সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

“তারা আপোশ করেনি”

“তারা আপোশ করেনি”

“তারা আপোশ করেনি”

 যিশু তাঁর শিষ্যদের বলেছিলেন, “ধন্য [“সুখী,” বাংলা জুবিলী বাইবেল] তোমরা, যখন লোকে আমার জন্য তোমাদিগকে নিন্দা ও তাড়না করে, এবং মিথ্যা করিয়া তোমাদের বিরুদ্ধে সর্ব্বপ্রকার মন্দ কথা বলে।”। (মথি ৫:১১) আজকে যিহোবার সাক্ষিরা সুখী কারণ খ্রিস্টের শিক্ষা ও উদাহরণের সঙ্গে মিল রেখে, তারা এমনভাবে থাকে যেন “জগতের নয়” এবং তারা সব ধরনের পরিস্থিতিতে দৃঢ়ভাবে রাজনৈতিক নিরপেক্ষতা ও ঈশ্বরের প্রতি নীতিনিষ্ঠা বজায় রাখে।—যোহন ১৭:১৪; মথি ৪:৮-১০.

প্রাক্তন সোভিয়েত ইউনিয়নে যিহোবার সাক্ষিরা, যার অন্তর্ভুক্ত এস্টোনিয়ায় যারা রয়েছে তারাও, যে-আপোশহীন পদক্ষেপ নিয়েছিল, সেই সম্বন্ধে লুথারিয়ান ঈশ্বরতত্ত্ববিদ ও বাইবেল অনুবাদক টম্যাস পল, কিরিক কেসেট কিউলা (গ্রামের কেন্দ্রে অবস্থিত গির্জা) নামে তার বইয়ে লেখেন: “১৯৫১ সালের ১লা এপ্রিল ভোরবেলায় কী ঘটেছিল সেই সম্বন্ধে খুব কম লোকই শুনেছে। যিহোবার সাক্ষি ও তাদের সমর্থনকারীদের পাঠিয়ে দিতে এক অভিযানের পরিকল্পনা করা হয়েছিল—সর্বমোট ২৭৯ জন ব্যক্তিকে বন্দি করে সাইবেরিয়াতে নির্বাসিত করা হয়েছিল . . . নির্বাসন ও শাস্তি এড়ানোর জন্য তাদেরকে বিশ্বাস অস্বীকার করে একটি ছাপানো ফর্মে স্বাক্ষর করার সুযোগ দেওয়া হয়েছিল। . . . পূর্বে গ্রেপ্তারকৃত ব্যক্তিরাসহ ৩৫৩ জনকে জেলে ভরা হয়েছিল, যাদের মধ্যে কমপক্ষে ১৭১ জন শুধুমাত্র তাদের মণ্ডলীর সঙ্গে মেলামেশা করত। তারা আপোশ করেনি—এমনকি সাইবেরিয়াতেও। . . . [এস্টোনিয়ান লুথারিয়ান] গির্জার খুব অল্প সদস্যেরই যিহোবার সাক্ষিদের মতো একই ধরনের বিশ্বাস ছিল।”

সারা পৃথিবীর যিহোবার সাক্ষিরা তাড়না সত্ত্বেও, বিশ্বস্ত ও বাধ্য থাকতে সাহায্য পাওয়ার জন্য ঈশ্বরের ওপর নির্ভর করে। তাদের বিশ্বস্তার পুরস্কার প্রচুর তা জেনে তারা আনন্দিত।—মথি ৫:১২.