বিশ্বাস কি অসুস্থ ব্যক্তিকে আরোগ্য করতে পারে?
বিশ্বাস কি অসুস্থ ব্যক্তিকে আরোগ্য করতে পারে?
অসুস্থ হলে আমরা স্বস্তি পেতে এবং আরোগ্য লাভ করতে চাই। আপনি হয়তো বাইবেল থেকে জানেন যে, যিশু খ্রিস্ট অনেকবার সমস্ত ধরনের অসুস্থতা আরোগ্য করেছিলেন, অনেক দুর্দশাগ্রস্ত লোকেদের জন্য স্বস্তি নিয়ে এসেছিলেন। কীভাবে সেই ধরনের আরোগ্য ঘটেছিল? বাইবেল বলে, ‘ঈশ্বরের মহিমার’ দ্বারা। (লূক ৯:৪২, ৪৩; প্রেরিত ১৯:১১ ১২) তাই, ঈশ্বরের কাছ থেকে আসা পবিত্র আত্মার মাধ্যমেই সুস্থ করা হয়েছিল, শুধু ব্যক্তির বিশ্বাসের মাধ্যমে নয়। (প্রেরিত ২৮:৭-৯) এই কারণে যিশু চাননি যে, অসুস্থ লোকেরা আরোগ্য লাভ করার জন্য তাঁর ওপর তাদের বিশ্বাস প্রকাশ করুক।
আপনি হয়তো ভাবতে পারেন: ‘অলৌকিকভাবে সুস্থ হওয়াটা কি অতীতের বিষয় অথবা যিশু যে-আরোগ্য সাধন করেছিলেন, তা কি আবারও ঘটবে? সেই সমস্ত ব্যক্তির কী আশা রয়েছে, যারা বেদনাদায়ক অথবা দুরারোগ্য ব্যাধিতে কষ্ট পাচ্ছে?’
বাইবেল ব্যাখ্যা করে যে, ঈশ্বরের ধার্মিকতার নতুন জগতে ঈশ্বরের শক্তি আবারও সেই ধরনের অলৌকিক আরোগ্য সম্পন্ন করবে, যা যিশু পৃথিবীতে থাকাকালীন করেছিলেন। আপনার এলাকার যিহোবার সাক্ষিরা এই বিষয়টা দেখাতে আনন্দিত হবে যে, কীভাবে এবং কখন ঈশ্বর সেই কাজ সম্পাদন করবেন, যা কোনো বিশ্বাস আরোগ্যকারী ব্যক্তি করতে পারবে না—সমস্ত রোগব্যাধি ও সেইসঙ্গে মৃত্যুকে দূর করা। হ্যাঁ, ঈশ্বর ‘মৃত্যুকে অনন্তকালের জন্য বিনষ্ট করিবেন।’—যিশাইয় ২৫:৮.