সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

বিশ্বস্ত খ্রিস্টান মহিলারা—ঈশ্বরের মূল্যবান উপাসক

বিশ্বস্ত খ্রিস্টান মহিলারা—ঈশ্বরের মূল্যবান উপাসক

বিশ্বস্ত খ্রিস্টান মহিলারা—ঈশ্বরের মূল্যবান উপাসক

“লাবণ্য মিথ্যা, সৌন্দর্য্য অসার, কিন্তু যে স্ত্রী সদাপ্রভুকে ভয় করেন, তিনিই প্রশংসনীয়া।” —হিতোপদেশ ৩১:৩০.

১. কীভাবে সৌন্দর্যের প্রতি যিহোবার দৃষ্টিভঙ্গিকে জগতের সঙ্গে তুলনা করা যায়?

 জগৎ বাহ্যিক চেহারার ওপর, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব দেয়। কিন্তু, যিহোবা মূলত ভিতরের ব্যক্তিত্বের প্রতি আগ্রহী, যা বয়সের সঙ্গে সঙ্গে এমনকি আরও সুন্দর হয়ে উঠতে পারে। (হিতোপদেশ ১৬:৩১) তাই, বাইবেল মহিলাদের পরামর্শ দেয়: “কেশবিন্যাস ও স্বর্ণাভরণ কিম্বা বস্ত্র পরিধানরূপ বাহ্য ভূষণ, তাহা নয়, কিন্তু হৃদয়ের গুপ্ত মনুষ্য, মৃদু ও প্রশান্ত আত্মার অক্ষয় শোভা, তাহাদের ভূষণ হউক; তাহাই ঈশ্বরের দৃষ্টিতে বহুমূল্য।”—১ পিতর ৩:৩, ৪.

২, ৩. কীভাবে প্রথম শতাব্দীতে মহিলারা সুসমাচার এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অবদান রেখেছিল এবং এটা কীভাবে ভবিষ্যদ্বাণী করা হয়েছিল?

এই ধরনের প্রশংসাযোগ্য মনোভাব বাইবেলে উল্লেখিত অনেক মহিলা প্রদর্শন করেছে। প্রথম শতাব্দীতে তাদের মধ্যে কারও কারও যিশু ও তাঁর প্রেরিতদের পরিচর্যা করার বিশেষ সুযোগ হয়েছিল। (লূক ৮:১-৩) পরে খ্রিস্টান মহিলারা উদ্যোগী সুসমাচার প্রচারক হয়ে উঠেছিল; অন্যান্যরা নেতৃত্বদানকারী খ্রিস্টান পুরুষদের মূল্যবান সমর্থন জুগিয়েছিল, যাদের মধ্যে ছিলেন প্রেরিত পৌল; আর কেউ কেউ অসাধারণ আতিথেয়তা দেখিয়েছিল, এমনকি মণ্ডলীর সভা করার জন্য তাদের ঘর ব্যবহার করতে দিয়েছিল।

যিহোবা তাঁর উদ্দেশ্য সম্পাদন করতে মহিলাদের যে-শক্তিশালী উপায়ে ব্যবহার করবেন, সেই বিষয়ে শাস্ত্রে ভবিষ্যদ্বাণী করা ছিল। উদাহরণস্বরূপ, যোয়েল ২:২৮, ২৯ পদ ভবিষ্যদ্বাণী করেছিল যে, নারী-পুরুষ, যুবক-বৃদ্ধ সকলে পবিত্র আত্মা লাভ করবে এবং রাজ্যের সুসমাচার ছড়িয়ে দেওয়ার কাজে অংশ নেবে। সা.কা. ৩৩ সালের পঞ্চাশত্তমীর দিনে সেই ভবিষ্যদ্বাণী পূর্ণ হতে শুরু করেছিল। (প্রেরিত ২:১-৪, ১৬-১৮) আত্মায় অভিষিক্ত কিছু মহিলাকে অলৌকিক দান দেওয়া হয়েছিল, যেমন ভাববাণী বলার দান। (প্রেরিত ২১:৮, ৯) পরিচর্যায় তাদের উদ্যোগের দ্বারা বিশ্বস্ত বোনদের এই বৃহৎ, আত্মিক বাহিনী প্রথম শতাব্দীতে দ্রুত খ্রিস্টধর্ম ছড়িয়ে দিতে অবদান রেখেছিল। বস্তুত, সা.কা. প্রায় ৬০ সালে প্রেরিত পৌল লিখেছিলেন যে, সুসমাচার “আকাশমণ্ডলের অধঃস্থিত সমস্ত সৃষ্টির কাছে প্রচারিত হইয়াছে।”—কলসীয় ১:২৩.

তাদের সাহস, উদ্যোগ এবং আতিথেয়তার জন্য প্রশংসিত

৪. কেন পৌলের প্রথম শতাব্দীর খ্রিস্টীয় মণ্ডলীর অনেক মহিলার প্রশংসা করার উপযুক্ত কারণ ছিল?

