সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

“সর্ব্বপ্রকার সৎক্রিয়ার জন্য প্রস্তুত”

“সর্ব্বপ্রকার সৎক্রিয়ার জন্য প্রস্তুত”

“সর্ব্বপ্রকার সৎক্রিয়ার জন্য প্রস্তুত”

 “তুমি তাহাদিগকে স্মরণ করাইয়া দেও, যেন তাহারা আধিপত্যের ও কর্ত্তৃত্বের বশীভূত হয়, বাধ্য হয়, সর্ব্বপ্রকার সৎক্রিয়ার জন্য প্রস্তুত হয়।” (তীত ৩:১, ২) প্রেরিত পৌল যখন তার সহবিশ্বাসীদের কাছে এই কথাগুলো লিখেছিলেন, তখন কোন সৎক্রিয়ার কথা তার মনে ছিল? বাইবেল পণ্ডিত ই. এফ. স্কট এক ধরনের সৎক্রিয়া সম্বন্ধে ইঙ্গিত করে বলেছিলেন: “খ্রিস্টানদের শুধুমাত্র কর্তৃপক্ষদেরই বাধ্য হতে হবে তা নয় কিন্তু যেকোনো সৎক্রিয়ার জন্য তাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে। . . . প্রয়োজনে, সমাজের প্রতি চিন্তা দেখানোর ব্যাপারে খ্রিস্টানদের অগ্রে থাকা উচিত। অবিরত অগ্নিকাণ্ড, মহামারী, নানা ধরনের বিপর্যয় ঘটতে পারে, তখন সমস্ত উত্তম নাগরিক তাদের প্রতিবেশীদের সাহায্য করতে ইচ্ছুক থাকবে।”

খ্রিস্টানরা জনসাধারণের স্বার্থে ততক্ষণ পর্যন্ত সেই নির্দিষ্ট কাজগুলো করে, যতক্ষণ না সেগুলো ঈশ্বরের আইনগুলোর সঙ্গে সংঘাত ঘটায়। (প্রেরিত ৫:২৯) উদাহরণস্বরূপ, স্থানীয় অগ্নি দফতরের নির্দেশনা মেনে চলে জাপানের এবিনায় অবস্থিত যিহোবার সাক্ষিদের শাখা অফিস প্রতি বছর অগ্নিনির্বাপণের আগাম মহড়া করিয়ে থাকে। এই ধরনের উপলক্ষগুলোতে বেথেল পরিবারের সব সদস্য, স্থানীয় অগ্নি দফতর থেকে আসা একজন প্রতিনিধির দেওয়া নির্দেশনাগুলো শোনার জন্য একত্রিত হয়ে থাকে।

এ ছাড়া, অগ্নিনিরোধ করার ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করার জন্য আয়োজিত এক প্রদর্শনীতে এই শাখা অফিস এক দশকেরও বেশি সময় ধরে স্থানীয় কর্তৃপক্ষদের সঙ্গে সহযোগিতা করে এসেছে। এই প্রদর্শনীতে শহর থেকে আসা কোম্পানিগুলো তাদের অগ্নিকাণ্ড-নির্বাপণ ও অগ্নি নিয়ন্ত্রণ প্রস্তুতিগুলো প্রদর্শন করে। শাখাকে প্রায়ই এর দক্ষতা ও এর সদস্যদের সহযোগিতার জন্য প্রশংসা করা হয়েছে। ২০০১ সালে প্রদর্শনীতে তাদের প্রথম পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে। তারা এমন এক সৎক্রিয়ার জন্য প্রস্তুত রয়েছে, যেটা আগুনের ক্ষেত্রে জীবনরক্ষাকারী হতে পারে।

এক অমূল্য সেবা

কিন্তু যিহোবার সাক্ষিরা আরও বেশি গুরুত্বপূর্ণ এক ধরনের সৎক্রিয়ার প্রতি আগ্রহী আর সেটাও জীবনরক্ষাকারী। তারা নিয়মিতভাবে ঈশ্বরের রাজ্যের সুসমাচার জানানোর জন্য তাদের প্রতিবেশীদের সঙ্গে সাক্ষাৎ করে থাকে। (মথি ২৪:১৪) সাক্ষিরা লোকেদেরকে বাইবেলের নীতিগুলো শেখার ও সেগুলোকে তাদের জীবনে কাজে লাগানোর জন্য উৎসাহিত করে, যাতে তারা এখন তাদের জীবনের গুণগত মানকে উন্নত করে আর এমন এক জগতে অনন্তজীবনের প্রত্যাশা রাখে, যেখানে প্রকৃত শান্তি ও নিরাপত্তা বিরাজ করবে।

