সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

“আপনার গোপন প্রণালীটা কী?”

“আপনার গোপন প্রণালীটা কী?”

“আপনার গোপন প্রণালীটা কী?”

 এই প্রশ্নটা একটা ফাস্ট-ফুড রেস্টুরেন্টে একজন অপরিচিত বয়স্ক ব্যক্তির মুখে শুনে, তিন সন্তানের মা মিউরিয়েল খুব অবাকই হয়েছিলেন। মিউরিয়েল তার সন্তানদেরকে ডাক্তারদের সঙ্গে দেখা করানোর ব্যবস্থা করার জন্য ব্যস্ত থাকায় তার দেরি হয়ে গিয়েছিল। খ্রিস্টীয় সভায় যোগ দেওয়ার আগে বাড়ি ফিরে গিয়ে সন্ধ্যার খাবার খাওয়ার যথেষ্ট সময় তাদের হাতে ছিল না। তাই, তিনি সন্তানদের নিয়ে কাছাকাছি একটা রেস্টুরেন্টে গিয়েছিলেন, যাতে তারা কিছু খেয়ে নিতে পারে।

যখন তারা তাদের খাবার শেষ করতে চলেছে, তখন একজন ভদ্রলোক মিউরিয়েলের কাছে আসেন এবং বলেন: “আপনারা এখানে আসার পর থেকে আমি আপনাদের লক্ষ করছি। আর আমি লক্ষ করেছি যে, আপনার সন্তানদের ও সাধারণত যাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয় তাদের মধ্যে এক বিরাট পার্থক্য রয়েছে। অন্য ছেলেমেয়েরা যেভাবে টেবিল ও চেয়ারগুলো ব্যবহার করে তা আপনার দেখা উচিত। তারা টেবিলের ওপর তাদের পা তুলে রাখে। চেয়ারগুলো চারিদিকে ঠেলাঠেলি করে। কিন্তু, আপনার সন্তানরা খুবই শান্ত ও ভদ্র। আপনার গোপন প্রণালীটা কী?”

মিউরিয়েল উত্তরে বলেছিলেন: “আমার স্বামী ও আমি নিয়মিতভাবে আমাদের সন্তানদের সঙ্গে বাইবেল অধ্যয়ন করি আর আমরা যা শিখি, তা আমাদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করি। আমরা হলাম যিহোবার সাক্ষি।” এতে ভদ্রলোকটি বলেছিলেন: “আমি হলাম যিহুদি এবং নাৎসী হত্যাকাণ্ড থেকে রক্ষাপ্রাপ্ত একজন। জার্মানিতে যিহোবার সাক্ষিদের নির্যাতিত হতে দেখার কথা আমার মনে আছে। এমনকি তখনও তারা উল্লেখযোগ্য হয়ে উঠেছিল। আপনার সন্তানদের আচরণ সত্যিই আমার ওপর ছাপ ফেলেছে। আমি অবশ্যই আপনাদের ধর্মকে মনোযোগপূর্বক পরীক্ষা করে দেখব।”

সন্তান মানুষ করে তোলার ক্ষেত্রে বাইবেল হল এক চমৎকার নির্দেশ-গ্রন্থ। শাস্ত্রে পাওয়া নির্দেশনা থেকে উপকার পেতে অন্যদের সাহায্য করার জন্য যিহোবার সাক্ষিরা খুবই আগ্রহী। নিচের প্রস্তাবটির প্রতি সাড়া দিতে আমরা আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।