সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

যিহোবার সাক্ষিরা কেন আপনার কাছে বার বার আসে?

যিহোবার সাক্ষিরা কেন আপনার কাছে বার বার আসে?

যিহোবার সাক্ষিরা কেন আপনার কাছে বার বার আসে?

 পৃথিবীব্যাপী যিহোবার সাক্ষিরা ঘরে ঘরে তাদের পরিচর্যায় যেভাবে অধ্যবসায়ের সঙ্গে কাজ করে, তা সুপরিচিত। কিছু লোক ভেবে থাকে যে, সাক্ষিরা কেন তাদের কাছে বার বার আসে, বিশেষ করে তারা এমনটা মনে করে যদি পূর্বে তারা সাক্ষিদের বার্তার প্রতি তেমন আগ্রহ না দেখিয়ে থাকে। রাশিয়া থেকে পাওয়া দুটো চিঠি এর কারণ ব্যাখ্যা করতে সাহায্য করে।

খাবারোভস্কের ১৯ বছর বয়সী একটা মেয়ে মাশা স্বীকার করে, ‘সত্যি বলতে কী, অতীতে আমি যিহোবার সাক্ষিদের এড়িয়ে চলার অনেক চেষ্টা করেছি।’ তবে যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত কয়েকটা পত্রিকা পড়ার পর সে তার মনোভাব পরিবর্তন করেছিল। “সমস্তকিছু খুবই আগ্রহজনক এবং জ্ঞানদান করে,” মাশা লেখে, “কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হল, এই বিষয়বস্তু একজনকে জগৎকে ভিন্ন দৃষ্টিতে দেখতে সাহায্য করে। আমি ধীরে ধীরে বুঝতে শুরু করেছিলাম যে, কেন মানুষকে বেঁচে থাকার জন্য জীবন দেওয়া হয়েছে।”

ভ্লাডিভোস্‌টক থেকে ৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত ইউসুরিস্ক শহর থেকে সুয়েতলানা লিখেছিলেন: “আমি সম্প্রতি প্রহরীদুর্গ ও সচেতন থাক! পত্রিকাগুলো পড়তে শুরু করেছি। এই পত্রিকাগুলো আমাদের বর্তমান সময়ে খুবই দরকারি। সব প্রবন্ধই আমার ভাল লাগে। এগুলো খুবই আগ্রহজনক, তথ্যমূলক এবং জ্ঞানদান করে। আপনাদের ধন্যবাদ! আপনারা এই পৃথিবীতে আছেন এবং এই ধরনের এক দয়াপূর্ণ ও জরুরি কাজ করছেন বলে আপনাদের অনেক অনেক ধন্যবাদ।”

পৃথিবীব্যাপী যিহোবার সাক্ষিরা প্রেরিত পৌলের এই ভাবিয়ে তোলার মতো প্রশ্নটাকে গুরুত্বের সঙ্গে নেয়: “প্রচারক না থাকিলে [লোকেরা] কেমন করিয়া শুনিবে?” (রোমীয় ১০:১৪) পরেরবার যিহোবার সাক্ষিরা যখন আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসবে, তখন তাদের কথা শুনতে কয়েক মিনিট সময় নিন না কেন? আপনিও হয়তো ঈশ্বরের বাক্য বাইবেলে যে-সান্ত্বনার বার্তা রয়েছে, তা উপভোগ করতে পারবেন।