সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল

পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল

পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল

 যিহোবার সাক্ষিরা কেন প্রকাশিত বাক্য বইয়ে উল্লেখিত ১,৪৪,০০০ সংখ্যাকে রূপকভাবে নয় কিন্তু আক্ষরিকভাবে নিয়ে থাকে?

প্রেরিত যোহন লিখেছিলেন: “আমি ঐ মুদ্রাঙ্কিত লোকদের সংখ্যা শুনিলাম; . . . এক লক্ষ চুয়াল্লিশ সহস্র লোক।” (প্রকাশিত বাক্য ৭:৪) বাইবেলে, ‘মুদ্রাঙ্কিত লোকেরা’ বাক্যাংশটি ব্যক্তিবিশেষের একটা দলকে নির্দেশ করে, যাদের আসন্ন পরমদেশের ওপর খ্রিস্টের সঙ্গে স্বর্গ থেকে শাসন করার জন্য মানবজাতির মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছে। (২ করিন্থীয় ১:২১, ২২; প্রকাশিত বাক্য ৫:৯, ১০; ২০:৬) তাদের সংখ্যা ১,৪৪,০০০কে আক্ষরিকভাবে বোঝার বেশ কয়েকটা কারণ রয়েছে। একটা কারণ ঠিক প্রকাশিত বাক্য ৭:৪ পদের প্রসঙ্গটিতেই পাওয়া যায়।

প্রেরিত যোহনকে দর্শনে ১,৪৪,০০০ জনের এই দল সম্বন্ধে বলার পর, তাকে আরেকটা দল দেখানো হয়েছিল। যোহন এই দ্বিতীয় দলকে “প্রত্যেক জাতির ও বংশের ও প্রজাবৃন্দের ও ভাষার বিস্তর লোক, তাহা গণনা করিতে সমর্থ কেহ ছিল না” বলে বর্ণনা করেছিলেন। (বাঁকা অক্ষরে মুদ্রণ আমাদের।) এই বিস্তর লোক সেই ব্যক্তিদের নির্দেশ করে, যারা আসন্ন ‘মহাক্লেশ’ থেকে রক্ষা পাবে, যা বর্তমান দুষ্ট জগৎকে ধ্বংস করবে।—প্রকাশিত বাক্য ৭:৯, ১৪.

কিন্তু, প্রকাশিত বাক্য ৭ অধ্যায়ের ৪ ও ৭ পদের মধ্যে যোহন যে-পার্থক্য তুলে ধরেন, সেটা লক্ষ করুন। তিনি বলেন যে, প্রথম দলটার অর্থাৎ “মুদ্রাঙ্কিত লোকদের” একটা নির্দিষ্ট সংখ্যা রয়েছে। কিন্তু দ্বিতীয় দলটার অর্থাৎ ‘বিস্তর লোকের’ কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। সেই কথা মাথায় রেখে, ১,৪৪,০০০ সংখ্যাকে আক্ষরিক বলে নেওয়া যুক্তিযুক্ত। ১,৪৪,০০০ সংখ্যাটা যদি রূপক হতো এবং এমন একটা দলকে নির্দেশ করত যেটা আসলে অগণিত, তা হলে ওই পদ দুটোর মধ্যে পার্থক্যের সঠিক তাৎপর্য হারিয়ে যেত। তাই, প্রসঙ্গটি জোরালোভাবে ইঙ্গিত করে যে, ১,৪৪,০০০ সংখ্যাটাকে অবশ্যই আক্ষরিকভাবে নিতে হবে।

অতীতের এবং বর্তমানের বিভিন্ন বাইবেল পণ্ডিত, একই উপসংহারে পৌঁছেছে—এই সংখ্যাটা হল, আক্ষরিক। উদাহরণ হিসেবে, প্রকাশিত বাক্য ৭:৪, ৯ পদের ওপর মন্তব্য করতে গিয়ে প্রায় ১০০ বছর আগে, ব্রিটিশ আভিধানিক ড. এথলবার্ট ডব্লু. বুলিংগার বলেছিলেন: “এই তথ্যের সরল বিবৃতিটা হল: এই অধ্যায়েই এক অনির্দিষ্ট সংখ্যার বৈসাদৃশ্যে এক নির্দিষ্ট সংখ্যা রয়েছে।” (দি আ্যপোক্যালিপস্‌ অথবা “দ্যা ডে অফ দ্যা লর্ড,” পৃষ্ঠা ২৮২) অতি সম্প্রতি, যুক্তরাষ্ট্রের মাস্টারস্‌ সেমিনারিতে, নতুন নিয়মের অধ্যাপক রবার্ট এল. থমাস জুনিয়র লিখেছিলেন: “বিষয়টাকে রূপকভাবে নেওয়ার পক্ষে কোনো দৃঢ় ভিত্তি নেই।” তিনি আরও বলেছিলেন: “৭:৯ পদের অনির্দিষ্ট সংখ্যার বৈসাদৃশ্যে [৭:৪ পদে] এটা হল এক নির্দিষ্ট সংখ্যা। এটাকে যদি রূপকভাবে নেওয়া হয়, তা হলে এই বইয়ের কোনো সংখ্যাকেই আক্ষরিকভাবে নেওয়া যেতে পারে না।”—প্রকাশিত বাক্য: এক ব্যাখ্যামূলক ধারাভাষ্য (ইংরেজি), খণ্ড ১, পৃষ্ঠা ৪৭৪.

