সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল

পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল

পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল

 দ্বিতীয় বিবরণ ১৪:২১ পদে লেখা আছে: “তোমরা স্বয়ংমৃত কোন প্রাণীর মাংস ভোজন করিবে না।” এটা কি লেবীয় পুস্তক ১১:৪০ পদের সঙ্গে পরস্পরবিরোধী, যেখানে লেখা আছে: “যে কেহ তাহার শবের মাংস ভক্ষণ করিবে, সে আপন বস্ত্র ধৌত করিবে, এবং সন্ধ্যা পর্য্যন্ত অশুচি থাকিবে”?

এই দুটো পদ পরস্পরবিরোধী নয়। প্রথম পদটি এমন কোনো মৃত পশুর মাংস না খাওয়ার নিষেধাজ্ঞাটা পুনরাবৃত্তি করে, যেটা হয়তো বন্যপশুদের দ্বারা হত হয়েছে। (যাত্রাপুস্তক ২২:৩১; লেবীয় পুস্তক ২২:৮) আর দ্বিতীয় পদটি ব্যাখ্যা করে যে, একজন ইস্রায়েলীয় যদি সম্ভবত দুর্ঘটনাক্রমে সেই নিষেধাজ্ঞা অমান্য করে ফেলতেন, তা হলে তাকে অবশ্যই কী করতে হতো।

আসলে, ব্যবস্থায় কোনোকিছু নিষিদ্ধ থাকার মানে এই ছিল না যে, সেই নিষেধাজ্ঞাকে কখনো উপেক্ষা করা হতো না। উদাহরণস্বরূপ, চুরি করা, হত্যা করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া এবং আরও অন্যান্য বিষয়ের বিরুদ্ধে অনেক আইন ছিল। একই সময়ে, সেই ঈশ্বরদত্ত আইনগুলো লঙ্ঘন করার কারণে শাস্তিও ছিল। এই ধরনের শাস্তি আইনগুলোকে জোরদার করত এবং দেখাত যে, সেগুলো কতটা গুরুতর ছিল।

যে-ব্যক্তি মৃত পশুর মাংস ভোজন করার নিষেধাজ্ঞা লঙ্ঘন করতেন, তিনি যিহোবার চোখে অশুচি থাকতেন এবং শুচি হওয়ার জন্য তাকে সঠিক প্রক্রিয়া পালন করতে হতো। তিনি যদি নিজেকে সঠিকভাবে শুচি করতে ব্যর্থ হতেন, তা হলে তাকে ‘আপন অপরাধ বহন করিতে’ হতো।—লেবীয় পুস্তক ১৭:১৫, ১৬.