উদাহরণ হিসেবে প্রেরিত পৌল বিশেষ কিছু মহিলার দ্বারা সম্পাদিত পরিচর্যার প্রতি উপলব্ধি দেখিয়েছিলেন—ঠিক যেমন আজকে খ্রিস্টান অধ্যক্ষরা উদ্যোগী মহিলাদের সম্পাদিত পরিচর্যাকে মূল্যবান মনে করে। পৌল নাম উল্লেখ করেছিলেন এমন কিছু মহিলার মধ্যে ছিল “ত্রুফেণা ও ত্রুফোষা, যাঁহারা প্রভুতে পরিশ্রম করেন,” এবং “প্রিয়া পর্ষী, যিনি প্রভুতে অত্যন্ত পরিশ্রম করিয়াছেন।” (রোমীয় ১৬:১২) পৌল লিখেছিলেন যে, ইবদিয়া ও সুন্তুখী “সুসমাচারে [তাহার] সহিত পরিশ্রম করিয়াছিলেন।” (ফিলিপীয় ৪:২, ৩) প্রিষ্কিল্লা ও তার স্বামী আক্কিলা পৌলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সেবা করেছিলেন। তিনি এবং আক্কিলা এমনকি পৌলের জন্য “গ্রীবা পাতিয়া দিয়াছিলেন,” যা পৌলকে এই কথা লিখতে পরিচালিত করেছিল: “কেবল আমিই যে তাঁহাদের ধন্যবাদ করি, এমন নয়, কিন্তু পরজাতীয়দের সমুদয় মণ্ডলীও করে।”—রোমীয় ১৬:৩, ৪; প্রেরিত ১৮:২.

৫, ৬. কোন কোন উপায়ে প্রিষ্কিল্লা আজকের বোনদের জন্য এক উত্তম উদাহরণ স্থাপন করেছিলেন?

কী প্রিষ্কিল্লার উদ্যোগ ও সাহসের ক্ষেত্রে অবদান রেখেছিল? প্রেরিত ১৮:২৪-২৬ পদে একটা ইঙ্গিত পাওয়া যায়, যেখানে আমরা পড়ি যে তিনি আপল্লো নামে একজন সুবক্তাকে প্রকাশিত সত্যের নতুন বিষয়গুলো জানতে সাহায্য করার ক্ষেত্রে তার স্বামীকে সহযোগিতা করেছিলেন। তাই, এটা স্পষ্ট যে, প্রিষ্কিল্লা ঈশ্বরের বাক্যের এবং প্রেরিতদের শিক্ষার একজন আন্তরিক ছাত্রী ছিলেন। ফলে, তিনি চমৎকার গুণগুলো বৃদ্ধি করেছিলেন, যা তাকে ঈশ্বর ও স্বামীর কাছে মূল্যবান এবং প্রাথমিক মণ্ডলীর জন্য এক গুরুত্বপূর্ণ সদস্য করে তুলেছিল। আজকে অনেক পরিশ্রমী খ্রিস্টান বোন সমভাবে মূল্যবান, যারা অধ্যবসায়ের সঙ্গে বাইবেল অধ্যয়ন করে এবং ‘বিশ্বস্ত গৃহাধ্যক্ষের’ দ্বারা যিহোবা যে-আধ্যাত্মিক খাদ্য জোগান, তা গ্রহণ করে।—লূক ১২:৪২.

আক্কিলা ও প্রিষ্কিল্লা অসাধারণ অতিথিপরায়ণ ছিল। পৌল যখন করিন্থে তাদের সঙ্গে তাঁবু নির্মাণ ব্যাবসার কাজ করেছিলেন, তখন তিনি তাদের বাড়িতেই থাকতেন। (প্রেরিত ১৮:১-৩) সেই দম্পতি যখন ইফিষ ও পরে রোমে চলে গিয়েছিল, তখনও তারা খ্রিস্টীয় আতিথেয়তা দেখিয়ে চলেছিল, এমনকি মণ্ডলীর সভাগুলোর জন্য তাদের ঘর ব্যবহার করতে দিয়েছিল। (প্রেরিত ১৮:১৮, ১৯; ১ করিন্থীয় ১৬:৮, ১৯) একইভাবে, নুম্ফা এবং যোহন মার্কের মা-ও মণ্ডলীর সভাগুলোর জন্য তাদের ঘর খুলে দিয়েছিল।—প্রেরিত ১২:১২; কলসীয় ৪:১৫.

এক মূল্যবান সম্পদ আজকে

৭, ৮. বর্তমান সময়ের অনেক খ্রিস্টান মহিলার পবিত্র সেবার কোন প্রশংসনীয় নথি রয়েছে এবং তারা কোন আশ্বাস পেতে পারে?

