সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

সবচেয়ে মূল্যবান উত্তরাধিকার

সবচেয়ে মূল্যবান উত্তরাধিকার

সবচেয়ে মূল্যবান উত্তরাধিকার

 বৃদ্ধ প্রেরিত যোহন তার জীবনের শেষ দিকে লিখেছিলেন: “আমার সন্তানগণ সত্যে চলে, ইহা শুনিলে যে আনন্দ হয়, তদপেক্ষা মহত্তর আনন্দ আমার নাই।”—৩ যোহন ৪.

এই বিশ্বস্ত প্রেরিত তার আধ্যাত্মিক সন্তানদের বিষয়ে উল্লেখ করেছিলেন। তবে অনেক বাবামা-ই সেই প্রেরিতের কথাগুলো প্রতিধ্বনিত করবে। তারা তাদের সন্তানদের “প্রভুর [“যিহোবার,” NW] শাসনে ও চেতনা প্রদানে” বড় করে তুলতে কঠোর পরিশ্রম করেছে আর এখন তাদের প্রাপ্তবয়স্ক সন্তানেরা “সত্যে চলে” দেখে আনন্দিত হয়। (ইফিষীয় ৬:৪) বস্তুত, একজনের সন্তানদের অনন্তজীবনের পথ সম্বন্ধে শিক্ষা দেওয়ার ফলে তাদেরকে সবচেয়ে মূল্যবান উত্তরাধিকার প্রদান করা হয়। কারণ ঈশ্বরীয় ভক্তি, যার অন্তর্ভুক্ত খ্রিস্টানরা যেভাবে জীবনযাপন করুক বলে যিহোবা চান, তা “বর্ত্তমান ও ভবিষ্যৎ জীবনের প্রতিজ্ঞাযুক্ত।”—১ তীমথিয় ৪:৮.

সিদ্ধ পিতা, যিহোবা সেই সমস্ত ঈশ্বর ভয়শীল বাবামাকে উচ্চমূল্য দেন, যারা তাদের সন্তানদের আধ্যাত্মিকভাবে শিক্ষা দেওয়ার জন্য কঠোর চেষ্টা করে। যখন সন্তানেরা সাড়া দেয়, তখন তারা তাদের বাবামার সঙ্গে একত্রে সত্য উপাসনা অনুধাবন করার মহানন্দ লাভ করে। এই সন্তানেরা যখন পরিপক্ব হয়ে ওঠে, তখন তারা এই ধরনের অভিজ্ঞতাগুলোর আনন্দদায়ক স্মৃতি মনের মধ্যে সঞ্চয় করে। কেউ কেউ আনন্দের সঙ্গে প্রথমবার ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে * অংশগ্রহণের কথা স্মরণ করে থাকে। অথবা তারা সেই সময়ের কথা মনে করে, যখন তাদের বাবামার সঙ্গে ঘরে ঘরে পরিচর্যার সময়ে প্রথমবার বাইবেল পড়তে সক্ষম হয়েছিল। সেই বিষয়গুলো তারা কীভাবে ভুলতে পারে, যখন আমার বাইবেলের গল্প বই অথবা মহান শিক্ষকের কাছ থেকে শোনা * (ইংরেজি) বইগুলো থেকে তাদের বাবামা তাদের পড়ে শুনিয়েছিল? গাব্রিয়েল তার সবচেয়ে পছন্দের বিষয় স্মরণ করে বলে: “আমার বয়স যখন মাত্র চার বছর, তখন আমার মা প্রতিদিন রান্না করার সময়ে আমাকে গান শোনাত। আমি এখনও গভীর অনুভূতির সঙ্গে একটা বিশেষ রাজ্যের গান মনে করতে পারি। পরবর্তী সময়ে এই গান আমাকে যিহোবার সেবার গুরুত্ব বুঝতে সাহায্য করেছে।” সম্ভবত আপনিও গাব্রিয়েলের উল্লেখ করা চমৎকার গানটা মনে করতে পারেন। এটা যিহোবার উদ্দেশে প্রশংসা গীত গাও (ইংরেজি) গান বইয়ের ১৫৭ সংখ্যা গান আর এর শিরোনাম হল, “যৌবনকালে যিহোবার উপাসনা কর।”

