উত্তম আচরণ ‘ঈশ্বরের শিক্ষা ভূষিত করে’
উত্তম আচরণ ‘ঈশ্বরের শিক্ষা ভূষিত করে’
রাশিয়ার ক্রেসনিয়ার্স্কের অল্পবয়সী মেয়ে মারিয়া এত ভাল গান গায় যে, তার শিক্ষিকা তাকে স্কুলের গানের দলে অন্তর্ভুক্ত করেন। এর অল্প কিছু পরেই মারিয়া সম্মানজনকভাবে তার শিক্ষিকাদের মধ্যে একজনের কাছে এটা ব্যাখ্যা করার জন্য গিয়েছিল যে, সে নির্দিষ্ট কিছু গান গাইতে পারবে না। কেন? কারণ ধর্মীয় অর্থযুক্ত গানগুলো গাওয়া তার বাইবেলভিত্তিক বিশ্বাসের সঙ্গে দ্বন্দ্বের সৃষ্টি করে। শিক্ষিকা কিছুটা অবাক হয়ে ভাবতে থাকেন, ‘একটা গানের মধ্যে ঈশ্বরের গৌরব করায় কী এমন ভুল থাকতে পারে?’
কেন সে একজন ত্রিত্ব ঈশ্বর সম্বন্ধে কোনো গান গাইতে অস্বীকার করেছিল, তা দেখাতে মারিয়া তার বাইবেল খুলেছিল এবং ব্যাখ্যা করেছিল যে, ঈশ্বর ও যিশু খ্রিস্ট এক ঈশ্বর নয় আর পবিত্র আত্মা হল ঈশ্বরের সক্রিয় শক্তি। (মথি ২৬:৩৯; যোহন ১৪:২৮; প্রেরিত ৪:৩১) মারিয়া বলে: “শিক্ষিকার সঙ্গে আমার সম্পর্ক খারাপ হয়নি। মূলত আমাদের স্কুলে খুব ভাল শিক্ষক-শিক্ষিকা রয়েছে। তারা চায় আমরা যেন অকপট হই।”
স্কুলে থাকাকালীন, মারিয়া তার শিক্ষক-শিক্ষিকা এবং সহপাঠীদের কাছে তার দৃঢ় পদক্ষেপের জন্য শ্রদ্ধা অর্জন করেছে। মারিয়া বলে: “আমার জীবনে বাইবেলের নীতিগুলো আমাকে সাহায্য করেছে। স্কুলের শেষ বছরে আমি সততা ও সুশৃঙ্খলার জন্য একটা পুরস্কার পেয়েছিলাম এবং আমার বাবামাও তাদের মেয়েকে ছেলেবেলায় ভাল শিক্ষা দিয়েছে বলে স্কুল থেকে আনুষ্ঠানিকভাবে একটা ধন্যবাদ পত্র পেয়েছিল।”
মারিয়া ২০০১ সালের ১৮ই আগস্ট বাপ্তিস্ম নিয়েছিল। সে বলে: “আমি খুব খুশি যে, আমি যিহোবার মতো একজন চমৎকার ঈশ্বরকে সেবা করতে পারছি!” পৃথিবীব্যাপী অল্পবয়সী যিহোবার সাক্ষিরা তীত ২:১০ পদের কথাগুলো পূর্ণ করে যেখানে আমরা পড়ি: ‘আমাদের ত্রাণকর্ত্তা ঈশ্বরের শিক্ষা সর্ব্ববিষয়ে ভূষিত করুক।’
[৩২ পৃষ্ঠার চিত্র]
মারিয়া ও তার বাবামা তার বাপ্তিস্মের পর
[৩২ পৃষ্ঠার চিত্র]
ধন্যবাদ পত্র এবং প্রশংসার প্রমাণপত্র