সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আজকে সন্তানকে প্রশিক্ষণ দেওয়ার প্রতিদ্বন্দ্বিতা

আজকে সন্তানকে প্রশিক্ষণ দেওয়ার প্রতিদ্বন্দ্বিতা

আজকে সন্তানকে প্রশিক্ষণ দেওয়ার প্রতিদ্বন্দ্বিতা

 রাত হয়ে যাওয়ায় এক রেস্তরাঁর মালিক রেস্তরাঁ বন্ধ করে ঘরে ফিরে যাওয়ার প্রস্তুতি নেন। ঠিক তখনই দুজন মহিলা ও একটা বাচ্চা ছেলে রেস্তরাঁয় ঢোকে এবং খাবারের অর্ডার দেয়। বেশ ক্লান্ত থাকায় মালিক তাদের বলতে চাচ্ছিলেন যে, রেস্তরাঁ বন্ধ হয়ে গিয়েছে কিন্তু তারপরও তিনি তাদের জন্য খাবারের ব্যবস্থা করার সিদ্ধান্ত নেন। মহিলা দুজন যখন কথা বলছিল এবং খাবার খাচ্ছিল, সেই সময়ে ছেলেটি রেস্তরাঁর মধ্যে চারিদিকে ছোটাছুটি করছিল, মেঝেতে বিস্কুট ফেলে সেগুলো পা দিয়ে গুঁড়ো করছিল। তাকে নিষেধ করার পরিবর্তে, তা দেখে ছেলেটির মা হাসতে থাকেন। তারা খাওয়া শেষ করে চলে যাওয়ার পর, সেই ক্লান্ত মালিককে নোংরা মেঝেও পরিষ্কার করতে হয়।

আপনি সম্ভবত জানেন, এই বাস্তব জীবনের পরিস্থিতি স্পষ্টভাবে দেখায় যে, অনেক পরিবারে সন্তানকে যথার্থভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে না। এর বিভিন্ন কারণ রয়েছে। কিছু বাবামা সন্তানদের ইচ্ছাখুশিমতো চলতে দেয়, এইরকম চিন্তা করে যে, সন্তানদের এমন এক পরিবেশে বেড়ে ওঠা উচিত, যেখানে স্বাধীনতা রয়েছে। অথবা বাবামারা খুবই ব্যস্ত থাকায় তারা হয়তো তাদের সন্তানদের প্রতি গভীর মনোযোগ ও প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার জন্য সময় দিতে পারে না। কিছু বাবামা মনে করে যে, তাদের সন্তানের স্কুলের শিক্ষাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তাই তারা যতক্ষণ পর্যন্ত সন্তান বিভিন্ন বিষয়ে ভাল নম্বর পায় ও নামকরা কলেজে ঢুকতে পারে, ততক্ষণ পর্যন্ত বলতে গেলে তাকে সীমাহীন স্বাধীনতা দেয়।

তা সত্ত্বেও, কেউ কেউ বলে যে সাধারণ অর্থে বাবামাদের এবং সমাজের মূল্যবোধে সমন্বয়সাধনের প্রয়োজন আছে। তারা যুক্তি দেখায় যে, সন্তানেরা সব ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে এবং দিনের পর দিন স্কুলে দৌরাত্ম্য তীব্রতর হচ্ছে। তাই, দক্ষিণ কোরিয়ার শিওলের মাধ্যমিক স্কুলের একজন অধ্যক্ষ জোর দিয়েছিলেন যে, ব্যক্তিত্বের প্রশিক্ষণ অগ্রাধিকারের বিষয় হওয়া উচিত। তিনি বলেছিলেন: “এক উত্তম চরিত্র গঠন করার পরই জ্ঞান নেওয়ার বিষয়টা আসে।”

অনেক বাবামা যারা চায় তাদের সন্তান কলেজে প্রবেশ করুক এবং জীবনে সফল হোক, তারা সতর্কবাণীতে কান দেয় না। যদি আপনি একজন বাবা অথবা মা হন, তা হলে আপনার সন্তান কী ধরনের ব্যক্তি হোক বলে আপনি চান? নৈতিক ও দায়িত্ববোধ সম্পন্ন এক প্রাপ্তবয়স্ক? এমন একজন যে অন্যদের প্রতি বিবেচক, খাপ খাইয়ে নিতে পারে আর যার এক ইতিবাচক মনোভাব রয়েছে? যদি তা-ই হয়, তা হলে পরবর্তী প্রবন্ধটি বিবেচনা করুন।