গানটা এভাবে শুরু হয়: “ঈশ্বর শিশুদের দ্বারা স্তব করান;/তারা মুখে করে যিশুর জয়গান।” বাস্তবিকই, ছেলেমেয়েদের যিশুর সঙ্গে মেলামেশার বিশেষ সুযোগ হয়েছিল আর তারা সম্ভবত তাদের সতেজতা ও অকপট আচরণের সাহায্যে তাঁকে আনন্দিত করেছিল। এমনকি যিশু ছোট ছেলেমেয়েদের শিক্ষা গ্রহণ করার ইচ্ছুক মনোভাবকে এক উদাহরণ হিসেবে ব্যবহার করেছিলেন, যাতে তাঁর অনুসারীরা তা অনুকরণ করে। (মথি ১৮:৩, ৪) তাই, যিহোবার উপাসনায় ছেলেমেয়েদের এক উপযুক্ত স্থান রয়েছে। বাস্তবিকই, সেই গানের কথাগুলো বলে চলে: “শিশুরাও করে ঈশ্বরকে উচ্চ।”

তাদের উদাহরণযোগ্য আচরণের মাধ্যমে—ঘরে, স্কুলে এবং অন্যান্য জায়গায়—অনেক ছেলেমেয়ে ঈশ্বর এবং তাদের পরিবারের জন্য সম্মান নিয়ে এসেছে। “সত্য যে-বাবামা ভালবাসে” এমন বাবামা থাকা তাদের জন্য কতই না আশীর্বাদের বিষয় হয়ে এসেছে। (দ্বিতীয় বিবরণ ৬:৭) ঈশ্বর ভয়শীল বাবামা সেই ঈশ্বরের পক্ষে পদক্ষেপ নেয়, যিনি একজন প্রেমময় পিতা হিসেবে তাঁর সৃষ্ট প্রাণীদের সেই পথে চলতে শিক্ষা দেন, যে-পথে তাদের চলা উচিত। আর বাবামা কী এক আশীর্বাদই না লাভ করে! এর ফলে, তারা তাদের পরিবারের অল্পবয়সীদের শিক্ষা দেওয়া সময় সেই সন্তানদের পেয়ে কতই না রোমাঞ্চিত হয়, যারা “বাধ্য সন্তান আনে সুখ বাবামার”! (যিশাইয় ৪৮:১৭, ১৮) যিহোবার সাক্ষিদের মেক্সিকোর শাখা অফিসে বর্তমানে সেবারত আ্যনেলহিকা বলেন: “আমার বাবামা সবসময় বাইবেলের নীতিগুলো পালন করানোর জন্য প্রচেষ্টা করেছিল। আর সেটাই আমার শৈশবকালকে আনন্দদায়ক করে তুলেছিল। আমি সুখী ছিলাম।”

এই খ্রিস্টানরা একমত যে, তোমাদের আধ্যাত্মিক উত্তরাধিকারের উত্তম যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তুমি হয়তো এমন একজন তরুণ বা তরুণী, যে কিনা প্রকৃত খ্রিস্টীয় মূল্যবোধগুলো রয়েছে এমন এক পরিবারে বড় হয়ে উঠছ। যদি তা-ই হয়, তা হলে সেই একই গান তোমাকে পরামর্শ দেয়: “হে তরুণ, করো তোমাদের পথ শুচি।” আর সেই সময় আসবে যখন তোমার সিদ্ধান্তগুলো তোমাকেই নিতে হবে, তাই “যিহোবার ওপর নির্ভর করো এখনই।/বিখ্যাত হওয়ার না করো কষ্ট।”

