যিশুর পরিবারের সদস্যরা তারা কারা ছিল?
যিশুর পরিবারের সদস্যরা তারা কারা ছিল?
বিশ্বের অনেক জায়গায়, ডিসেম্বর মাসে আপনি প্রায়ই এইরকম দৃশ্য দেখতে পান যে, শিশু যিশু তাঁর মা মরিয়ম ও পালক পিতা যোষেফের কোমল যত্নের মধ্যে আছেন। এই ধরনের পারিবারিক দৃশ্য হয়তো এমনকি সেই ব্যক্তিদেরও আকৃষ্ট করতে পারে, যারা নিজেদের খ্রিস্টান বলে দাবি করে না। যেহেতু মনোযোগের কেন্দ্রবিন্দু হচ্ছেন যিশু, তাই শাস্ত্র যিশুর মানব পরিবার সম্বন্ধে আমাদের কী জানায়?
যিশুর এক অত্যন্ত আগ্রহজনক পারিবারিক পটভূমি ছিল। তিনি মরিয়ম নামে এক কুমারীর গর্ভে জন্ম নিয়েছিলেন আর এভাবে মানব পরিবারের একজন সদস্য হয়েছিলেন। বাইবেল অনুসারে, তাঁর জীবন পবিত্র আত্মার মাধ্যমে স্বর্গ থেকে মরিয়মের গর্ভে স্থানান্তরিত করা হয়েছিল। (লূক ১:৩০-৩৫) অলৌকিকভাবে যিশুকে গর্ভধারণ করা সম্বন্ধে ঘোষণার আগেই যোষেফ নামে একজন ব্যক্তির সঙ্গে মরিয়মের বাগ্দান হয়ে গিয়েছিল আর তাই তিনি যিশুর পালক পিতা হয়েছিলেন।
যিশুর জন্মের পর, যোষেফ ও মরিয়মের আরও সন্তান হয়েছিল, যারা ছিল যিশুর অর্ধভ্রাতা ও ভগিনী। এই বিষয়টা নাসরতের অধিবাসীরা পরে যিশুর সম্বন্ধে যে-প্রশ্ন জিজ্ঞেস করেছিল, সেটার মাধ্যমে স্পষ্ট হয়ে ওঠে: “এ কি সূত্রধরের পুত্ত্র নয়? ইহার মাতার নাম কি মরিয়ম নয়? এবং যাকোব, যোষেফ, শিমোন ও যিহূদা কি ইহার ভ্রাতা নয়? আর ইহার ভগিনীরা কি সকলে আমাদের এখানে নাই?” (মথি ১:২৫; ১৩:৫৫, ৫৬; মার্ক ৬:৩) এখান থেকে আমরা এই উপসংহারে পৌঁছাতে পারি যে, যিশুর নিজ পরিবারে তাঁর বাবামা, ছোট চার ভাই এবং কমপক্ষে দুই বোন ছিল।
কিন্তু, আজকে অনেকে বিশ্বাস করে না যে, যিশুর ভাইবোনেরা যোষেফ ও মরিয়মের সন্তান ছিল। কেন? নিউ ক্যাথলিক এনসাইক্লোপিডিয়া বলে, “গির্জা এর একেবারে শুরু থেকেই শিক্ষা দিয়েছে যে, মরিয়ম সবসময়ই কুমারী ছিলেন। তাই, এই পরিপ্রেক্ষিতে, কোনো সন্দেহই থাকতে পারে না যে, মরিয়মের আর কোনো সন্তান ছিল না।” একই তথ্যগ্রন্থ দাবি করে যে, “ভ্রাতা” এবং ‘ভগিনী’ শব্দগুলো “এমন কাউকে বা কোনো ব্যক্তিদের” বোঝাতে পারে, “যারা ধর্মীয় বা সাধারণ অন্য কোনো বন্ধনে আবদ্ধ” অথবা আত্মীয়, সম্ভবত কাকাতো, জ্যাঠতুতো, মামাতো, মাসতুতো, পিসতুতো ভাইবোন।
কিন্তু আসলেই কি তাই? এমনকি কিছু ক্যাথলিক ঈশ্বরতত্ত্ববিদ পরম্পরাগত মতবাদের সঙ্গে একমত হয় না, বরং এই দৃষ্টিভঙ্গিকে সমর্থন করে যে, যিশুর মাংসিক ভাই এবং বোনেরা ছিল। আমেরিকার ক্যাথলিক বাইবেল সংঘের প্রাক্তন সভাপতি, জন পি. মিয়ের লিখেছিলেন: “ন[তুন] নি[য়মে] [‘ভ্রাতার’ জন্য ব্যবহৃত গ্রিক শব্দটি] যখন ব্যবহার করা হয়েছিল, তখন তা শুধুমাত্র রূপকভাবে বা প্রতীকস্বরূপ নয় বরং কোনো ধরনের মাংসিক বা বৈধ সম্পর্ককে ইঙ্গিত করতে ব্যবহার করা হয়েছিল, অর্থাৎ আপন বা অর্ধভ্রাতাকে বোঝায়, অন্য আর কোনো কিছু নয়।” * হ্যাঁ, শাস্ত্র ইঙ্গিত দেয় যে, যিশুর আরও ভাই ও বোন ছিল, যারা যোষেফ ও মরিয়মের সন্তান।
সুসমাচারের বিবরণগুলো যিশুর অন্যান্য আত্মীয়দের সম্বন্ধে উল্লেখ করে কিন্তু আসুন আমরা এখন যিশুর নিজ পরিবারের সদস্যদের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করি এবং দেখি যে, তাদের কাছ থেকে আমরা কী শিখতে পারি।
[পাদটীকা]
^ জে. পি. মিয়েরের ১৯৯২ সালের জানুয়ারি মাসের দ্যা ক্যাথলিক বিবলিক্যাল কোয়াটারলি পত্রিকার ২১ পৃষ্ঠার “খ্রিস্টীয় গির্জার ঐক্য সংক্রান্ত দৃষ্টিভঙ্গিতে যিশুর ভাইবোনেরা।”