যিহোবার সাক্ষিরা যে-সেবা করে, সেটার মূল্যকে কেউ কেউ উপলব্ধি না-ও করতে পারে, সেগুলোকে ক্ষতিকর বলে মনে করতে পারে। কিন্তু, কানাডার কুইবেকের সর্বোচ্চ আদালতের বিচারক জঁন ক্রেপোর এক ভিন্ন মতামত ছিল। সেখানকার যিহোবার সাক্ষিরা কুইবেকের ব্লেনভিলের এক নগর উপবিধিকে মেনে নিতে আপত্তি করেছিল, যে-উপবিধি অনুযায়ী তাদের ঘরে ঘরে সাক্ষাৎগুলো করার জন্য অনুমতি নেওয়ার দরকার ছিল। আদালতের সিদ্ধান্তে বিচারক ক্রেপো বলেছিলেন: “যিহোবার সাক্ষিদের সাক্ষাৎগুলো হল এক খ্রিস্টীয় সমাজসেবা এবং . . . আগ্রহী নাগরিকদের কাছে অর্পিত সাক্ষিদের প্রকাশনাগুলো হল গুরুত্বপূর্ণ সাহিত্য, যেগুলো এই ধরনের বিষয়বস্তু নিয়ে আলোচনা করে থাকে যেমন ধর্ম, বাইবেল, বিভিন্ন মাদকদ্রব্য, মদ্যাসক্তি, যুবক-যুবতীদের প্রশিক্ষণ, বৈবাহিক সমস্যাগুলো ও বিবাহবিচ্ছেদ।” বিচারক বলে চলেন: “আদালত কেবল এই উপসংহারে আসতে পারে যে, যিহোবার সাক্ষিদের ফেরিওয়ালার সঙ্গে তুলনা করা হবে অপমানকর, মানহানিকর, ক্ষতিকর এবং অমর্যাদাকর।”

যিহোবার সাক্ষিরা যে-সমাজে বাস করে, সেখানকার লোকেদের তারা তাদের দৈনন্দিন জীবনের সমস্যাগুলো কাটিয়ে উঠতে সাহায্য করে এবং তাদেরকে ভবিষ্যতের আশা দিয়ে সমাজের মঙ্গলে অবদান রাখে। এই কাজ সম্পাদন করার জন্য বাইবেল তাদের সজ্জিত করে। “ঈশ্বর-নিশ্বসিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার, অনুযোগের, সংশোধনের, ধার্ম্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী, যেন ঈশ্বরের লোক পরিপক্ব, সমস্ত সৎকর্ম্মের জন্য সুসজ্জীভূত হয়।”—২ তীমথিয় ৩:১৬, ১৭.

আপনি কি জানতে চান যে যিহোবার সাক্ষিরা কীভাবে “সর্ব্বপ্রকার সৎক্রিয়ার জন্য প্রস্তুত” হয়? বাইবেল সম্বন্ধে আরও কিছু শিখতে আর এভাবে এই গুরুত্বপূর্ণ সমাজসেবা যেটা তারা আপনার এলাকায় ও জগদ্ব্যাপী করে থাকে সেটার জন্য নিজেকে প্রাপ্তিসাধ্য করতে তাদের সাহায্য গ্রহণ করার জন্য আপনাকে আমরা আমন্ত্রণ জানাই।

[৩০, ৩১ পৃষ্ঠার চিত্রগুলো]

যিহোবার সাক্ষিরা জগতের কর্তৃপক্ষদের সঙ্গে সহযোগিতা করার সুযোগ খোঁজে

[৩১ পৃষ্ঠার চিত্র]

সাক্ষিরা তাদের প্রতিবেশীদের সাহায্য করার জন্য পরিচিত