সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

এক দীর্ঘ যাত্রা পুরস্কৃত হয়

এক দীর্ঘ যাত্রা পুরস্কৃত হয়

এক দীর্ঘ যাত্রা পুরস্কৃত হয়

 কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র থেকে দুজন আপন বোন সম্বন্ধে এই রিপোর্টটা আসে, যারা লিসালাতে “ঈশ্বরকে গৌরব প্রদান করুন” জেলা সম্মেলনে যোগদান করার জন্য এক যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের মধ্য দিয়ে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। সম্মেলনে আধ্যাত্মিক নির্দেশনা এবং খ্রিস্টীয় সাহচর্য থেকে উপকৃত হওয়ার আশা করা ছাড়াও, তারা যিহোবার সাক্ষিদের কিনশাসার শাখা অফিস থেকে আসা প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করার জন্যও সানন্দে অপেক্ষা করে ছিল। সেই দেশে গৃহযুদ্ধের দরুন, তারা বেশ কয়েক বছর ধরে শাখা অফিস থেকে কাউকে আসতে দেখেনি আর এই কারণে তারা এই সুযোগের সদ্ব্যবহার করতে চেয়েছিল।

গাছের গুঁড়ি দিয়ে তৈরি একটা ছোট্ট নৌকা বা ডোঙায় যাত্রা করে এই দুই বোন নিজেদের অঞ্চল বাসেনকুসু থেকে লিসালায় গিয়েছিল, যেটা জঙ্গল ও সেইসঙ্গে দুটো নদীর মধ্যে দিয়ে প্রায় ৩০০ কিলোমিটারের যাত্রাপথ ছিল। এই পথ পাড়ি দিতে তাদের তিন সপ্তাহ লেগে গিয়েছিল। যেহেতু তারা উভয়েই পূর্ণসময়ের পরিচারিকা ছিল, যথাক্রমে ৩ বছর এবং ১৯ বছর ধরে সেবা করে চলছিল, তাই তারা রাজ্যের সুসমাচার ছড়িয়ে দেওয়ার জন্য তাদের যাত্রাপথের সুযোগের সদ্ব্যবহার করেছিল। রাস্তায় যাদের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়েছিল, তাদের কাছে তারা প্রায় ১১০ ঘন্টা প্রচার করেছিল, ২০০টি ট্র্যাক্ট ও ৩০টি পত্রিকা অর্পণ করেছিল।

জলহস্তী ও কুমিরে ভরা নদীর মধ্যে দিয়ে তাদের নৌযাত্রা করতে হয়েছিল, যা সেই অঞ্চলে সাধারণ ব্যাপার ছিল। তারা রাতের বেলা নদীতে যাত্রা করতে পারেনি—সন্ধ্যের পর কেউ নৌযাত্রা করে না! এ ছাড়া, তাদেরকে অনেক সামরিক চেকপয়েন্টও পার হতে হয়েছিল।

যদিও এটা খুবই দীর্ঘ ও ক্লান্তিকর এক যাত্রা ছিল কিন্তু সেই প্রচেষ্টা করতে পেরে বোনেরা আনন্দিত হয়েছিল। সম্মেলনের জন্য লিসালাতে উপস্থিত হতে পেরে উভয়েই খুবই কৃতজ্ঞ ও আনন্দিত হয়েছিল। সত্যের জন্য তাদের হৃদয় উদ্দীপিত হয়েছিল আর তারা উপস্থিত ৭,০০০ জন ভাইবোনের সাহচর্যে উৎসাহিত হয়েছিল। সম্মেলনের পর, বাড়ি ফেরার পথেও তারা একই প্রতিদ্বন্দ্বিতাগুলোর মুখোমুখি হয়েছিল, যেখানে গিয়ে তারা তাদের পরিবারকে নিরাপদ ও অক্ষত অবস্থায় দেখতে পেয়েছিল।