সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

“আমরা বলতে চাই, ‘হ্যাঁ!’”

“আমরা বলতে চাই, ‘হ্যাঁ!’”

“আমরা বলতে চাই, ‘হ্যাঁ!’”

 নাইজেরিয়ায় যিহোবার সাক্ষিদের শাখা অফিস সম্প্রতি একটা চিঠি পেয়েছে, যেটার কিছু অংশ নিচের এই কথাগুলো বলে:

“আমাদের ছেলে এন্ডারসন ১৪ বছর বয়সে মারা যায়। তার মৃত্যুর আগে, সে দুটো মুরগি পুষেছিল। সে সেগুলোকে বিক্রি করতে এবং তারপর সেই অর্থ শিক্ষামূলক কাজে দান হিসেবে শাখা অফিসে পাঠাতে চেয়েছিল। কিন্তু, সেগুলো বিক্রি করার আগেই সে মারা যায়।

“তার ইচ্ছার পরিপ্রেক্ষিতে, আমরা অর্থাৎ তার বাবামা মুরগিগুলোকে পুষেছি এবং পরে সেগুলোকে বিক্রি করেছি। আমরা এই অর্থ এন্ডারসনের দান হিসেবে আপনাদের কাছে পাঠাচ্ছি। যিহোবার প্রতিজ্ঞার কারণে, আমরা আস্থা রাখতে পারি যে, আমরা শীঘ্রই—খুব শীঘ্রই—এন্ডারসনকে আবার দেখতে পাব। সে যখন জিজ্ঞেস করবে যে, আমরা তার ইচ্ছা পূরণ করেছি কি না, তখন “আমরা বলতে চাই, ‘হ্যাঁ!’” বাস্তবিকই, আমরা শুধু এন্ডারসনকেই নয় কিন্তু সেইসঙ্গে এক ‘বৃহৎ সাক্ষিমেঘকে’ দেখার জন্যও সাগ্রহে অপেক্ষা করে আছি, যারা পুনরুত্থিত হবে।—ইব্রীয় ১২:১; যোহন ৫:২৮, ২৯.

ওপরের চিঠিতে যেমন স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে, পুনরুত্থানে বিশ্বাস হল এমন এক আশা, যা সত্য খ্রিস্টানদের শক্তি দান করে। কোটি কোটি পরিবার কী আনন্দই না উপভোগ করবে, যখন তারা এন্ডারসনের পরিবারের মতো সেইসব প্রিয়জনদের স্বাগত জানাবে, যাদেরকে তারা শত্রু মৃত্যুর কারণে হারিয়েছিল!—১ করিন্থীয় ১৫:২৪-২৬.

ঈশ্বরের বাক্য অন্যান্য অনেক অপূর্ব বিষয়ের মতো পুনরুত্থান সম্বন্ধে এই সান্ত্বনাদায়ক আশা প্রদান করে, যা শীঘ্রই ঈশ্বরের রাজ্যাধীনে ধার্মিক নতুন পৃথিবীতে বাস্তবে পরিণত হবে। (২ পিতর ৩:১৩) সেই সময়ে ঈশ্বর লোকেদের জন্য যা করবেন, সেটা প্রকাশ করতে গিয়ে বাইবেল বলে: “তিনি তাহাদের সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন; এবং মৃত্যু আর হইবে না; শোক বা আর্ত্তনাদ বা ব্যথাও আর হইবে না; কারণ প্রথম বিষয় সকল লুপ্ত হইল।”—প্রকাশিত ২১:৪.