সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

বাইবেলের প্রতি দেখানো আগ্রহ প্রশংসিত হয়

বাইবেলের প্রতি দেখানো আগ্রহ প্রশংসিত হয়

বাইবেলের প্রতি দেখানো আগ্রহ প্রশংসিত হয়

 ইতালির দক্ষিণে, মারিয়ানা নামে একজন যিহোবার সাক্ষির বয়স ১৮ বছর এবং সে হাইস্কুলের শেষ বছরে পড়ছে। অন্যান্য কিছু অল্পবয়সী সাক্ষির মতো সেও একই স্কুলে পড়ে।

“কয়েক বছর ধরে” মারিয়ানা লেখে, “আমরা কয়েক জন বিরতির সময় প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করা পুস্তিকাটি থেকে সেই দিনের বাইবেলের পদটি পড়ে থাকি। একমাত্র যে-জায়গায় আমরা তা করতে পারি সেটা হচ্ছে, শিক্ষক-শিক্ষিকাদের রুমের পাশে একটা বারান্দায়। জায়গাটা তেমন শান্ত ছিল না। শিক্ষক-শিক্ষিকাদের অনেকেই সেখান দিয়ে পাশ কাটিয়ে যাওয়ার সময় আমাদের দেখত এবং আমরা কী করছি, তা দেখার জন্য কয়েক জন সেখানে দাঁড়িয়ে পড়ত। এটা প্রায়ই আমাদেরকে তাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার সুযোগ করে দিয়েছে। গড়ে, প্রতিদিন একজন শিক্ষক দাঁড়িয়ে কথা বলতেন। বেশ কয়েক জন, বাইবেলের পদটির ওপর করা আমাদের আলোচনা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছে এবং সাক্ষি হিসেবে আধ্যাত্মিক বিষয়গুলোর প্রতি দেখানো আমাদের আগ্রহের প্রশংসা করেছে। একদিন, সহকারী অধ্যক্ষ শিক্ষক-শিক্ষিকাদের রুমে আলোচনা করার জন্য আমাদেরকে আমন্ত্রণ জানান।

“আমরা কোথায় বসে শাস্ত্রপদটি আলোচনা করি সেটা দেখে আমার শিক্ষক, অধ্যক্ষের কাছে অনুমতি চেয়েছিলেন যে, আমরা কোনো একটা ক্লাসরুমে তা করতে পারি কি না, যেখানে পরিবেশ আরও শান্ত। অধ্যক্ষ অনুমতি দিয়েছিলেন এবং আমরা যে-উত্তম উদাহরণ স্থাপন করেছি, সেটার জন্য পুরো ক্লাসের মাঝে আমার শিক্ষক আমাদের প্রশংসা করেছিলেন। যিহোবা আমাদেরকে যে-বিরাট সুযোগ দিয়েছেন, সেটার জন্য আমরা সকলে খুবই আনন্দিত।”