প্রথম শতাব্দীর মতো, আজকে বিশ্বস্ত খ্রিস্টান মহিলারা ঈশ্বরের উদ্দেশ্য সম্পাদনে, বিশেষ করে সুসমাচার প্রচারের কাজে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই বোনদের কী এক উত্তম নথিই না রয়েছে! গুয়েনের উদাহরণ বিবেচনা করুন, যিনি ২০০২ সালে তার মৃত্যুর আগে পর্যন্ত ৫০ বছরেরও বেশি সময় ধরে বিশ্বস্তভাবে যিহোবার সেবা করেছিলেন। “সুসমাচার প্রচারক হিসেবে গুয়েনের উদ্যোগ আমাদের শহরে অত্যন্ত সুপরিচিত ছিল,” তার স্বামী বলেন। “তার দৃষ্টিতে, প্রত্যেক মানুষই যিহোবার প্রেম ও প্রতিজ্ঞাগুলো লাভ করার এক সম্ভাব্য গ্রহীতা ছিল। ঈশ্বর, তাঁর সংগঠন এবং আমাদের পরিবারের প্রতি তার আনুগত্য ও সেইসঙ্গে আমরা যখন নিরুৎসাহবোধ করতাম, তখন তার প্রেমময় উৎসাহ, একত্রে আমাদের সম্পূর্ণ ও পরিতৃপ্তিদায়ক জীবন জুড়ে আমার ও আমাদের সন্তানদের জন্য এক মহৎ সমর্থন হয়ে এসেছে। আমরা তার অভাব প্রচণ্ডভাবে বোধ করি।” গুয়েন ও তার স্বামী ৬১ বছর ধরে বিবাহিত ছিল।

অবিবাহিত ও বিবাহিত হাজার হাজার খ্রিস্টান মহিলা অগ্রগামী পরিচারক ও মিশনারি হিসেবে সেবা করে, কর্মব্যস্ত শহরগুলো থেকে শুরু করে বিচ্ছিন্ন অঞ্চল পর্যন্ত বিস্তৃত এলাকাগুলোতে রাজ্যের বার্তা ছড়িয়ে দেওয়ার সময়, জীবনের প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে সন্তুষ্ট থাকে। (প্রেরিত ১:৮) অনেকে যিহোবাকে আরও পূর্ণরূপে সেবা করার জন্য বাড়ি কেনা বা সন্তান নেওয়া থেকে বিরত থেকেছে। এমন স্ত্রীরাও রয়েছে, যারা তাদের ভ্রমণ অধ্যক্ষ স্বামীদের অনুগত সমর্থন জোগায় এবং সেইসঙ্গে হাজার হাজার বোন সারা পৃথিবীর বেথেল গৃহগুলোতে সেবা করে। কোনো সন্দেহ নেই যে, এই আত্মত্যাগী মহিলারা ‘সর্ব্বজাতির মনোরঞ্জন বস্তুর’ মধ্যে আছে, যা যিহোবার গৃহকে প্রতাপে পরিপূর্ণ করে।—হগয় ২:৭.

৯, ১০. কীভাবে পরিবারের কিছু সদস্য, খ্রিস্টান স্ত্রী ও মায়েদের দ্বারা স্থাপিত উত্তম উদাহরণের প্রতি উপলব্ধি প্রকাশ করেছে?

অবশ্য, অনেক খ্রিস্টান মহিলার যত্ন নেওয়ার জন্য পারিবারিক দায়িত্বগুলো রয়েছে; তা সত্ত্বেও, তারা রাজ্যের আগ্রহকে প্রথমে রাখে। (মথি ৬:৩৩) একজন অবিবাহিত অগ্রগামী বোন লিখেছিলেন: “আমার মায়ের অটল বিশ্বাস ও উত্তম উদাহরণ আমার নিয়মিত অগ্রগামী হওয়ার পিছনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বস্তুত, তিনি ছিলেন আমার সর্বোত্তম অগ্রগামী সঙ্গীদের মধ্যে একজন।” একজন স্বামী তার স্ত্রী, যিনি পাঁচ জন প্রাপ্তবয়স্ক মেয়ের মা, তার সম্বন্ধে বলেন: “আমাদের ঘর সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিপাটী ছিল। বানি এটাকে সাধাসিধে ও সুশৃঙ্খল রেখেছিল, যাতে আমাদের পরিবার আধ্যাত্মিক বিষয়গুলোর ওপর মনোযোগ কেন্দ্রীভূত করতে পারে। আমাদের আর্থিক বিষয়গুলোতে তার সতর্ক রক্ষণাবেক্ষণের কারণে আমার ৩২ বছর ধরে খণ্ডকালীন কাজ করা সম্ভব হয়েছে, যা আমাকে আমাদের পরিবারে ও আধ্যাত্মিক বিষয়গুলোতে বেশি সময় নিবিষ্ট করতে সাহায্য করেছে। আমার স্ত্রী পরিশ্রমী হওয়ার মূল্য সম্বন্ধে সন্তানদেরও শিখিয়েছে। সে কেবল আমার প্রশংসাই পাওয়ার যোগ্য।” আজকে এই স্বামী ও স্ত্রী দুজনেই যিহোবার সাক্ষিদের বিশ্ব প্রধান কার্যালয়ে সেবা করে।

