“এটা সত্যিই চমকপ্রদ!”
রাজ্য ঘোষণাকারীরা বিবৃতি দেয়
“এটা সত্যিই চমকপ্রদ!”
ডরটা পোল্যান্ডে যিহোবার সাক্ষিদের একজন পূর্ণ-সময়ের পরিচারিকা, যিনি তার ১৪ বছর বয়সী ছেলেকে নিয়মিত চেকাপের জন্য তার স্কুলের ক্লিনিকে যান। ডাক্তার ইয়ানিনা * বিভিন্ন বিষয় পরীক্ষা করার সময় ডরটাকে জিজ্ঞেস করেছিলেন যে, তার ছেলে ঘরে কী কাজ করে।
“আমার পক্ষে সম্ভব না হলে আমার ছেলে পরিবারের ছয় জন সদস্যের জন্য খাবার প্রস্তুত করে,” উত্তরে ডরটা বলেছিলেন। “এ ছাড়া, সে ঘরদোর পরিষ্কার করে এবং ঘরের আশেপাশের জিনিসপত্র মেরামতে সাহায্য করে। সে পড়তে ভালবাসে। সে একজন ভাল ছাত্র।”
“অবিশ্বাস্য,” ইয়ানিনা বলেছিলেন। “আমি এখানে ১২ বছর ধরে কাজ করছি আর আমি এইরকম কথা আগে কখনও শুনিনি।”
সাক্ষ্য দেওয়ার এক সুযোগ এসেছে বুঝতে পেরে ডরটা ব্যাখ্যা করেছিলেন: “আজকে অনেক বাবামাই তাদের ছেলেমেয়েদের উপযুক্ত প্রশিক্ষণ দিতে ব্যর্থ হয়। আর এই কারণে তাদের ছেলেমেয়েদের আত্মমর্যাদাবোধ বেশ কম।”
“আপনি কীভাবে এত কিছু জানেন?” ইয়ানিনা জিজ্ঞেস করেছিলেন। “বেশির ভাগ বাবামারই এই ব্যাপারে কোনো ধারণা নেই।”
“বাইবেল এই ধরনের তথ্যের এক মূল্যবান উৎস,” ডরটা উত্তরে বলেছিলেন। “উদাহরণ হিসেবে বলা যায়, দ্বিতীয় বিবরণ ৬:৬-৯ পদ অনুসারে, আমাদের ছেলেমেয়েদের শিক্ষা দেওয়া আমাদের নিজেদেরকে শিক্ষা দেওয়ার সঙ্গে শুরু হয়। আমরা আমাদের ছেলেমেয়েদের মধ্যে যে-মূল্যবোধগুলো গেঁথে দিতে চাই, সেগুলো কি আগে আমাদের নিজেদের মনে ও হৃদয়ে স্থাপন করা উচিত নয়?”
“এটা অবিশ্বাস্য,” ইয়ানিনা মন্তব্য করেছিলেন। “এটা সত্যিই অবিশ্বাস্য!” এরপর তিনি ডরটাকে জিজ্ঞেস করেছিলেন যে, কীভাবে বাইবেল তার ছেলেমেয়েদের মানুষ করে তুলতে ও শিক্ষা দিতে তাকে সাহায্য করেছে।
“আমরা আমাদের ছেলেমেয়েদের সঙ্গে প্রত্যেক সপ্তাহে বাইবেল অধ্যয়ন করি,” ডরটা বলেছিলেন। “আমরা একটা বই ব্যবহার করি যেটার শিরোনাম যুবক-যুবতীদের জিজ্ঞাস্য—যে-উত্তরগুলো কাজ করে।” * (ইংরেজি) এরপর তিনি সেই বই সম্বন্ধে বর্ণনা করেছিলেন এবং এর কিছু বিষয়বস্তু আলোচনায় অন্তর্ভুক্ত করেছিলেন।
“এটা সত্যিই চমকপ্রদ!” ইয়ানিনা বিস্ময়ে বলে উঠেছিলেন। “আমি কি সেই বইটা একটু দেখতে পারি?”
এক ঘন্টা পর ডরটা সেই বইটা নিয়ে ফিরে এসেছিলেন।
“আপনি কোন ধর্মের?” বইটা দেখতে দেখতে ইয়ানিনা জিজ্ঞেস করেছিলেন।
“আমি যিহোবার সাক্ষিদের একজন।”
“অন্য বিশ্বাসের লোকেদের সঙ্গে যিহোবার সাক্ষিরা কেমন আচরণ করে?”
“যেমন আপনার সঙ্গে আমি করছি—সম্মানপূর্বক,” ডরটা উত্তর দিয়েছিলেন, তিনি আরও বলেছিলেন: “অবশ্য আমরা চাই, তারাও বাইবেলের সত্য জানুক।”
“ইতিমধ্যেই আমি বেশ ভাল বোধ করছি,” ইয়ানিনা স্বীকার করেছিলেন।
ডরটা সাক্ষাতের শেষে ইয়ানিনাকে বাইবেল পড়তে উৎসাহ দিয়েছিলেন। “এটা আপনার জীবনে অর্থ এনে দেবে এবং আপনার কাজে আপনাকে সাহায্য করবে।”
“তা করার জন্য আপনি আমাকে সত্যিই প্রেরণা দিয়েছেন,” ইয়ানিনা স্বীকার করেছিলেন।
কৌশলতা ও দৃঢ়সংকল্পের সঙ্গে ডরটা ডাক্তারের কাছে নিয়মিত সাক্ষাতের সময়ে এক চমৎকার সাক্ষ্য দিয়েছিলেন।—১ পিতর ৩:১৫.
[পাদটীকাগুলো]
^ তার প্রকৃত নাম নয়।
^ যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত।