এক মর্মান্তিক ঘটনা ঘটে
এক মর্মান্তিক ঘটনা ঘটে
আড়াই বছর বয়সী ওয়েন তার ঘরের বাথরুমে খেলা করছিল। সে কোনোভাবে বেয়ে বেয়ে ওষুধ রাখার একটা ছোট্ট আলমারির কাছে পৌঁছায়, যেটা সে নাগাল পাবে না বলে তার বাবামা ভেবেছিল। সেখানে অনেক ওষুধের মধ্যে সে একটা বোতল পায়, যেটা তাকে আকৃষ্ট করে। সে সেটা খোলে এবং এর ভিতরের তরল পদার্থটুকু খেয়ে ফেলে। মর্মান্তিক ঘটনাটা ঠিক তখনই ঘটে।
সেই বোতলে এক ক্ষতিকর আ্যসিড ছিল আর দুঃখের বিষয় হচ্ছে যে, ছোট্ট ওয়েন মারা যায়। তার বাবামা শোকে দিশেহারা হয়ে পড়ে। তার বাবা পারসি তার গির্জা থেকে সান্ত্বনা পাওয়ার চেষ্টা করেন। “কেন এমনটা হল?” তিনি জিজ্ঞেস করেন। পাদরি উত্তরে বলেছিলেন, “ঈশ্বর স্বর্গে আরেকটা ছোট্ট স্বর্গদূতকে নিয়ে যেতে চেয়েছেন।” দুঃখে ভারাক্রান্ত সেই শোকার্ত বাবা এটাকে সম্পূর্ণভাবে অন্যায় বলে মনে করেছিলেন। ঈশ্বর কি সত্যিই চেয়েছিলেন যাতে এই ধরনের এক মর্মান্তিক ঘটনা ঘটে? প্রচণ্ড মনমরা হয়ে পারসি তার গির্জার সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন।
যা ঘটেছে, সেই বিষয়ে চিন্তা করে পারসি ভেবেছিলেন: ‘আমার ছোট্ট ছেলেটি কি এখনও কষ্ট পাচ্ছে? আমি কি তাকে আর কখনো আবার দেখতে পাব?’
আপনিও হয়তো ভেবেছেন যে, মৃত্যুতে কী হয় এবং ভবিষ্যতে মৃত প্রিয়জনদের সঙ্গে পুনর্মিলিত হওয়া আদৌ সম্ভব হবে কি না। ঈশ্বরের বাক্য বাইবেল এই প্রশ্নগুলোর উত্তর দেয়। এর পাতায় পাতায় সেই সমস্ত ব্যক্তির জন্য স্পষ্ট ও সান্ত্বনাদায়ক উত্তরগুলো রয়েছে, যাদের একইরকম মর্মান্তিক ঘটনাগুলোর অভিজ্ঞতা হয়েছে। এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয়টা হল, এটি এক গৌরবান্বিত প্রত্যাশার বিষয় জানায়, যা ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন আর সেটা হচ্ছে পুনরুত্থান।
এই চমৎকার আশা সম্বন্ধে আরও কিছু জানার জন্য দয়া করে পরের প্রবন্ধটি পড়ুন।