১০ একজন স্বামী তার স্ত্রী সম্বন্ধে লেখেন, যিনি প্রাপ্তবয়স্ক সন্তানদের মা: “সুজানের যে-গুণগুলোর জন্য আমি সবচেয়ে বেশি মুগ্ধ হই তা হল, ঈশ্বর ও তাঁর লোকেদের প্রতি তার প্রগাঢ় ভালবাসা ও সেইসঙ্গে তার বোধগম্যতা, সহমর্মিতা ও সততা। সে সবসময় এইরকম মনে করত যে, যিহোবা আমাদের কাছ থেকে সর্বোত্তম বিষয়টা পাওয়ার যোগ্য—যে-নীতিটাকে সে ঈশ্বরের একজন দাস ও একজন মা হিসেবে তার নিজের প্রতি প্রয়োগ করে।” তার স্ত্রীর সমর্থনে এই স্বামী বেশ কয়েকটা আধ্যাত্মিক বিশেষ সুযোগ গ্রহণ করতে সক্ষম হয়েছেন, যেগুলোর মধ্যে রয়েছে একজন প্রাচীন, অগ্রগামী, বিকল্প সীমা অধ্যক্ষ এবং হসপিটাল লিয়েইজন কমিটির একজন সদস্য হিসেবে সেবা করা। এই মহিলারা তাদের স্বামী, সহখ্রিস্টান এবং সর্বোপরি যিহোবার কাছে কতই না মূল্যবান!—হিতোপদেশ ৩১:২৮, ৩০.

স্বামী ছাড়া মূল্যবান মহিলারা

১১. (ক) কীভাবে যিহোবা বিশ্বস্ত মহিলাদের, বিশেষ করে বিধবাদের প্রতি তাঁর চিন্তা প্রকাশ করেছেন? (খ) খ্রিস্টান বিধবা এবং স্বামী নেই এমন অন্যান্য বিশ্বস্ত বোনেরা কোন আশ্বাস পেতে পারে?

১১ যিহোবা প্রায়ই বিধবাদের মঙ্গলের প্রতি তাঁর চিন্তা প্রকাশ করেছিলেন। (দ্বিতীয় বিবরণ ২৭:১৯; গীতসংহিতা ৬৮:৫; যিশাইয় ১০:১, ২) তিনি বদলাননি। তিনি শুধু বিধবাদের জন্যই নয় কিন্তু একক মা ও সেইসঙ্গে সেই মহিলাদের প্রতি গভীরভাবে আগ্রহ দেখিয়ে চলেছেন, যারা নিজে থেকেই কিংবা একজন উপযুক্ত খ্রিস্টান স্বামী খুঁজে পায়নি বলে অবিবাহিত রয়েছে। (মালাখি ৩:৬; যাকোব ১:২৭) আপনি যদি সেই ব্যক্তিদের মধ্যে একজন হন, যারা কোনো খ্রিস্টান সঙ্গীর সহযোগিতা ছাড়াই বিশ্বস্তভাবে যিহোবার সেবা করে, তা হলে আপনি নিশ্চিত হতে পারেন যে, ঈশ্বরের চোখে আপনি মূল্যবান।

১২. (ক) কীভাবে কিছু খ্রিস্টান বোন যিহোবার প্রতি তাদের আনুগত্য প্রদর্শন করে? (খ) আমাদের কিছু বোন কোন অনুভূতির সঙ্গে মোকাবিলা করছে?

১২ উদাহরণ হিসেবে আমাদের সেই খ্রিস্টান বোনদের কথা চিন্তা করুন, যারা “কেবল প্রভুতেই” বিয়ে করার জন্য যিহোবার পরামর্শের প্রতি অনুগতভাবে বাধ্য হওয়ার কারণে বিয়ে করেনি। (১ করিন্থীয় ৭:৩৯; হিতোপদেশ ৩:১) ঈশ্বরের বাক্য তাদের আশ্বাস দেয়: ‘[যিহোবা] দয়াবানের [“অনুগত ব্যক্তির,” NW] সহিত সদয় [“আনুগত্যের সঙ্গে,” NW] ব্যবহার করিবেন।’ (২ শমূয়েল ২২:২৬) তা সত্ত্বেও, তাদের মধ্যে অনেকের জন্য অবিবাহিত থাকা এক প্রতিদ্বন্দ্বিতা। একজন বোন বলেন: “আমি কেবল প্রভুতেই বিয়ে করার সংকল্প নিয়েছিলাম কিন্তু আমি যখন দেখেছি যে আমার অনেক বান্ধবী চমৎকার খ্রিস্টান পুরুষদের বিয়ে করেছে কিন্তু আমি এখনও অবিবাহিত, তখন অনেক চোখের জল ফেলেছি।” আরেক জন বোন বলেন: “আমি ২৫ বছর ধরে যিহোবাকে সেবা করেছি। আমি তাঁর প্রতি অনুগত থাকার ব্যাপারে দৃঢ়সংকল্পবদ্ধ কিন্তু একাকিত্বের অনুভূতি প্রায়ই আমাকে দুঃখিত করে।” তিনি আরও বলেন: “আমার মতো বোনেরা উৎসাহের জন্য আকুলভাবে আকাঙ্ক্ষা করে।” কীভাবে আমরা এই ধরনের অনুগত ব্যক্তিদের সাহায্য করতে পারি?

১৩. (ক) যিপ্তহের মেয়ের কাছে যারা যেত, তাদের উদাহরণ থেকে আমরা কী শিখতে পারি? (খ) আর কোন কোন উপায়ে আমরা আমাদের মণ্ডলীর অবিবাহিত বোনদের প্রতি চিন্তা দেখাতে পারি?

