বধির ব্যক্তিদের তারা সুসমাচার জানায়
বধির ব্যক্তিদের তারা সুসমাচার জানায়
“তারা আপনাদের মধ্যে আধ্যাত্মিকতাকে জাগিয়ে তুলেছে!” মাদ্রিদের নাভালকারনেরোর একটা বৃদ্ধাশ্রমের পরিচালক সম্প্রতি তার কেন্দ্রে যিহোবার সাক্ষিদের সাক্ষাৎ সম্বন্ধে এভাবেই বর্ণনা করেছিলেন। কোন বিষয়টা তাকে এই কথা বলতে প্রণোদিত করেছিল?
রোজাস ডেল কামিনো কেন্দ্রের কয়েক জন বাসিন্দা বধির। কিন্তু, যেহেতু সাক্ষিরা স্প্যানিশ সাংকেতিক ভাষা শেখার জন্য প্রচেষ্টা করেছিল, তাই তারা এই বাসিন্দাদের সঙ্গে ভাববিনিময় করতে পেরেছিল। যাদের প্রয়োজন রয়েছে, তাদেরকে আধ্যাত্মিক মূল্যবোধ সম্বন্ধে শিক্ষা দেওয়ার জন্য বিনামূল্যে নিজেদের সময় ব্যয় করার কারণে সেখানকার পরিচালক সাক্ষিদের প্রশংসা করেছিলেন। তিনি বাসিন্দাদের ওপর রাজ্যের সুসমাচারের শিক্ষার অনুকূল প্রভাব লক্ষ করেছিলেন। আর সেখানকার বাসিন্দারা—বিশেষ করে শ্রবণ অথবা দৃষ্টি প্রতিবন্ধীরাও—সাক্ষিদের সাক্ষাৎকে অত্যন্ত মূল্যবান মনে করেছিল।
ইয়োলোহিও নামে একজন অন্ধ ও বধির বাসিন্দা এখন যিহোবার সাক্ষিদের সঙ্গে বাইবেল অধ্যয়ন করছেন। একদিন অধ্যয়ন চলাকালে, একজন বয়স্ক ব্যক্তি কাছে এসেছিলেন এবং সেই সাক্ষিকে একটা কবিতা দিয়েছিলেন, যেটা সেখানকার বাসিন্দারা তাদের কৃতজ্ঞতার অভিব্যক্তি হিসেবে রচনা করেছিল। কবিতার নাম ছিল “একজন সাক্ষি হওয়ার জন্য।” এটার কিছু অংশ এভাবে বলেছিল: “তারা এক উত্তম, সুশৃঙ্খল জীবনযাপন করে এবং যিহোবার কাছ থেকে আনন্দদায়ক প্রজ্ঞা অর্জন করে। তারা বার বার ঘরে ঘরে সাক্ষাৎ করে কারণ তারা যিহোবার ওপর নির্ভর করে।”
নির্দিষ্টভাবে বললে যিহোবার প্রতি এই নির্ভরতাই পৃথিবীব্যাপী অনেক সাক্ষিকে তাদের দেশের বধির লোকেদের ভাষা শিখতে পরিচালিত করেছে। এভাবে তারা এই ধরনের ব্যক্তিদের বাইবেলের উৎসাহজনক আশার বার্তা জানায়।