সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঈশ্বরের দাসেরা গাছের মতো কোন কোন উপায়ে?

ঈশ্বরের দাসেরা গাছের মতো কোন কোন উপায়ে?

ঈশ্বরের দাসেরা গাছের মতো কোন কোন উপায়ে?

 বাইবেলের নীতিগুলোতে ও সেগুলো জীবনে প্রয়োগ করে আমোদিত হয়, এমন একজন ব্যক্তির বিষয়ে বলতে গিয়ে গীতরচক বলেন: “সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ হইবে, যাহা যথাসময়ে ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না; আর সে যাহা কিছু করে, তাহাতেই কৃতকার্য্য হয়।” (গীতসংহিতা ১:১-৩) কেন এই তুলনা উপযুক্ত?

গাছপালা দীর্ঘ সময় ধরে বেঁচে থাকতে পারে। উদাহরণস্বরূপ, কথিত আছে যে, ভূমধ্যসাগরীয় অঞ্চলে কিছু জলপাই গাছ এক থেকে দুই হাজার বছরের পুরনো। একইভাবে, মধ্য আফ্রিকার বেওবেব গাছগুলো দীর্ঘসময় বেঁচে রয়েছে এবং ক্যালিফোর্নিয়ার ব্রিসেলকোন পাইন গাছের বয়স প্রায় ৪,৬০০ বছর বলে মনে করা হয়। কোনো জঙ্গলে, পরিপক্ব গাছগুলো প্রায়ই এদের চারপাশের পরিবেশের জন্য উপকারজনক। উদাহরণস্বরূপ, লম্বা গাছগুলো কচি চারাগাছগুলোকে ছায়া প্রদান করে এবং গাছ থেকে যে-পাতা ঝরে পড়ে, তা তলদেশের মাটিকে উর্বর করে।

বিশ্বে দীর্ঘতম গাছগুলো সাধারণত বনেজঙ্গলে একত্রে বেড়ে উঠতে দেখা যায়, যেখানে আলাদা আলাদাভাবে প্রতিটা গাছ একটা অন্যটাকে সাহায্য করে। যেহেতু এদের মূলগুলো একটা অন্যটার সঙ্গে জড়িয়ে যায়, তাই তৃণভূমিতে একা বৃদ্ধিপ্রাপ্ত একটা গাছের চেয়ে কয়েকটা গাছ একত্রে ঝড়কে অনেকগুণ ভালভাবে প্রতিরোধ করতে পারে। এ ছাড়া, এক বৃহৎ মূলতন্ত্র কোনো গাছকে মাটি থেকে পর্যাপ্ত জল ও পুষ্টি সংগ্রহ করতে সাহায্য করে। কিছু কিছু ক্ষেত্রে, মূলগুলো হয়তো গাছের উচ্চতার চেয়েও আরও বড় আকারে মাটির গভীরে চলে যেতে পারে অথবা মূলগুলো হয়তো আনুভূমিকভাবে গাছের পাতার বিস্তারের চেয়েও আরও বেশি ছড়িয়ে পড়তে পারে।

প্রেরিত পৌল হয়তো পরোক্ষভাবে একটা গাছের বিষয়ই বলেছিলেন, যখন তিনি ব্যাখ্যা করেছিলেন যে, খ্রিস্টানদের ‘[খ্রীষ্টেই] চলা; তাঁহাতেই বদ্ধমূল ও সংগ্রথিত হইয়া বিশ্বাসে দৃঢ়ীভূত হওয়া’ উচিত। (কলসীয় ২:৬, ৭) বাস্তবিকই, খ্রিস্টানরা বিশ্বাসে দৃঢ়ীভূত হতে পারে, একমাত্র যদি তারা খ্রিস্টে বদ্ধমূল হয়।—১ পিতর ২:২১.

অন্য আর কোন কোন উপায়ে ঈশ্বরের দাসদের গাছের সঙ্গে তুলনা করা যায়? কুঞ্জবনের গাছগুলো আশেপাশের গাছগুলোর কাছ থেকে সহযোগিতা পায়, তাই যারা খ্রিস্টীয় মণ্ডলীর সঙ্গে ঘনিষ্ঠ সান্নিধ্যে থাকে, তারা সকলে সহবিশ্বাসীদের কাছ থেকে সহযোগিতা লাভ করে। (গালাতীয় ৬:২) বিশ্বস্ত, পরিপক্ব খ্রিস্টানরা যাদের বিস্তৃত আধ্যাত্মিক মূল রয়েছে, তারা অপেক্ষাকৃত নতুন বিশ্বাসীদের বিশ্বাসে দৃঢ় থাকতে সাহায্য করে, এমনকি ঝড়তুল্য বিরোধিতার মধ্যেও। (রোমীয় ১:১১, ১২) ঈশ্বরের অধিকতর অভিজ্ঞ দাসদের সুরক্ষামূলক ‘ছায়ায়’ অপেক্ষাকৃত নতুন খ্রিস্টানরা উন্নতি করতে পারে। (রোমীয় ১৫:১) আর বিশ্বব্যাপী খ্রিস্টীয় মণ্ডলীর সমস্ত সদস্য “ধার্ম্মিকতা-বৃক্ষ,” অভিষিক্ত অবশিষ্টাংশদের কাছ থেকে শক্তিশালী আধ্যাত্মিক পুষ্টি লাভ করে উপকৃত হয়।—যিশাইয় ৬১:৩.

এটা কতই না রোমাঞ্চকর যে, ঈশ্বরের সমস্ত দাসের যিশাইয় ৬৫:২২ পদে প্রাপ্ত প্রতিজ্ঞার পরিপূর্ণতা লাভ করার প্রত্যাশা রয়েছে, যেখানে বলা আছে: “আমার প্রজাদের আয়ু বৃক্ষের আয়ুর তুল্য হইবে।”

[২৮ পৃষ্ঠার চিত্র সৌজন্যে]

Godo-Foto