১৩ প্রাচীনকালের এক উদাহরণে একটা উপায় দেখা যায়। যিপ্তহের মেয়ে যখন তার জন্য একজন স্বামী পাওয়ার সুযোগকে পরিত্যাগ করেছিলেন, তখন লোকেরা উপলব্ধি করেছিল যে, তিনি একটা ত্যাগস্বীকার করছেন। তাকে উৎসাহ দেওয়ার জন্য কী করা হয়েছিল? “বৎসর বৎসর গিলিয়দীয় যিপ্তহের কন্যার যশঃকীর্ত্তন করিতে ইস্রায়েলীয় কন্যাগণ বৎসরের মধ্যে চারি দিবস গমন করে।” (বাঁকা অক্ষরে মুদ্রণ আমাদের।) (বিচারকর্ত্তৃগণের বিবরণ ১১:৩০-৪০) একইভাবে, যে-অবিবাহিত বোনেরা অনুগতভাবে ঈশ্বরের নিয়মের বাধ্য হয়, তাদেরকে আন্তরিক প্রশংসা করা উচিত। * আরেকটা উপায় কী, যেভাবে আমরা আমাদের চিন্তা দেখাতে পারি? আমাদের প্রার্থনায় এই ধরনের প্রিয়, বিশ্বস্ত বোনদের সমর্থন করার জন্য যিহোবার কাছে অনুরোধ করা উচিত, যাতে তারা অনুগতভাবে তাদের সেবা চালিয়ে যেতে পারে। তারা পুনরায় এই আশ্বাস পাওয়ার যোগ্য যে, তাদেরকে যিহোবা এবং পুরো খ্রিস্টীয় মণ্ডলী আন্তরিকভাবে ভালবাসে এবং গভীরভাবে উপলব্ধি করে।—গীতসংহিতা ৩৭:২৮.

একক মায়েরা যেভাবে সফল হতে পারে

১৪, ১৫. (ক) কেন খ্রিস্টান একক মায়েদের সাহায্যের জন্য যিহোবাকে ডাকা উচিত? (খ) কীভাবে একক মায়েরা তাদের প্রার্থনার সঙ্গে মিল রেখে কাজ করতে পারে?

১৪ যে-খ্রিস্টান মহিলারা একক মা, তারাও অসংখ্য প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয়। যাইহোক, তারা বাইবেলের নীতিগুলোর সঙ্গে সংগতি রেখে তাদের সন্তানদের মানুষ করে তুলতে সাহায্যের জন্য যিহোবার দিকে তাকাতে পারে। এটা ঠিক যে, আপনি যদি একজন একক মা অথবা বাবা হয়ে থাকেন, তা হলে সবদিক দিয়েই আপনি মা ও বাবা উভয়ই হতে পারেন না। তা সত্ত্বেও, আপনি যদি বিশ্বাস সহকারে যিহোবাকে ডাকেন, তা হলে তিনি আপনাকে অনেক দায়িত্ব পালন করার জন্য সাহায্য করবেন। উদাহরণস্বরূপ: কল্পনা করুন যে, আপনার কাছে মুদিরদোকান থেকে কেনা অনেক জিনিসপত্র বোঝাই একটা ভারী ব্যাগ রয়েছে, যা আপনাকে বহুতলবিশিষ্ট এক বিল্ডিংয়ের ওপরে আপনার অ্যাপার্টমেন্টে বয়ে নিয়ে যেতে হবে। কাছেই যদি লিফ্ট থাকে, তা হলে কি আপনি কষ্ট করে সিঁড়ি দিয়ে ওপরে উঠবেন? কখনোই না! অনুরূপভাবে, ভারী আবেগগত বোঝাগুলো একাই বয়ে চলার চেষ্টা করবেন না, যখন আপনাকে সাহায্য করার ব্যাপারে আপনি যিহোবার সাহায্য চাইতে পারেন। বাস্তবিকই, তিনি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছেন, যাতে আপনি তাঁকে ডাকেন। গীতসংহিতা ৬৮:১৯ পদ বলে: “ধন্য প্রভু [“যিহোবা,” NW], যিনি দিন দিন আমাদের ভার বহন করেন।” (বাঁকা অক্ষরে মুদ্রণ আমাদের।) একইভাবে, ১ পিতর ৫:৭ পদ আপনাকে আপনার সমস্ত ভাবনার ভার যিহোবার ওপর ফেলতে আমন্ত্রণ জানায়, “কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন।” (বাঁকা অক্ষরে মুদ্রণ আমাদের।) তাই যখন সমস্যা ও ভাবনাগুলো আপনাকে ভারগ্রস্ত করে ফেলে, তখন আপনার স্বর্গীয় পিতার ওপর ভার অর্পণ করে নিজেকে ভারমুক্ত করুন আর তা “অবিরত” করুন।—১ থিষলনীকীয় ৫:১৭; গীতসংহিতা ১৮:৬; ৫৫:২২.