কেউ কেউ যুক্তি দেখায় যে, যেহেতু প্রকাশিত বাক্য খুব বেশি রূপক ভাষায় পূর্ণ, তাই এই বইয়ে পাওয়া ১,৪৪,০০০ সংখ্যাসহ সমস্ত সংখ্যা নিশ্চয় রূপকই হবে। (প্রকাশিত বাক্য ১:১, ৪; ২:১০) কিন্তু, সেই উপসংহার স্পষ্টভাবে সঠিক নয়। এটা ঠিক যে, প্রকাশিত বাক্যে অসংখ্য রূপক সংখ্যা রয়েছে কিন্তু এটা আক্ষরিক সংখ্যাগুলোকেও অন্তর্ভুক্ত করে। উদাহরণ হিসেবে, যোহন “মেষশাবকের দ্বাদশ প্রেরিতের দ্বাদশ নাম” সম্বন্ধে বলেন। (প্রকাশিত বাক্য ২১:১৪) স্পষ্টতই, এই পদে উল্লেখিত ১২ সংখ্যাটা রূপক নয় কিন্তু আক্ষরিক। এ ছাড়া, প্রেরিত যোহন খ্রিস্টের “সহস্র বছর” রাজত্বের বিষয়ে লেখেন। সেই সংখ্যাকেও আক্ষরিকভাবে নিতে হবে, যেমনটা বাইবেলের এক মনোযোগপূর্বক আলোচনা দেখায়। * (প্রকাশিত বাক্য ২০:৩, ৫-৭) তাই, প্রকাশিত বাক্যের কোনো সংখ্যাকে আক্ষরিকভাবে নেওয়া হবে, নাকি রূপকভাবে নেওয়া হবে সেটা নির্ভর করে এর পটভূমি এবং প্রসঙ্গের ওপর।

উপসংহারে বলা যায় যে, ১,৪৪,০০০ সংখ্যাটা হল আক্ষরিক এবং ‘বিস্তর লোকের’ তুলনায় এটা ব্যক্তিবিশেষের এক সীমিত সংখ্যাকে, তুলনামূলকভাবে এক ছোট দলকে নির্দেশ করে আর তা বাইবেলের অন্যান্য অংশের সঙ্গেও মিল রাখে। উদাহরণ হিসেবে, পরে প্রেরিত যোহন যে-দর্শন পান, সেখানে ১,৪৪,০০০ জনকে “অগ্রিমাংশ বলিয়া মনুষ্যদের মধ্য হইতে ক্রীত হইয়াছে” বলে বর্ণনা করা হয়। (বাঁকা অক্ষরে মুদ্রণ আমাদের।) (প্রকাশিত বাক্য ১৪:১, ৪) “অগ্রিমাংশ” অভিব্যক্তিটি এক ছোট গোষ্ঠীকে নির্দেশ করে। এ ছাড়া, যিশু যখন পৃথিবীতে ছিলেন, তখন তিনি যারা তাঁর সঙ্গে স্বর্গীয় রাজ্যে শাসন করবে তাদের সম্বন্ধে কথা বলেছিলেন এবং তাদেরকে “ক্ষুদ্র মেষপাল” বলে ডেকেছিলেন। (বাঁকা অক্ষরে মুদ্রণ আমাদের।) (লূক ১২:৩২; ২২:২৯) বাস্তবিকই, আসন্ন পরমদেশে যে-মানবজাতি বাস করবে তাদের তুলনায় মানবজাতির মধ্যে থেকে যারা স্বর্গে শাসন করবে, তাদের সংখ্যা খুবই অল্প।

তাই, প্রকাশিত বাক্য ৭:৪ পদের প্রসঙ্গ এবং বাইবেলের অন্য জায়গায় পাওয়া সম্পর্কযুক্ত বিবৃতিগুলো নিশ্চিত করে যে, ১,৪৪,০০ সংখ্যাটাকে আক্ষরিকভাবে নিতে হবে। এটা সেই ব্যক্তিদের নির্দেশ করে, যারা স্বর্গে খ্রিস্টের সঙ্গে এক পরমদেশ পৃথিবীর ওপর শাসন করবে, যেটা এমন এক বিরাট ও অগণিত সুখী লোকেদের দ্বারা পূর্ণ হবে, যারা যিহোবা ঈশ্বরের সেবা করে।—গীতসংহিতা ৩৭:২৯.

[পাদটীকা]

^ খ্রিস্টের সহস্র বছর রাজত্ব সম্বন্ধে আরও তথ্যের জন্য যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত প্রকাশিত বাক্য—এর মহান পরিপূর্ণতা সন্নিকট! (ইংরেজি) বইয়ের ২৮৯-৯০ পৃষ্ঠা দেখুন।

[৩১ পৃষ্ঠার ব্লার্ব]

স্বর্গীয় উত্তরাধিকারীদের সংখ্যা ১,৪৪,০০০ জনের মধ্যে সীমিত

[৩১ পৃষ্ঠার চিত্র]

‘বিস্তর লোকের’ সংখ্যা গণনা করা যায় না

[৩১ পৃষ্ঠার চিত্র সৌজন্যে]

তারকারাজি: Courtesy of Anglo-Australian Observatory, photograph by David Malin