সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

“পরস্পর কোমল স্নেহশীল হও”

“পরস্পর কোমল স্নেহশীল হও”

“পরস্পর কোমল স্নেহশীল হও”

“ভ্রাতৃপ্রেমে পরস্পর [“কোমল,” NW] স্নেহশীল হও।”রোমীয় ১২:১০.

১, ২. আধুনিক সময়ের একজন মিশনারি ও প্রেরিত পৌল তাদের ভাইদের সঙ্গে কোন সম্পর্ক উপভোগ করেছিল?

 সুদূর প্রাচ্যে ৪৩ বছর ধরে তার মিশনারি সেবায়, ডন যাদের সেবা করেছিলেন তাদের প্রতি তার উষ্ণ অনুভূতির জন্য পরিচিত ছিলেন। চরম অসুস্থতার সঙ্গে লড়াই করার সময়, তার কিছু প্রাক্তন ছাত্র হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই কথাগুলো বলার জন্য তার শয্যার পাশে এসেছিল, “কামসাহামেনিডা, কামসাহামেনিডা!”—কোরিয়ান ভাষায় “ধন্যবাদ, ধন্যবাদ!” ডনের কোমল স্নেহ তাদের হৃদয় স্পর্শ করেছিল।

ডনের এই উদাহরণই একমাত্র উদাহরণ নয়। প্রথম শতাব্দীতে প্রেরিত পৌল তাদের প্রতি গভীর স্নেহ প্রকাশ করেছিলেন, যাদের তিনি সেবা করেছিলেন। তিনি নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। যদিও তিনি দৃঢ়প্রত্যয়ী এক ব্যক্তি ছিলেন কিন্তু সেইসঙ্গে তিনি কোমল এবং যত্নবানও ছিলেন, ঠিক “যেমন স্তন্যদাত্রী নিজ বৎসদিগের লালন পালন করে” থাকে। তিনি থিষলনীকীর মণ্ডলীকে লিখেছিলেন: “তোমাদিগকে [“কোমল,” NW] স্নেহ করাতে কেবল ঈশ্বরের সুসমাচার নয়, আপন আপন প্রাণও তোমাদিগকে দিতে সন্তুষ্ট ছিলাম, যেহেতুক তোমরা আমাদের প্রিয়পাত্র হইয়াছিলে।” (১ থিষলনীকীয় ২:৭, ৮) পরবর্তী সময়ে, পৌল যখন তার ইফিষীয় ভাইদের বলেছিলেন যে তারা আর তাকে দেখতে পাবে না, তখন “সকলে বিস্তর রোদন করিলেন, এবং পৌলের গলা ধরিয়া তাঁহাকে চুম্বন করিতে লাগিলেন।” (প্রেরিত ২০:২৫, ৩৭, ৩৮) স্পষ্টতই, পৌল এবং তার ভাইদের মধ্যে যে-সম্পর্ক ছিল, তা কেবল একই বিশ্বাস থাকার চেয়ে আরও বেশি গভীর ছিল। পরস্পরের প্রতি তাদের কোমল স্নেহ ছিল।

কোমল স্নেহ এবং প্রেম

৩. স্নেহ এবং প্রেমের জন্য বাইবেলের শব্দগুলো কীভাবে সম্পর্কযুক্ত?

শাস্ত্রে কোমল স্নেহ, সহানুভূতি এবং সমবেদনা, এগুলো সবই সর্বশ্রেষ্ঠ খ্রিস্টীয় গুণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আর তা হল প্রেম। (১ থিষলনীকীয় ২:৮; ২ পিতর ১:৭) চমৎকার এক হিরের বিভিন্ন দিকের মতো, এই সমস্ত ঈশ্বরীয় গুণাবলি ভারসাম্যপূর্ণ এবং একে অপরের পরিপূরক। এগুলো খ্রিস্টানদের কেবল একে অপরের কাছেই নয় কিন্তু সেইসঙ্গে তাদের স্বর্গীয় পিতার কাছেও নিয়ে আসে। তাই, প্রেরিত পৌল তার সহবিশ্বাসীদের জোরালো পরামর্শ দিয়েছিলেন: “প্রেম নিষ্কপট হউক। . . . ভ্রাতৃপ্রেমে পরস্পর কোমল স্নেহশীল হও।”—রোমীয় ১২:৯, ১০.

৪. ‘কোমল স্নেহ’ অভিব্যক্তিটি দিয়ে কী বোঝায়?

‘কোমল স্নেহের’ জন্য পৌল যে-গ্রিক শব্দটি ব্যবহার করেছিলেন, সেটি দুটো অংশ নিয়ে গঠিত, একটির অর্থ হল বন্ধুত্ব এবং আরেকটির অর্থ হল স্বাভাবিক স্নেহ। একজন বাইবেল পণ্ডিত যেমন ব্যাখ্যা করেন, এর অর্থ হল যে খ্রিস্টানদের “এমন এক ভক্তির দ্বারা চিহ্নিত হতে হবে, যা এক প্রেমময়, ঐক্যবদ্ধ এবং পারস্পরিক সহযোগিতাপূর্ণ পরিবারের বৈশিষ্ট্য।” আপনার খ্রিস্টান ভাই ও বোনদের বিষয়ে আপনি কি এইরকম বোধ করেন? খ্রিস্টীয় মণ্ডলীতে এক উষ্ণ পরিবেশ—সম্পর্কবোধের এক অনুভূতি—পরিব্যাপ্ত থাকা উচিত। (গালাতীয় ৬:১০) তাই, জে. বি. ফিলিপসের দ্যা নিউ টেস্টামেন্ট ইন মডার্ন ইংলিশ বাইবেল রোমীয় ১২:১০ পদকে এভাবে অনুবাদ করে: “ভাইদের মধ্যে যেমন থাকে, তেমনই আসুন আমরা একে অপরের প্রতি প্রকৃত উষ্ণ স্নেহ রাখি।” আর দ্যা যিরূশালেম বাইবেল এভাবে বলে: “ভাইদের যতটা ভালবাসা উচিত একে অপরকে ততটা ভালবাসুন।” হ্যাঁ, খ্রিস্টানদের মধ্যে প্রেম থাকার সঙ্গে কেবল যুক্তিযুক্ত কারণ এবং দায়িত্ববোধ থাকার চেয়ে আরও বেশি কিছু জড়িত। নিষ্কপট বা “অকল্পিত ভ্রাতৃপ্রেমের নিমিত্ত” আমাদের “অন্তঃকরণে পরস্পর একাগ্র ভাবে প্রেম” করা উচিত।—১ পিতর ১:২২.

“পরস্পর প্রেম করিবার জন্য ঈশ্বরের কাছে শিক্ষা পাইয়াছ”

৫, ৬. (ক) কীভাবে যিহোবা খ্রিস্টীয় স্নেহ সম্বন্ধে তাঁর লোকেদের শিক্ষা দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্মেলনগুলো ব্যবহার করেছেন? (খ) কীভাবে কিছু সময়ের মধ্যে ভাইদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হয়?

যদিও এই জগতে “অধিকাংশ লোকের প্রেম” শীতল হয়ে যাচ্ছে কিন্তু যিহোবা তাঁর আধুনিক দিনের লোকেদের “পরস্পর প্রেম করিবার জন্য” শিক্ষা দিচ্ছেন। (মথি ২৪:১২; ১ থিষলনীকীয় ৪:৯) যিহোবার সাক্ষিদের আন্তর্জাতিক সম্মেলনগুলো এই প্রশিক্ষণ লাভ করার জন্য এক উল্লেখযোগ্য উপলক্ষ তৈরি করে। এই সম্মেলনগুলোতে স্থানীয় সাক্ষিরা দূরদূরান্তের দেশগুলো থেকে আসা ভাইদের সঙ্গে মিলিত হয় এবং অনেকে বিদেশি অভ্যাগতদের জন্য তাদের বাড়ি উন্মুক্ত করে দিয়েছে। সম্প্রতি এক সম্মেলনে, কেউ কেউ এমন দেশগুলো থেকে এসেছিল, যেখানকার লোকেদের তাদের আবেগ প্রকাশ করার ক্ষেত্রে চাপা স্বভাবের হওয়ার প্রবণতা রয়েছে। “এই অভ্যাগতরা যখন প্রথম এসে পৌঁছেছিল, তখন তারা অত্যন্ত শঙ্কিত এবং ভয়ে ভয়ে ছিল,” রুমিং বিভাগে সাহায্য করেছিলেন এমন একজন খ্রিস্টান বলেন। “কিন্তু, মাত্র ছয় দিন পর তারা যখন বিদায় জানিয়েছিল, তখন তারা এবং তাদের আমন্ত্রণকারীরা পরস্পরকে জড়িয়ে ধরেছিল এবং চোখের জল ফেলেছিল। তারা এমন এক খ্রিস্টীয় প্রেম দ্বারা আবিষ্ট ছিল, যা তারা কখনও ভুলে যাবে না।” তাদের পটভূমি যা-ই হোক না কেন, আমাদের ভাইদের প্রতি আতিথেয়তা দেখানো অতিথি এবং আমন্ত্রণকারী দুজনের সর্বোত্তম গুণকে প্রকাশ করতে পারে।—রোমীয় ১২:১৩.

সম্মেলনের এই অভিজ্ঞতাগুলো রোমাঞ্চকর কিন্তু আরও বড় বিষয় হল এর ফলে অন্তরঙ্গ সম্পর্ক বৃদ্ধি পায়, যখন খ্রিস্টানরা কিছু সময় ধরে একত্রে যিহোবাকে সেবা করে। আমরা যখন আমাদের ভাইদের ভাল করে জানি, তখন আমরা তাদের প্রীতিকর গুণগুলোকে—তাদের সত্যতা, নির্ভরযোগ্যতা, আনুগত্য, দয়া, উদারতা, বিবেচনা, সমবেদনা এবং নিঃস্বার্থপরতাকে—আরও পূর্ণরূপে উপলব্ধি করতে পারি। (গীতসংহিতা ১৫:৩-৫; হিতোপদেশ ১৯:২২) মার্ক, যিনি পূর্ব আফ্রিকায় একজন মিশনারি হিসেবে সেবা করতেন, তিনি বলেছিলেন, “আমাদের ভাইদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা যে-বন্ধন তৈরি করে, তা অত্যন্ত দৃঢ়।”

৭. মণ্ডলীতে খ্রিস্টীয় স্নেহ উপভোগ করার জন্য আমাদের কী করা প্রয়োজন?

মণ্ডলীর মধ্যে এইরকম বন্ধন অর্জন এবং তা বজায় রাখার জন্য, এর সদস্যদের একে অপরের নিকটবর্তী হতে হবে। নিয়মিতভাবে খ্রিস্টীয় সভাগুলোতে যোগ দেওয়ার মাধ্যমে আমরা আমাদের ভাই ও বোনদের মধ্যে যে-অনুরাগ আছে, তা আরও শক্তিশালী করি। সভার আগে, সভার সময়ে এবং সভার পরে উপস্থিত থেকে এবং তাতে অংশ নিয়ে আমরা “প্রেম ও সৎক্রিয়া সম্বন্ধে” পরস্পরকে উৎসাহিত এবং উদ্দীপিত করে তুলি। (ইব্রীয় ১০:২৪, ২৫) “আমার স্মরণ করে ভাল লাগে যে,” যুক্তরাষ্ট্রের একজন প্রাচীন বলেন, “আমি যখন ছোট ছিলাম, অন্যান্য পরিবারগুলোর মধ্যে আমার পরিবারও সবসময় শেষে কিংডম হল পরিত্যাগ করত, আমরা যতক্ষণ সম্ভব বন্ধুত্বপূর্ণ এবং অর্থপূর্ণ আলোচনা উপভোগ করতাম।”

আমাদের কি “প্রশস্ত” হতে হবে?

৮. (ক) পৌল যখন করিন্থীয়দের “প্রশস্ত” হওয়ার জন্য জোরালো পরামর্শ দিয়েছিলেন, তখন তিনি কী বুঝিয়েছিলেন? (খ) মণ্ডলীতে স্নেহ বাড়িয়ে তোলার জন্য আমরা কী করতে পারি?

এই ধরনের স্নেহ পূর্ণরূপে দেখানোর জন্য আমাদের হয়তো হৃদয়ে “প্রশস্ত” হতে হবে। করিন্থের মণ্ডলীর প্রতি প্রেরিত পৌল লিখেছিলেন: “আমাদের হৃদয় প্রশস্ত রহিয়াছে। তোমরা আমাদিগেতে সঙ্কুচিত নহ।” পৌল তাদেরকে সাড়া দেওয়ার ক্ষেত্রে “প্রশস্ত” হওয়ার জন্য জোরালো পরামর্শ দিয়েছিলেন। (২ করিন্থীয় ৬:১১-১৩) আপনিও কি আপনার স্নেহের ক্ষেত্রে “প্রশস্ত” হতে পারেন? অন্যেরা প্রথমে আপনাকে দেখাবে বলে অপেক্ষা করার প্রয়োজন নেই। রোমীয়দের প্রতি তার চিঠিতে পৌল কোমল স্নেহ রাখার প্রয়োজনীয়তাকে এই উপদেশের সঙ্গে যুক্ত করেছেন: “সমাদরে এক জন অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান কর।” (রোমীয় ১২:১০) অন্যদের প্রতি সমাদর বা সম্মান দেখানোর জন্য, আপনি সভাগুলোতে তাদের সম্ভাষণ জানাতে আগে থেকে পদক্ষেপ নিতে পারেন। এ ছাড়া, ক্ষেত্রের পরিচর্যায় অথবা কোনো সভার জন্য প্রস্তুতি নেওয়ার সময় আপনার সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনি তাদেরকে আমন্ত্রণও জানাতে পারেন। তা করা কোমল স্নেহ গড়ে তুলতে সাহায্য করে।

৯. সহখ্রিস্টানদের ঘনিষ্ঠ বন্ধু হওয়ার জন্য কেউ কেউ কোন পদক্ষেপগুলো নিয়েছে? (যেকোনো স্থানীয় উদাহরণ অন্তর্ভুক্ত করুন।)

পরিবার এবং মণ্ডলীর ব্যক্তিবিশেষরা একে অপরের সঙ্গে সাক্ষাৎ করার, হতে পারে একসঙ্গে সাধারণ খাবার খাওয়ার মাধ্যমে এবং একসঙ্গে গঠনমূলক কাজকর্মে অংশ নেওয়ার মাধ্যমে “প্রশস্ত” হতে পারে। (লূক ১০:৪২; ১৪:১২-১৪) হাকোপ মাঝে মাঝে ছোট দলগুলোর জন্য পিকনিকের ব্যবস্থা করেন। “সব বয়সের লোকেরা ও সেইসঙ্গে একক অভিভাবকরা উপস্থিত থাকে,” তিনি বলেন। “প্রত্যেকে সুখের স্মৃতি নিয়ে বাড়ি ফিরে যায় এবং তারা একে অপরের ঘনিষ্ঠ বোধ করে।” খ্রিস্টান হিসেবে আমাদের শুধু সহবিশ্বাসী হওয়া নয় কিন্তু সেইসঙ্গে প্রকৃত বন্ধু হওয়ার জন্য প্রচেষ্টা করা উচিত।—৩ যোহন ১৪.

১০. যখন সম্পর্কের টানাপোড়েন দেখা দেয়, তখন আমরা কী করতে পারি?

১০ কিন্তু, কখনও কখনও বন্ধুত্ব এবং স্নেহ গড়ে তোলার প্রচেষ্টা করা প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আসতে পারে। আমরা কী করতে পারি? প্রথমত, আমরা আমাদের ভাইবোনদের সঙ্গে উত্তম সম্পর্কের জন্য প্রার্থনা করতে পারি। ঈশ্বর চান তাঁর দাসেরা যাতে একে অপরকে জানে আর তিনি এই ধরনের আন্তরিক প্রার্থনার উত্তর দেবেন। (১ যোহন ৪:২০, ২১; ৫:১৪, ১৫) এ ছাড়া, প্রার্থনার সঙ্গে মিল রেখেও আমাদের পদক্ষেপ নেওয়া উচিত। পূর্ব আফ্রিকায় রিক নামে একজন ভ্রমণ পরিচারক, একজন ভাইয়ের কথা স্মরণ করেন, যার রুক্ষ ব্যক্তিত্বের কারণে তার সঙ্গে মানিয়ে চলা অত্যন্ত কঠিন ছিল। “সেই ভাইকে এড়িয়ে চলার পরিবর্তে আমি সেই ভাইকে আরও ভাল করে জানার জন্য সংকল্প নিয়েছিলাম,” রিক ব্যাখ্যা করেন। “আমি আবিষ্কার করেছিলাম যে, ভাইয়ের বাবা কঠোর নিয়মানুবর্তী লোক ছিলেন। এই পটভূমি কাটিয়ে উঠতে ভাইকে কত কঠোর পরিশ্রম করতে হয়েছে এবং তিনি কতটা উন্নতি করেছেন তা বুঝতে পারার পর, আমি তাকে সম্মান করি। আমরা উত্তম বন্ধু হয়ে উঠি।”—১ পিতর ৪:৮.

মন খুলে আপনার অনুভূতি প্রকাশ করুন!

১১. (ক) মণ্ডলীতে স্নেহ গড়ে তোলার জন্য কী করা প্রয়োজন? (খ) আবেগগত দিক দিয়ে অন্যদের কাছ থেকে দূরে থাকা কেন আধ্যাত্মিকভাবে ক্ষতিকারক হতে পারে?

১১ আজকে অনেক লোক রয়েছে, যারা কখনও কারও সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে না তুলেই জীবনযাপন করে। কত দুঃখজনক! খ্রিস্টীয় মণ্ডলীর ক্ষেত্রে তা হওয়ার কোনো কারণ নেই—এবং হওয়াও উচিত নয়। অকৃত্রিম ভ্রাতৃপ্রেম কেবল মার্জিত আলাপআলোচনা এবং ভদ্র আচরণ নয়; অথবা এটা অন্যদের প্রতি অতিরিক্ত আবেগ দেখানোও নয়। বরং, যেমনটা পৌল করিন্থীয়দের প্রতি করেছিলেন তেমনই আমাদের উচিত মন খুলে অনুভূতি প্রকাশ করতে ইচ্ছুক হওয়া এবং আমাদের সহবিশ্বাসীদের দেখানো যে, আমরা সত্যিই তাদের মঙ্গলের বিষয়ে চিন্তা করি। যদিও প্রত্যেকে মিশুক স্বভাবের নয় বা নিজেকে প্রকাশ করতে পারে না কিন্তু খুব বেশি একাকী থাকাও ক্ষতিকর হতে পারে। “যে পৃথক্‌ হয় সে নিজ অভীষ্ট চেষ্টা করে,” বাইবেল সাবধান করে। “সমস্ত বুদ্ধিকৌশলের বিরুদ্ধে উচ্চণ্ড হয়।”—হিতোপদেশ ১৮:১.

১২. মণ্ডলীতে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার জন্য কেন উত্তম ভাববিনিময় আবশ্যক?

১২ আন্তরিক ভাববিনিময় সত্যিকারের বন্ধুত্বের মূল চাবিকাঠি। (যোহন ১৫:১৫) আমাদের প্রত্যেকের বন্ধুর প্রয়োজন, যার কাছে আমরা অন্তরের চিন্তাভাবনা এবং অনুভূতি আস্থা সহকারে বলতে পারি। অধিকন্তু, একে অপরকে আমরা যত বেশি জানব, পরস্পরের প্রয়োজন মেটানো তত বেশি সহজ হবে। এভাবে আমরা যখন একে অপরের আগ্রহের প্রতি চিন্তা দেখাই, তখন আমরা কোমল স্নেহ বাড়িয়ে তুলি আর আমরা যিশুর এই কথাগুলোর সত্যতা দেখতে পাব: “গ্রহণ করা অপেক্ষা বরং দান করা ধন্য হইবার বিষয়।”—প্রেরিত ২০:৩৫; ফিলিপীয় ২:১-৪.

১৩. আমাদের ভাইদের জন্য যে আমাদের প্রকৃত স্নেহ রয়েছে, তা দেখানোর জন্য আমরা কী করতে পারি?

১৩ আমাদের স্নেহ সবচেয়ে উপকারী হতে হলে আমাদেরকে এটা প্রকাশ করতে হবে। (হিতোপদেশ ২৭:৫) আমাদের স্নেহ যখন প্রকৃত হয়, তখন আমাদের চেহারায় তা ফুটে ওঠে এবং এটা অন্যদের হৃদয়কে সাড়া দিতে পরিচালিত করতে পারে। বিজ্ঞ ব্যক্তি লিখেছিলেন, “চক্ষুর জ্যোতিঃ চিত্তকে আনন্দিত করে।” (হিতোপদেশ ১৫:৩০) বিবেচক কাজও কোমল স্নেহ বাড়িয়ে তোলে। যদিও কেউই প্রকৃত স্নেহ কিনতে পারে না, তবুও হৃদয় থেকে দেওয়া উপহার অনেক অর্থপূর্ণ হতে পারে। একটা কার্ড, চিঠি, এবং “উপযুক্ত সময়ে কথিত বাক্য”—এই সমস্তকিছু গভীর স্নেহ প্রকাশ করতে পারে। (হিতোপদেশ ২৫:১১; ২৭:৯) একবার আমরা অন্যদের সঙ্গে বন্ধুত্ব করে ফেললে, ক্রমাগত নিঃস্বার্থ স্নেহ দেখানোর মাধ্যমে আমাদের তা বজায় রাখতে হবে। বিশেষ করে প্রয়োজনের সময়, আমরা আমাদের বন্ধুদের সাহায্য করতে চাই। বাইবেল বলে: “বন্ধু সর্ব্বসময়ে প্রেম করে, ভ্রাতা দুর্দ্দশার জন্য জন্মে।”—হিতোপদেশ ১৭:১৭.

১৪. কেউ আমাদের স্নেহের প্রতি সাড়া দিচ্ছে না বলে মনে হলে, আমরা কী করতে পারি?

১৪ বাস্তবসম্মতভাবে, আমরা মণ্ডলীর প্রত্যেকের ঘনিষ্ঠ হব বলে আশা করতে পারি না। স্বভাবতই এমন কিছু ব্যক্তি থাকবে যাদের প্রতি আমরা অন্যদের চেয়ে বেশি ঘনিষ্ঠবোধ করি। তাই, আপনি যেমনটা চান সেইমতো কাউকে যদি আপনার কাছে বন্ধুত্বপরায়ণ বলে মনে না হয়, তা হলে সঙ্গে সঙ্গে এই উপসংহারে আসবেন না যে, আপনার অথবা সেই ব্যক্তির মধ্যে কোনো সমস্যা রয়েছে। আর সেই ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার জন্য জোর করার চেষ্টা করবেন না। একজন ব্যক্তি যতখানি চাইবে, আপনি যদি শুধু ততখানি বন্ধুত্বপরায়ণ হন, তা হলে আপনি ভবিষ্যতে নিকট সম্পর্কের পথ খুলে রাখতে সাহায্য করেন।

“তোমাতেই আমি প্রীত”

১৫. অন্যদের ওপর প্রশংসা অথবা এটার অভাবের কোন প্রভাব রয়েছে?

১৫ যিশু কতই না আনন্দিত হয়েছিলেন, যখন তাঁর বাপ্তিস্মের সময় তিনি স্বর্গ থেকে এই কথাগুলো শুনেছিলেন: “তোমাতেই আমি প্রীত”! (মার্ক ১:১১) অনুমোদনের এই অভিব্যক্তি অবশ্যই যিশুর এই প্রত্যয়কে গভীর করেছিল যে, তাঁর প্রতি তাঁর পিতার স্নেহ রয়েছে। (যোহন ৫:২০) দুঃখজনক যে, কেউ কেউ কখনও এমন ব্যক্তিদের কাছ থেকে এইরকম প্রশংসা শোনেনি, যাদের তারা সম্মান করে এবং ভালবাসে। “আমার মতো অনেক অল্পবয়স্ক ছেলেমেয়ে তাদের খ্রিস্টীয় বিশ্বাসগুলো পরিবারের সদস্যদের সঙ্গে ভাগ করে নিতে পারে না,” আ্যন বলে। “বাড়িতে আমরা কেবল সমালোচনাই শুনি। এটা আমাদের অনেক দুঃখ দেয়।” কিন্তু, তারা যখন মণ্ডলীর অংশ হয়, তখন তারা সহযোগিতাপূর্ণ, যত্নবান আধ্যাত্মিক পরিবারের—বিশ্বাসী বাবামা এবং ভাইবোনদের—উষ্ণতা অনুভব করে।—মার্ক ১০:২৯, ৩০; গালাতীয় ৬:১০.

১৬. অন্যদের প্রতি সমালোচক মনোভাব দেখানো কেন সাহায্যকারী নয়?

১৬ কিছু সংস্কৃতিতে, বাবামা, বয়স্ক ব্যক্তি এবং শিক্ষকরা অল্পয়স্কদের প্রতি খুব কমই পূর্ণহৃদয়ের অনুমোদন প্রকাশ করে, এইরকম মনে করে যে এই ধরনের প্রশংসা তাদের আত্মতুষ্ট বা গর্বিত করে তুলবে। এই ধরনের চিন্তাভাবনা এমনকি খ্রিস্টীয় পরিবার এবং মণ্ডলীর ওপরও প্রভাব ফেলতে পারে। বক্তৃতা অথবা অন্যান্য প্রচেষ্টার প্রশংসা করতে গিয়ে বয়স্ক ব্যক্তিরা হয়তো বলতে পারে: “ভাল হয়েছে কিন্তু তুমি আরও ভাল করতে পারো!” অথবা অন্য কোনো উপায়ে, তারা এমনকি অল্পবয়স্কদের কাছে তাদের অসন্তোষকে প্রকাশ করতে পারেন। অনেকে মনে করে যে, তা করার মাধ্যমে তারা অল্পবয়স্কদের তাদের পূর্ণ সম্ভাবনার দিকে পৌঁছাতে প্রেরণা দিচ্ছে। কিন্তু, এই ধরনের মন্তব্যের প্রায়ই বিপরীত প্রভাব রয়েছে, যেহেতু অল্পবয়স্করা হয়তো নিজেদের গুটিয়ে নিতে পারে অথবা নিজেদের যোগ্যতা নির্ণয় করতে সমর্থ নয় বলে মনে করতে পারে।

