সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বর কি আমাদের জন্য চিন্তা করেন?

ঈশ্বর কি আমাদের জন্য চিন্তা করেন?

ঈশ্বর কি আমাদের জন্য চিন্তা করেন?

 আপনার পরিবার, স্বাস্থ্য, কাজ অথবা অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বের সঙ্গে যুক্ত সমস্যাগুলোর কারণে আপনি কি আবেগগত চাপ অনুভব করেন? অনেকেই করে থাকে। আর আজকে অবিচার, অপরাধ এবং দৌরাত্ম্যের কারণে কেইবা ক্ষতিগ্রস্ত হচ্ছে না? বস্তুত, বাইবেল যেমন বলে এটা ঠিক তা-ই: “সমস্ত সৃষ্টি এখন পর্য্যন্ত একসঙ্গে আর্ত্তস্বর করিতেছে, ও একসঙ্গে ব্যথা খাইতেছে।” (রোমীয় ৮:২২) তাই, এতে অবাক হওয়ার কিছুই নেই যে অনেকেই জিজ্ঞেস করে: ‘ঈশ্বর কি চিন্তা করেন? তিনি কি আমাদের সাহায্য করবেন?’

বিজ্ঞ রাজা শলোমন প্রার্থনায় ঈশ্বরকে বলেছিলেন: “একমাত্র তুমিই মনুষ্য-সন্তানদের অন্তঃকরণ জ্ঞাত আছ।” শলোমনের এই নির্ভরতা ছিল যে, ঈশ্বর আমাদের সম্বন্ধে কেবল অবগতই নন কিন্তু সেইসঙ্গে আমাদের প্রত্যেকের জন্য চিন্তাও করেন। তিনি ‘স্বর্গ হইতে শুনিতে’ এবং ঈশ্বর ভয়শীল প্রত্যেক ব্যক্তির প্রার্থনার উত্তর দেওয়ার জন্য ঈশ্বরকে অনুরোধ করতে সক্ষম হয়েছিলেন, যিনি “আপন মনঃপীড়া ও মর্ম্মব্যথা” ঈশ্বরের কাছে প্রকাশ করেন।—২ বংশাবলি ৬:২৯, ৩০.

আজকে, যিহোবা ঈশ্বর এখনও আমাদের জন্য চিন্তা করেন এবং প্রার্থনায় তাঁকে ডাকার জন্য আমাদের আমন্ত্রণ জানান। (গীতসংহিতা ৫০:১৫) তিনি সেই আন্তরিক প্রার্থনাগুলোর উত্তর দেওয়ার প্রতিজ্ঞা করেন, যেগুলো তাঁর ইচ্ছার সঙ্গে মিল রাখে। (গীতসংহিতা ৫৫:১৬, ২২; লূক ১১:৫-১৩; ২ করিন্থীয় ৪:৭) হ্যাঁ, ‘কোন ব্যক্তি বা [তাঁহার] সমস্ত প্রজা কোন প্রার্থনা কি বিনতি করিলে’ যিহোবা তা শোনেন। তাই, আমরা যদি ঈশ্বরের ওপর নির্ভর করি, তাঁর সাহায্যের জন্য প্রার্থনা করি এবং তাঁর নিকটবর্তী হই, তা হলে আমরা তাঁর প্রেমপূর্ণ চিন্তা ও পরিচালনা লাভ করব। (হিতোপদেশ ৩:৫, ৬, NW) বাইবেল লেখক যাকোব আমাদের আশ্বাস দেন: “ঈশ্বরের নিকটবর্ত্তী হও, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্ত্তী হইবেন।”—যাকোব ৪:৮.