সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

‘তোমরা এই মত প্রার্থনা করিও’

‘তোমরা এই মত প্রার্থনা করিও’

‘তোমরা এই মত প্রার্থনা করিও’

 আপনি কি প্রভুর প্রার্থনার কথাগুলো জানেন? এটি যিশুর শেখানো এক আদর্শ প্রার্থনা। পর্বতেদত্ত তাঁর সুপরিচিত উপদেশে, যিশু বলেছিলেন: “অতএব তোমরা এই মত প্রার্থনা করিও।” (মথি ৬:৯) যেহেতু এটি যিশুর দ্বারা প্রবর্তিত হয়েছে, তাই প্রায়ই এটিকে প্রভুর প্রার্থনা বলা হয়।—ল্যাটিন, পেটারনস্টার।

সারা বিশ্বের লক্ষ লক্ষ লোক প্রভুর প্রার্থনা মুখস্থ করে এবং সেটি প্রায়ই, সম্ভবত প্রতিদিন পুনরাবৃত্তি করে। সাম্প্রতিক বছরগুলোতে, অনেকে স্কুলে এবং সর্বসাধারণের অনুষ্ঠানগুলোতে উচ্চস্বরে এই প্রার্থনা পাঠ করেছে। কেন প্রভুর প্রার্থনাকে এত মূল্যবান বলে গণ্য করা হয়?

তৃতীয় শতাব্দীর ঈশ্বরতত্ত্ববিদ সিপ্রিয়ান লিখেছিলেন: “খ্রিস্ট আমাদের যে-প্রার্থনা দিয়েছেন, সেটার চেয়ে আরও বেশি আধ্যাত্মিক প্রার্থনা আর কোনটাই বা হতে পারে . . . ? যিনি সত্য, সেই পুত্রের মাধ্যমে আমাদের যে-প্রার্থনা দেওয়া হয়েছে, সেটার চেয়ে পিতার কাছে আর কোন প্রার্থনাই বা আরও বেশি সত্যনিষ্ঠ হতে পারে?”—যোহন ১৪:৬.

রোমান ক্যাথলিক গির্জা এর ক্যাটিকিজমে প্রভুর প্রার্থনাকে “মৌলিক খ্রিস্টীয় প্রার্থনা” হিসেবে গণ্য করে। দ্যা ওয়ার্ল্ড বুক এনসাইক্লোপিডিয়া খ্রিস্টীয়জগতের সমস্ত ধর্মের মধ্যে এই প্রার্থনার গুরুত্বপূর্ণ স্থান সম্বন্ধে স্বীকার করে আর এটিকে “খ্রিস্টীয় বিশ্বাসের মৌলিক বিবৃতিগুলোর” একটা হিসেবে বর্ণনা করে।

কিন্তু, এটা স্বীকার করতেই হবে যে, অনেকে প্রভুর প্রার্থনা উচ্চস্বরে মুখস্থ বললেও পুরোপুরিভাবে এটি বোঝে না। “আপনি যদি কোনো খ্রিস্টীয় পটভূমি থেকে এসে থাকেন, তা হলে আপনি হয়তো গড়গড় করে প্রভুর প্রার্থনাটি বলতে পারবেন,” কানাডার আটাওয়া সিটিজেন সংবাদপত্র বলে, “কিন্তু এটি ধীরে ধীরে এবং বুঝে বলতে আপনার হয়তো অসুবিধা হতে পারে।”

ঈশ্বরের কাছে করা আমাদের প্রার্থনাকে বোঝা কি সত্যিই গুরুত্বপূর্ণ? কেন যিশু আমাদের প্রভুর প্রার্থনা শিখিয়েছিলেন? আপনার জন্য এর অর্থ কী? আসুন, এখন আমরা এই প্রশ্নগুলোর দিকে মনোযোগ দিই?