সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আরমাগিদোন—এক বিপর্যয়মূলক ধ্বংস?

আরমাগিদোন—এক বিপর্যয়মূলক ধ্বংস?

আরমাগিদোন—এক বিপর্যয়মূলক ধ্বংস?

 আরমাগিদোন! এই শব্দটি কি আপনার মনে গণধ্বংস অথবা এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে বিশ্বব্রহ্মাণ্ড পুড়ে যাওয়ার চিত্র তুলে ধরে? “আরমাগিদোন” শব্দটির মতো বাইবেলের অল্প কয়েকটা অভিব্যক্তিই, পৃথিবীর অনেক জায়গার লোকেদের রোজকার কথাবার্তার অংশ হয়ে উঠেছে। মানুষের সামনে যে-অন্ধকারময় ভবিষ্যৎ রয়েছে, তা বর্ণনা করার জন্য এই শব্দটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে এসেছে। বিনোদন জগৎ আসন্ন “আরমাগিদোন” সম্বন্ধে লোকেদের কল্পনাকে ভয়ংকর ভয়ংকর দৃশ্য দিয়ে পূর্ণ করেছে। শব্দটি রহস্য এবং ভুল ধারণার দ্বারা আচ্ছাদিত। যদিও এই শব্দটির অর্থ সম্বন্ধে অনেক রকম ধারণা প্রচলিত রয়েছে কিন্তু এগুলোর মধ্যে বেশির ভাগই বাইবেল—এই অভিব্যক্তিটির উৎস—আরমাগিদোন সম্বন্ধে যা শিক্ষা দেয়, সেটার সঙ্গে মিল রাখে না।

যেহেতু বাইবেল আরমাগিদোনকে “জগতের শেষ পরিণামের” সঙ্গে যুক্ত করে, তাই আপনি কি একমত হবেন না যে শব্দটির প্রকৃত অর্থ কী, সেই বিষয়ে এক স্পষ্ট বোধগম্যতা থাকা অতি গুরুত্বপূর্ণ? (মথি ২৪:৩, বাংলা জুবিলী বাইবেল) আর আরমাগিদোনের বৈশিষ্ট্য সম্বন্ধে এবং এটা আপনার ও আপনার পরিবারের জন্য কী অর্থ রাখে সেই সম্বন্ধে উত্তর খুঁজে পেতে, সত্যের পরম উৎস ঈশ্বরের বাক্যের সাহায্য নেওয়াই কি যুক্তিসংগত হবে না?

এই ধরনের এক পরীক্ষা দেখাবে যে, এক বিপর্যয়মূলক ধ্বংস আনার বিপরীতে আরমাগিদোন সেই ব্যক্তিদের জন্য এক আনন্দময় সূচনার সূত্রপাত করবে, যারা এক ধার্মিক নতুন জগতে বেঁচে থাকার ও সমৃদ্ধি লাভের আকাঙ্ক্ষা করে। পরবর্তী অধ্যায়ে আরমাগিদোনের প্রকৃত অর্থের আলোচনা বিবেচনা করলে আপনি এই গুরুত্বপূর্ণ শাস্ত্রীয় সত্য সম্বন্ধে স্পষ্ট বোধগম্যতা অর্জন করার দ্বারা পুরস্কৃত হবেন।

[৩ পৃষ্ঠার বাক্স/চিত্র]

আরমাগিদোন সম্বন্ধে আপনার ধারণা কী?

এক পারমাণবিক ধ্বংস

এক পরিবেশগত দুর্যোগ

পৃথিবীর সঙ্গে গ্রহ-নক্ষত্রের এক সংঘর্ষ

দুষ্টতার বিরুদ্ধে ঐশিক ধ্বংস