সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

এক সৎসংবেদ

এক সৎসংবেদ

এক সৎসংবেদ

 একদিন কাজ থেকে ঘরে ফেরার পথে কেনিয়ার একটা বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারী, চার্লস তার মোবাইল ফোনটা হারিয়ে ফেলেন। কেনিয়াতে এগুলো এখনও এক দামি বিলাসদ্রব্য।

“কেউ এটা ফিরিয়ে দেবে, এমনটা আমি আশা করিনি,” চার্লস বলেছিলেন। কিন্তু কিছু দিন পর, তিনি কেনিয়ায় যিহোবার সাক্ষিদের শাখা অফিস থেকে একটা ফোন পেয়ে আশ্চর্য হয়ে গিয়েছিলেন। তাকে যখন সেখানে এসে তার মোবাইল ফোনটা নিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়েছিল, তখন তিনি যেন আদৌ সেই কথাগুলো বিশ্বাস করতে পারছিলেন না! তিনি জানতে পেরেছিলেন যে, যিহোবার সাক্ষিদের একজন পূর্ণ-সময়ের পরিচারক সেই একই গাড়িতে চড়েছিলেন যেটাতে চার্লসও ছিলেন আর সেখানে তিনি ফোনটা পেয়েছিলেন। ফোনের মালিকের সন্ধানে, পরিচারক সেই ফোনটা শাখা অফিসে নিয়ে এসেছিলেন এবং সেখানকার স্বেচ্ছাসেবকেরা ফোনে প্রদর্শিত নম্বর খুঁজে শেষ পর্যন্ত চার্লসের সন্ধান পেয়েছিল।

“বিভিন্ন অসুবিধার মুখোমুখি হয়েও আমার সঙ্গে যোগাযোগ করার প্রচেষ্টার জন্য আমি খুবই কৃতজ্ঞ,” শাখা অফিসকে লেখা তার এক চিঠিতে চার্লস বলেছিলেন। “আমি আপনাদের সংগঠনের সদস্যদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, যারা মোবাইল ফোনটা পেয়েছিল, সেটা যে আমার তা জানার চেষ্টা করেছিল এবং ফিরিয়ে দিয়েছে। আজকালকার দিনে একজন সৎ ব্যক্তিকে খুঁজে পাওয়া এত সহজ নয় কিন্তু এটা জানা উৎসাহজনক যে, আমাদের মধ্যে অল্প কিছু ব্যক্তি রয়েছে, যারা যিহোবা ঈশ্বরের সত্য সাক্ষি হিসেবে প্রতীয়মান হয়।”

যিহোবার সাক্ষিরা তাদের সততার জন্য সর্বত্র পরিচিত। তারা প্রেরিত পৌলকে অনুকরণ করে যিনি বলেছিলেন: “আমরা নিশ্চয় জানি, আমাদের সৎসংবেদ আছে, সর্ব্ববিষয়ে সদাচরণ করিতে বাঞ্ছা করিতেছি।” (ইব্রীয় ১৩:১৮; ১ করি. ১০:৩৪) তারা উপলব্ধি করে যে, এই ধরনের আচরণ যিহোবা ঈশ্বরের গৌরব নিয়ে আসে যেমন যিশু বলেছিলেন: “তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হউক, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে।”—মথি ৫:১৬.