১৫ উদাহরণ হিসেবে, আপনি যদি একজন মা হয়ে থাকেন, তা হলে কোনো সন্দেহ নেই যে, আপনি স্কুলে আপনার সন্তানদের ওপর বন্ধুবান্ধবদের প্রভাব সম্বন্ধে অথবা তারা নীতিনিষ্ঠা বজায় রাখার যে-পরীক্ষাগুলোর মুখোমুখি হতে পারে, সেই সম্বন্ধে চিন্তিত হবেন। (১ করিন্থীয় ১৫:৩৩) এই চিন্তাগুলো উপযুক্ত। কিন্তু এগুলো প্রার্থনারও বিষয় বটে। বস্তুত, আপনার সন্তানেরা স্কুলে যাওয়ার আগে এই বিষয়গুলোর জন্য প্রার্থনা করুন না কেন, হতে পারে একত্রে দৈনিক শাস্ত্রপদ আলোচনা করার পর? আন্তরিক, নির্দিষ্ট প্রার্থনাগুলো আপনার সন্তানদের মনে এক জোরালো প্রভাব ফেলতে পারে। সর্বোপরি, আপনি যখন আপনার সন্তানদের হৃদয়ে তাঁর বাক্য গেঁথে দেওয়ার জন্য ধৈর্যপূর্বক প্রাণপণ চেষ্টা করেন, তখন আপনি যিহোবার আশীর্বাদ লাভ করার উপযোগী হন। (দ্বিতীয় বিবরণ ৬:৬, ৭; হিতোপদেশ ২২:৬) মনে করে দেখুন যে, “ধার্ম্মিকগণের প্রতি প্রভুর [“যিহোবার,” NW] চক্ষু আছে; তাহাদের বিনতির প্রতি তাঁহার কর্ণ আছে।”—১ পিতর ৩:১২; ফিলিপীয় ৪:৬, ৭.

১৬, ১৭. (ক) একজন ছেলে তার মায়ের দেখানো ভালবাসা সম্বন্ধে কী বলেছেন? (খ) কীভাবে মায়ের আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি তার সন্তানকে প্রভাবিত করেছিল?

১৬ ছয় সন্তানের মা ওলিভিয়ার কথা চিন্তা করুন। তার অবিশ্বাসী স্বামী তাদের শেষ সন্তান জন্ম নেওয়ার পর পরই পরিবার ছেড়ে চলে গিয়েছিলেন কিন্তু ওলিভিয়া দেরি না করে তার সন্তানদের ঈশ্বরের পথে প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব গ্রহণ করেছিলেন। ওলিভিয়ার ছেলে ড্যারেন, যিনি এখন ৩১ বছর বয়সী এবং বর্তমানে একজন খ্রিস্টান প্রাচীন ও অগ্রগামী হিসেবে সেবা করছেন, তখন তার বয়স ছিল ৫ বছর। ওলিভিয়ার উদ্বিগ্নতা আরও বেড়ে যায় যখন ড্যারেনের এক গুরুতর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দেয়, যা এখনও ড্যারেনকে কষ্ট দেয়। ড্যারেন তার ছেলেবেলার কথা চিন্তা করে লেখেন: “আমার এখনও মনে আছে আমি হাসপাতালের বিছানায় বসে মার জন্য উৎসুকভাবে অপেক্ষা করতাম। তিনি আমার পাশে বসতেন এবং আমাকে প্রতিদিন বাইবেল পড়ে শোনাতেন। এরপর তিনি ‘যিহোবা, আমরা তোমায় ধন্যবাদ দিচ্ছি,’ * শিরোনামের রাজ্যের গানটা গাইতেন। এখনও এটা আমার সবচেয়ে প্রিয় রাজ্যের গান।”

১৭ যিহোবার প্রতি ওলিভিয়ার নির্ভরতা ও ভালবাসা একক মা হিসেবে তার সাফল্যের ক্ষেত্রে অবদান রেখেছিল। (হিতোপদেশ ৩:৫, ৬, NW) তিনি তার সন্তানদের সামনে যে-লক্ষ্যগুলো স্থাপন করেছিলেন, তাতে তার উত্তম মনোভাব প্রকাশ পেয়েছিল। “মা সবসময় আমাদের পূর্ণ-সময়ের পরিচর্যার লক্ষ্য অনুধাবন করার জন্য উৎসাহিত করতেন,” ড্যারেন বলেন। “এর ফলে আমার পাঁচ বোনের মধ্যে চার জন ও আমি পূর্ণ-সময়ের পরিচর্যা গ্রহণ করেছি। তবুও, মা কখনও এই বিষয়ে অন্যদের কাছে গর্ব করে কিছু বলেননি। আমি তার চমৎকার গুণগুলো অনুকরণ করার জন্য প্রাণপণ চেষ্টা করি।” এটা ঠিক যে, ওলিভিয়ার ক্ষেত্রে যেমনটা হয়েছিল তেমনই সব সন্তানই বড় হয়ে ঈশ্বরের সেবা করে না। কিন্তু একজন মা যখন বাইবেলের নীতিগুলো মেনে জীবনযাপন করার জন্য যথাসাধ্য করেন, তখন তিনি হয়তো যিহোবার নির্দেশনা ও প্রেমময় সমর্থন পাওয়ার ব্যাপারে নিশ্চিত হতে পারেন।—গীতসংহিতা ৩২:৮.

১৮. কীভাবে আমরা দেখাতে পারি যে, যিহোবার খ্রিস্টীয় মণ্ডলীর ব্যবস্থাকে আমরা উপলব্ধি করি?