যদি তুমি ভুল করে জনপ্রিয় হওয়াকে তোমার জীবনে প্রথমে রেখে থাকো, তা হলে তোমার অর্জিত সমস্ত প্রশিক্ষণ মূল্যহীন হয়ে যেতে পারে আর তুমি তোমার ভবিষ্যতের প্রত্যাশাকে ধ্বংস করে ফেলতে পার। জনপ্রিয় হওয়ার আকাঙ্ক্ষা তোমার সতর্কাবস্থাকে দুর্বল হওয়ায় চালিত করতে পারে। কেউ কেউ পরিশেষে তাদের সঙ্গে মেলামেশা করেছে, যাদেরকে আপাতদৃষ্টিতে ভাল, এমনকি আকর্ষণীয় বলে মনে হয়েছে, অথচ খ্রিস্টীয় মানগুলোর প্রতি তাদের কোনো আগ্রহই নেই। সেটাই যুবক-যুবতীদের জিজ্ঞাস্য—কীভাবে আমি প্রকৃত বন্ধু পেতে পারি? ভিডিওর প্রধান চরিত্র টারার উদাহরণে স্পষ্টভাবে দেখানো হয়েছে। যারা সত্য উপাসনাকে মূল্যায়ন করে না তাদের সঙ্গে মেলামেশা করলে, টারার মতোই অন্য যেকোনো খ্রিস্টানের কাছে আগে হোক বা পরে হোক একসময় স্পষ্ট হবে যে, “কুসংসর্গ করে শিষ্টাচার নষ্ট,” সেই গানটা যেমন বলে। শিষ্টাচার গড়ে তোলার জন্য যদিও বছরের পর বছর সময় লাগে কিন্তু সেগুলো খুব শীঘ্রই নষ্ট হয়ে যেতে পারে।

এটা ঠিক যে, ঈশ্বরীয় ভয়ের সঙ্গে জীবনযাপন করা সহজ নয়। তা সত্ত্বেও, সেই গান যেমন বলে চলে, যদি “তরুণ বয়সে করো ঈশ্বর স্মরণ,/সত্যে-আত্মায় করো যিহোবার সেবন,” তা হলেই, তুমি প্রকৃত সাফল্যের জন্য এক দৃঢ় ভিত্তি স্থাপন করবে। আর “বড় হলে পাবে আরও আনন্দ।” তুমি আরও বেশি করে উপলব্ধি করতে পারবে যে, যিহোবার প্রেমময় যত্নে তোমাকে তাঁর দৃষ্টিতে যা করা সঠিক, তা করা থেকে কোনো কিছুই তোমাকে বিরত করতে পারবে না। একজন পরিপক্ব, প্রাপ্তবয়স্ক ঈশ্বর ভয়শীল লোক হওয়ার সেটাই হচ্ছে উপায়। এ ছাড়া, বিজ্ঞতার সঙ্গে তোমার খ্রিস্টীয় প্রশিক্ষণের সদ্ব্যবহার করার সুযোগ নেওয়ায় “ঈশ্বরের হৃদয় হবে আনন্দে পূর্ণ।” একজন মানুষ এর চেয়ে মহান আর কোন সুযোগই বা পেতে পারে?—হিতোপদেশ ২৭:১১.

অতএব তরুণ-তরুণীরা, যিহোবা এবং তোমাদের খ্রিস্টান বাবামার কাছ থেকে প্রশিক্ষণ কতটা মূল্যবান, তা সবসময় মনে রেখ। তোমাদের জন্য তাদের মহান ভালবাসা যেন তোমাদেরকে যিহোবার দৃষ্টিতে যা সন্তোষজনক, তা করতে প্রেরণা দেয়। যিশু খ্রিস্ট এবং বিশ্বস্ত যুবক তীমথিয়ের মতো, তুমি তোমার স্বর্গীয় পিতা এবং পার্থিব বাবামাকে সুখী করবে। আর যদি তুমি কখনও একজন বাবা অথবা মা হও, তা হলে তুমি সম্ভবত আগে উল্লেখিত আ্যনেলহিকার সঙ্গে একমত হবে, যিনি বলেন: “যদি আমার কখনও সন্তান হয়, তা হলে আমি তার হৃদয়ে শিশু অবস্থা থেকেই যিহোবার জন্য ভালবাসা গেঁথে দেওয়ার জন্য কঠোর প্রচেষ্টা করব, যাতে তা তাকে পথ দেখায়।” নিঃসন্দেহে, ন্যায়নিষ্ঠ পথ যা অনন্তজীবনে পরিচালিত করে, সেটাই হচ্ছে সবচেয়ে মূল্যবান উত্তরাধিকার!

[পাদটীকাগুলো]

^ বাইবেল শিক্ষা কার্যক্রমের এই অংশটা যুবক-যুবতী এবং বৃদ্ধ-বৃদ্ধা সকলের জন্যই যিহোবার সাক্ষিদের মণ্ডলীতে পরিচালিত হয়।

^ উল্লেখিত প্রকাশনাগুলো যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত।