সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আরও পাওয়ার চেষ্টা

আরও পাওয়ার চেষ্টা

আরও পাওয়ার চেষ্টা

“আমাদের চাওয়াগুলো যদি অতৃপ্তই থেকে যায়, তা হলে স্বাভাবিকভাবেই সেগুলো কখনও যথেষ্ট হবে না।”—আ্য ওয়ার্ল্ডওয়াচ ইনস্টিটিউট রিপোর্ট।

 “আমরা কী চাই? সবকিছু। আমরা কখন তা চাই? এখনই।” ১৯৬০ এর দশকে কলেজের কিছু ছাত্রছাত্রীর মধ্যে এই স্লোগান খুবই জনপ্রিয় ছিল। আজকে, হুবহু এই কথাগুলো হয়তো শোনা যায় না, তবে মূল ধারণাটা অক্ষুণ্ণ রয়েছে। বস্তুতপক্ষে, আরও পাওয়ার চেষ্টা আমাদের যুগের এক উল্লেখযোগ্য বৈশিষ্ট্য বলে মনে হয়।

অনেকের জন্য ধনসম্পদ এবং বিষয়সম্পত্তি অর্জন করা এক অগ্রাধিকারের বিষয় হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি জিমি কার্টার একবার বলেছিলেন: “মানব পরিচয় এখন আর একজন যা করেন সেটার দ্বারা নির্ধারিত হয় না, বরং একজনের যা আছে সেটার দ্বারা হয়।” বিষয়সম্পত্তির চেয়ে আরও মূল্যবান কিছু কি আছে? যদি থাকে, তা হলে সেগুলো কী আর সেগুলো কোন কোন উপকার নিয়ে আসে?