১৮ ঈশ্বরের অধিকাংশ সমর্থন খ্রিস্টীয় মণ্ডলীর মাধ্যমে, এর নিয়মিত আধ্যাত্মিক খাদ্য প্রদানের কার্যক্রম, খ্রিস্টীয় ভ্রাতৃসমাজ এবং আধ্যাত্মিকভাবে পরিপক্ব ‘মনুষ্যদিগের নানা বরের [“দানরূপ মানুষদের,” NW] মাধ্যমে পাওয়া যায়। (ইফিষীয় ৪:৮) বিশ্বস্ত প্রাচীনরা মণ্ডলীর সকলকে গেঁথে তোলার জন্য কঠোর পরিশ্রম করে, “ক্লেশাপন্ন পিতৃমাতৃহীনদের ও বিধবাদের” চাহিদাগুলোর প্রতি বিশেষ মনোযোগ দেয়। (যাকোব ১:২৭) তাই, ঈশ্বরের লোকেদের নিকটবর্তী থাকুন, নিজেকে কখনও পৃথক করবেন না।—হিতোপদেশ ১৮:১; রোমীয় ১৪:৭.

বশীভূত হওয়ার সৌন্দর্য

১৯. কেন স্ত্রীসুলভ বশ্যতা বলতে নিকৃষ্টতাকে বোঝায় না আর বাইবেলের কোন উদাহরণ এটাকে সমর্থন করে?

১৯ যিহোবা মহিলাদের পুরুষের পরিপূরক হিসেবে সৃষ্টি করেছিলেন। (আদিপুস্তক ২:১৮, NW) তাই, একজন স্ত্রীর তার স্বামীর প্রতি বশীভূত থাকা কোনোভাবেই নিকৃষ্টতাকে বোঝায় না। এর পরিবর্তে, এটা একজন মহিলাকে মর্যাদা দেয়, তাকে তার অনেক দান ও মেধাকে ঈশ্বরের ইচ্ছার সঙ্গে মিল রেখে ব্যবহার করার সুযোগ দেয়। হিতোপদেশ ৩১ অধ্যায় প্রাচীন ইস্রায়েলের একজন গুণবতী স্ত্রী যেসব কাজ করতেন, তা বর্ণনা করে। তিনি অভাবীদের সাহায্য করতেন, দ্রাক্ষাক্ষেত্র প্রস্তুত করতেন ও জমি কিনতেন। হ্যাঁ, “তাঁহার স্বামীর হৃদয় তাঁহাতে নির্ভর করে, স্বামীর লাভের অভাব [হইত] না।”—১১, ১৬, ২০ পদ।

২০. (ক) কীভাবে একজন খ্রিস্টান মহিলার তার ঈশ্বরদত্ত ক্ষমতা বা দানগুলোকে ব্যবহার করা উচিত? (খ) ইষ্টের কোন উত্তম গুণগুলো প্রদর্শন করেছিলেন এবং ফলস্বরূপ যিহোবা তাকে কীভাবে ব্যবহার করতে পেরেছিলেন?

২০ একজন বিনয়ী, ঈশ্বর ভয়শীল মহিলা উচ্চাকাঙ্ক্ষী হয়ে নিজেকে উচ্চীকৃত করে না বা তার স্বামীর সঙ্গে প্রতিযোগিতা করে না। (হিতোপদেশ ১৬:১৮) তিনি সাধারণত জাগতিক বিষয়গুলোর পিছনে ছুটে আত্মতুষ্টির অনুধাবন করেন না কিন্তু তার ঈশ্বরদত্ত দানগুলোকে অন্যদের—তার পরিবার, সহখ্রিস্টান, প্রতিবেশী এবং সর্বোপরি যিহোবার—সেবা করার জন্য কাজে লাগান। (গালাতীয় ৬:১০; তীত ২:৩-৫) বাইবেলে রানি ইষ্টেরের উদাহরণ বিবেচনা করুন। যদিও বাহ্যিক দিক দিয়ে দেখতে সুন্দরী, তবুও তিনি বিনয়ী ও বশীভূতা ছিলেন। (ইষ্টের ২:১৩, ১৫) বিয়ের পর রাজার পূর্বের স্ত্রী বষ্টীর বৈসাদৃশ্যে তিনি তার স্বামী, রাজা অহশ্বেরশের প্রতি গভীর সম্মান দেখিয়েছিলেন। (ইষ্টের ১:১০-১২; ২:১৬, ১৭) এ ছাড়া, ইষ্টের উপযুক্ত বিষয়গুলোতে তার চেয়ে বয়োজ্যেষ্ঠ কাকাতো ভাই মর্দখয়ের মতামত সম্মানপূর্বক মেনে নিয়েছিলেন, এমনকি তিনি রানি হওয়ার পরেও। কিন্তু তাই বলে তিনি কোনো দিক দিয়েই দুর্বল ছিলেন না! তিনি সাহসের সঙ্গে হামনের আসল রূপ উন্মোচন করেছিলেন, এক ক্ষমতাবান ও নির্মম ব্যক্তি যে যিহুদিদের নির্মূল করে দেওয়ার চক্রান্ত করেছিল। যিহোবা তাঁর লোকেদের রক্ষার জন্য ইষ্টেরকে অসাধারণভাবে ব্যবহার করেছিলেন।—ইষ্টের ৩:৮–৪:১৭; ৭:১-১০; ৯:১৩.