১৭. অন্যদের প্রশংসা করার জন্য কেন আমাদের সুযোগগুলো খোঁজা উচিত?

১৭ যাই হোক, প্রশংসা কেবল পরামর্শ দেওয়ার আগেই করা উচিত নয়। অকপট প্রশংসা পরিবার এবং মণ্ডলীর মধ্যে কোমল স্নেহ বাড়িয়ে তোলে আর এভাবে অল্পবয়স্কদের উপদেশের জন্য অভিজ্ঞ ভাই ও বোনদের কাছে যেতে উৎসাহিত করে। তাই, অন্যদের সঙ্গে আচরণের ক্ষেত্রে সংস্কৃতিকে আমাদের ওপর নিয়ন্ত্রণ করতে না দিয়ে আসুন আমরা ‘সেই নূতন মনুষ্যকে পরিধান করি, যাহা সত্যের ধার্ম্মিকতায় ও সাধুতায় ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট হইয়াছে।’ যিহোবার মতো করে প্রশংসা করুন।—ইফিষীয় ৪:২৪.

১৮. (ক) অল্পবয়স্করা, বয়স্কদের কাছ থেকে পরামর্শকে তোমাদের কীভাবে দেখা উচিত? (খ) বয়স্ক ব্যক্তিরা যেভাবে পরমার্শ দেয়, সেই বিষয়ে কেন তারা সতর্ক?

১৮ অন্যদিকে অল্পবয়স্করা, তোমরা এই উপসংহারে এসো না যে, বয়স্ক ব্যক্তিরা যদি তোমাকে সংশোধন করে অথবা উপদেশ দেয়, তা হলে এর মানে হল যে, তারা তোমাকে অপছন্দ করে। (উপদেশক ৭:৯) বরং এর বিপরীত! তারা হয়তো তোমার প্রতি তাদের চিন্তা এবং গভীর স্নেহের দ্বারা পরিচালিত হয়েছে। নতুবা, কেনই বা তারা সেই বিষয়ে তোমার সঙ্গে কথা বলার প্রচেষ্টা করবে? কথাগুলোর কত প্রভাব থাকতে পারে তা জানার কারণে বয়স্ক ব্যক্তিরা—বিশেষভাবে মণ্ডলীর প্রাচীনরা—প্রায়ই পরামর্শ দেওয়ার আগে চিন্তা এবং প্রার্থনা করতে যথেষ্ট সময় দেয়, যেহেতু তারা কেবল উত্তমই করতে চায়।—১ পিতর ৫:৫.

“স্নেহের ক্ষেত্রে যিহোবা অত্যন্ত কোমল”

১৯. যারা হতাশা ভোগ করেছে তারা কেন সহযোগিতার জন্য যিহোবার ওপর নির্ভর করতে পারে?

১৯ অপ্রীতিকর অভিজ্ঞতাগুলোর কারণে কেউ কেউ হয়তো এইরকম মনে করে যে, কোমল স্নেহ দেখানো কেবল আরও হতাশাই নিয়ে আসে। আবারও অন্যদের কাছে তাদের মন খুলে অনুভূতি প্রকাশ করার জন্য তাদের সাহস এবং দৃঢ়বিশ্বাসের প্রয়োজন। কিন্তু, তাদের কখনও ভুলে যাওয়া উচিত নয় যে, যিহোবা “আমাদের কাহারও হইতে দূরে নহেন।” তিনি আমাদের তাঁর নিকটবর্তী হতে আমন্ত্রণ জানান। (প্রেরিত ১৭:২৭; যাকোব ৪:৮) এ ছাড়া, আমরা কষ্ট পাব ভেবে ভয় পাই, তা তিনি বোঝেন এবং তিনি আমাদের পাশে দাঁড়ানোর ও সাহায্য করার প্রতিজ্ঞা করেন। গীতরচক দায়ূদ আমাদের নিশ্চয়তা দেন: “সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্ত্তী, তিনি চূর্ণমনাদের পরিত্রাণ করেন।”—গীতসংহিতা ৩৪:১৮.

