয় খ্রিস্টান প্রেরিত পৌল হয়েছিলেন। একইভাবে, ঐশিক পরামর্শে মনোযোগ দেওয়া আমাদের জন্য অনন্ত আশীর্বাদ নিয়ে আসবে।—হিতোপদেশ ৩:১-৬.
[৩২ পৃষ্ঠার চিত্র সৌজন্যে]
L. Chapons/Illustrirte Familien-Bibel nach der deutschen Uebersetzung Dr. Martin Luthers