সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

এক বিশেষ উপায়ে জয়লাভ

এক বিশেষ উপায়ে জয়লাভ

এক বিশেষ উপায়ে জয়লাভ

 আপনি কি আপনার বিশ্বাসের জন্য বিরোধিতার মুখোমুখি হন—সম্ভবত কাজের জায়গায়, স্কুলে, পরিবারের মধ্যে অথবা সরকারের দ্বারা চাপানো বাধানিষেধগুলোর কারণে? তা হলে নিরুৎসাহিত হবেন না। যিহোবার সাক্ষিদের অনেকেই এইরকম পরীক্ষার মুখোমুখি হয়েছে কিন্তু তারা জয়ী হয়েছে। এরনা লুডল্ফের উদাহরণটা বিবেচনা করুন।

এরনা ১৯০৮ সালে জার্মানির লুবেকে জন্মগ্রহণ করেন। তার পরিবারের মধ্যে একমাত্র তিনিই যিহোবার সেবা করতেন। ১৯৩৩ সালে, যখন হিটলারের সরকার ক্ষমতায় আসে, তখন যিহোবার সাক্ষিদের জন্য জীবন কঠিন হয়ে উঠে। এরনা হিটলারকে অভিবাদন করতে প্রত্যাখ্যান করায় চাকরির জায়গায় তার সহকর্মীরা জনসমক্ষে তার সমালোচনা করে আর এর ফলে নাৎসিরা তাকে গ্রেপ্তার করে। তিনি আট বছর বিভিন্ন জেলে এবং হামবুর্গ-ফুল্সবুটেল, মোরিংয়েন, লিখটেনবার্গ এবং র্‌যাভেন্সব্রুক কনসেনট্রেশন ক্যাম্পে কাটান। এরনা যখন র্‌যাভেন্সব্রুকে ছিলেন, তখন এমন কিছু ঘটেছিল যার ফলে তিনি জয়লাভ করতে পেরেছিলেন।

এক অদ্বিতীয় পরিচারিকা

অধ্যাপক ফ্রিড্রিখ হল্টস্‌ ও তার স্ত্রী আ্যলিস বার্লিনে বসবাস করত। তারা নাৎসি দলের সদস্য ছিল না এবং এর মতাদর্শকেও সমর্থন করত না। কিন্তু, তারা এক উচ্চপদস্থ এসএস কর্মকর্তার আত্মীয় ছিল, যিনি নির্দিষ্ট কনসেনট্রেশন ক্যাম্পের বন্দিদের দেখাশোনা করার দায়িত্বে ছিলেন। তাই, অধ্যাপক ও তার স্ত্রী যখন ঘরের কাজ করার জন্য একজন পরিচারিকা খুঁজছিল, তখন এই এসএস কর্মকর্তা তাদেরকে একজন মহিলা বন্দিকে বেছে নিতে অনুমতি দেন। এভাবে, একজন পরিচারিকা বেছে নেওয়ার জন্য আ্যলিস ১৯৪৩ সালের মার্চ মাসে র্‌যাভেন্সব্রুকে এসেছিলেন। কাকে তিনি বেছে নিয়েছিলেন? এরনা লুডল্ফকে। এরনা এরপর হল্টস্‌ পরিবারের সঙ্গে বসবাস করতে শুরু করেন, যারা তার সঙ্গে ভাল ব্যবহার করত। যুদ্ধ শেষ হওয়ার পর, তিনি সেই একই পরিবারের সঙ্গে সালে নদীর ধারে হেল শহরে চলে আসেন। সেখানে এরনা আবারও বিরোধিতার মুখোমুখি হন আর সেটা ছিল পূর্ব জার্মানির সমাজতন্ত্র কর্তৃপক্ষদের কাছ থেকে। ১৯৫৭ সালে পরিবারটিকে পশ্চিম জার্মানিতে চলে যেতে বাধ্য করা হয় আর এরনা তাদের সঙ্গে চলে যান। অবশেষে এরনা তার বিশ্বাস অনুশীলন করার জন্য স্বাধীনতা পান।

কীভাবে এরনা এক বিশেষ উপায়ে জয়লাভ করেছিলেন? এরনার উত্তম আচারব্যবহার এবং বাইবেলের বার্তা সম্বন্ধে দক্ষতাপূর্ণ প্রচারের ফলে, আ্যলিস হল্টস্‌ ও তার পাঁচ সন্তান সকলেই যিহোবার বাপ্তাইজিত সাক্ষি হয়। এ ছাড়া, আ্যলিসের ১১ জন নাতি-নাতিনিও সাক্ষি। তাদের মধ্যে দুজন বর্তমানে জার্মানির সেল্টারে যিহোবার সাক্ষিদের শাখা অফিসে সেবা করছে। “বিশেষ করে, এরনার উদাহরণের দরুন আমাদের পরিবারটি সত্যে রয়েছে,” আ্যলিসের এক মেয়ে জুজ্যানে বলেন। এরনার ধৈর্য প্রচুররূপে পুরস্কৃত হয়েছে। আপনার পরিস্থিতি সম্বন্ধে কী বলা যায়? কঠিন পরিস্থিতিগুলোর মধ্যে আপনার বিশ্বস্ততাপূর্ণ ধৈর্যও হয়তো একই রকমের পুরস্কারজনক ফলাফল নিয়ে আসতে পারে। হ্যাঁ, উত্তম আচারব্যবহার এবং দক্ষতাপূর্ণ প্রচার হয়তো আপনাকে এক বিশেষ উপায়ে জয়লাভ করতে সাহায্য করতে পারে। *

[পাদটীকা]

^ এই প্রবন্ধটি যখন প্রকাশ করার জন্য প্রস্তুত করা হচ্ছিল, সেই সময় ৯৬ বছর বয়সে এরনা লুডল্ফ মারা যান। তিনি শেষ পর্যন্ত বিশ্বস্ত ছিলেন।

[৩১ পৃষ্ঠার চিত্র]

হল্টস্‌ পরিবারের সদস্যদের সঙ্গে এরনা লুডল্ফ (বসে আছেন)