২১. কীভাবে একজন খ্রিস্টান মহিলা যিহোবার কাছে আরও বেশি মূল্যবান হয়ে উঠতে পারেন?

২১ এটা স্পষ্ট যে, অতীতে ও আজকে ধার্মিক মহিলারা যিহোবা ও তাঁর উপাসনার প্রতি একাগ্র ভক্তি দেখিয়েছে। অতএব, ঈশ্বর ভয়শীল মহিলারা যিহোবার চোখে মূল্যবান। খ্রিস্টান বোনেরা, যিহোবাকে তাঁর আত্মার মাধ্যমে আপনাদের ধীরে ধীরে আরও বেশি মনোহর ‘পাত্রে’ পরিণত করতে দিন, যেটা “সমস্ত সৎক্রিয়ার নিমিত্ত প্রস্তুত।” (২ তীমথিয় ২:২১; রোমীয় ১২:২) এই ধরনের মূল্যবান উপাসকদের সম্বন্ধে ঈশ্বরের বাক্য বলে: “তাঁহার হস্তের ফল তাঁহাকে দেও, নগর-দ্বারসমূহে তাঁহার ক্রিয়া তাঁহার প্রশংসা করুক।” (হিতোপদেশ ৩১:৩১) সেটা যেন আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে সত্য হয়।

[পাদটীকাগুলো]

^ এই ধরনের প্রশংসা কীভাবে দেওয়া যায়, তা জানার জন্য ২০০২ সালের ১৫ই মার্চ প্রহরীদুর্গ পত্রিকার ২৬-৮ পৃষ্ঠা দেখুন।

^ যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত, যিহোবার উদ্দেশে প্রশংসা গীত গাও (ইংরেজি) বইয়ের ২১২ নম্বর গান।

আপনার কি মনে আছে?

• প্রথম শতাব্দীর কিছু খ্রিস্টান মহিলা কীভাবে যিহোবার চোখে মূল্যবান প্রমাণিত হয়েছিল?

• আমাদের সময়ে অনেক বোন কীভাবে নিজেদেরকে ঈশ্বরের কাছে মূল্যবান প্রমাণ করেছে?

• যিহোবা কোন কোন উপায়ে একক মা এবং স্বামী নেই এমন অন্যান্য বোনদের সমর্থন করেন?

• কীভাবে একজন মহিলা মস্তকপদ ব্যবস্থার প্রতি আন্তরিক সম্মান দেখাতে পারেন?

[অধ্যয়ন প্রশ্নাবলি]

[১৭ পৃষ্ঠার বাক্স]

চিন্তা করার মতো উদাহরণগুলো

আপনি কি বাইবেলে উল্লেখিত আরও কিছু বিশ্বস্ত মহিলার উদাহরণ বিবেচনা করতে চান? যদি চান, তা হলে দয়া করে নিচে উল্লেখিত শাস্ত্রপদগুলো পড়ুন। তালিকাবদ্ধ বিভিন্ন ব্যক্তির বিষয়ে আপনি যখন ধ্যান করেন, দয়া করে সেই নীতিগুলো বোঝার চেষ্টা করুন, যা আপনি হয়তো আপনার জীবনে আরও বেশি করে কাজে লাগাতে পারেন।—রোমীয় ১৫:৪.

সারা: আদিপুস্তক ১২:১, ৫; ১৩:১৮ক; ২১:৯-১২; ১ পিতর ৩:৫, ৬.

উদার ইস্রায়েলীয় মহিলারা: যাত্রাপুস্তক ৩৫:৫, ৬ক, ২২, ২৫, ২৬; ৩৬:৩-৭; লূক ২১:১-৪.

◆ ❖দবোরা: বিচারকর্ত্তৃগণের বিবরণ ৪:১–৫:৩১.

রূৎ: রূতের বিবরণ ১:৪, ৫, ১৬, ১৭; ২:২, ৩, ১১-১৩; ৪:১৫.

শূনেমের মহিলা: ২ রাজাবলি ৪:৮-৩৭.

কনানীয় মহিলা: মথি ১৫:২২-২৮.

মার্থা ও মরিয়ম: মার্ক ১৪:৩-৯; লূক ১০:৩৮-৪২; যোহন ১১:১৭-২৯; ১২:১-৮.

টাবিথা: প্রেরিত ৯:৩৬-৪১.

ফিলিপের চার কন্যা: প্রেরিত ২১:৯.

ফৈবী: রোমীয় ১৬:১, ২.

[১৫ পৃষ্ঠার চিত্র]

আপনি কি অবিবাহিত বোনদের প্রশংসা করেন, যারা অনুগতভাবে ঈশ্বরের নিয়মের বাধ্য থাকে?

[১৬ পৃষ্ঠার চিত্র]

সন্তানেরা স্কুলে যাওয়ার আগে কোন নির্দিষ্ট অনুরোধগুলোর বিষয়ে প্রার্থনায় উল্লেখ করা যেতে পারে?