২০, ২১. (ক) কীভাবে আমরা জানি যে, যিহোবার সঙ্গে আমরা নিকট সম্পর্ক রাখতে পারি? (খ) যিহোবার সঙ্গে অন্তরঙ্গতা উপভোগ করার জন্য কীসের প্রয়োজন?

২০ যিহোবার সঙ্গে এক অন্তরঙ্গ বন্ধুত্ব হল সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক, যা আমরা গড়ে তুলতে পারি। কিন্তু, এই ধরনের বন্ধন কি আসলেই সম্ভব? হ্যাঁ। বাইবেল দেখায় যে, ধার্মিক পুরুষ এবং মহিলারা আমাদের স্বর্গীয় পিতার কত নিকটবর্তী বোধ করত। তাদের উষ্ণ অভিব্যক্তিগুলো আমাদের এই আস্থা দেওয়ার জন্য সংরক্ষিত রয়েছে যে, আমরাও যিহোবার নিকটবর্তী হতে পারি।—গীতসংহিতা ২৩, ৩৪, ১৩৯; যোহন ১৬:২৭; রোমীয় ১৫:৪.

২১ তাঁর সঙ্গে অন্তরঙ্গ হওয়ার বিষয়ে যিহোবার চাহিদাগুলো আমাদের প্রত্যেকের নাগালের মধ্যেই রয়েছে। “হে সদাপ্রভু, তোমার তাম্বুতে কে প্রবাস করিবে?” গীতরচক জিজ্ঞেস করেছিলেন। “তোমার পবিত্র পর্ব্বতে কে বসতি করিবে? যে ব্যক্তি সিদ্ধ আচরণ ও ধর্ম্মকর্ম্ম করে, এবং হৃদয়ে সত্য কহে।” (গীতসংহিতা ১৫:১, ২; ২৫:১৪) আমরা যখন দেখতে পাই যে, ঈশ্বরকে সেবা করা উত্তম ফল উৎপন্ন করে এবং তাঁর নির্দেশনা ও সুরক্ষা জোগায়, তখন আমরা জানব যে, “যিহোবা স্নেহের ক্ষেত্রে অনেক কোমল।”—যাকোব ৫:১১, NW.

২২. তাঁর লোকেরা কোন ধরনের সম্পর্ক উপভোগ করুক বলে যিহোবা চান?

২২ আমরা কত আশীর্বাদপ্রাপ্ত যে, যিহোবা অসিদ্ধ মানুষের সঙ্গে এইরকম এক ব্যক্তিগত সম্পর্ক রাখতে চান! তা হলে একে অপরের প্রতি কি আমাদের কোমল স্নেহ দেখানো উচিত নয়? যিহোবার সাহায্যে আমরা প্রত্যেকে কোমল স্নেহের ক্ষেত্রে অবদান রাখতে এবং তা উপভোগ করতে পারি, যা আমাদের খ্রিস্টীয় ভ্রাতৃসমাজের বৈশিষ্ট্য। ঈশ্বরের রাজ্যের অধীনে পৃথিবীর প্রত্যেকে চিরকাল এই স্নেহ অনুভব করবে।

আপনি কি ব্যাখ্যা করতে পারেন?

• খ্রিস্টীয় মণ্ডলীতে কোন ধরনের পরিবেশ থাকা উচিত?

• কীভাবে আমরা প্রত্যেকে মণ্ডলীতে কোমল স্নেহের ক্ষেত্রে অবদান রাখতে পারি?

• কীভাবে অকপট প্রশংসা খ্রিস্টীয় স্নেহকে বাড়িয়ে তোলে?

• কীভাবে যিহোবার কোমল স্নেহ আমাদের সহযোগিতা করে এবং টিকিয়ে রাখে?

[অধ্যয়ন প্রশ্নাবলি]

[১৫ পৃষ্ঠার চিত্র]

খ্রিস্টানদের মধ্যে প্রেম কেবল দায়িত্ববোধের চেয়েও আরও বেশি কিছুকে প্রতিফলিত করে

[১৬, ১৭ পৃষ্ঠার চিত্রগুলো]

আপনার স্নেহের ক্ষেত্রে আপনি কি “প্রশস্ত” হতে পারেন?

[১৮ পৃষ্ঠার চিত্র]

আপনি সমালোচনা করেন, নাকি উৎসাহ দেন?