সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আপনি কি মনে করতে পারেন?

আপনি কি মনে করতে পারেন?

আপনি কি মনে করতে পারেন?

 আপনি কি গত কয়েক মাসের প্রহরীদুর্গ পত্রিকাগুলো মন দিয়ে পড়েছেন? যদি পড়ে থাকেন, তা হলে দেখুন আপনি নীচের এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন কি না:

কেন প্রথম পাপকে—আদমের অবাধ্যতাকে—এক বংশগত রোগের মতো বলা যেতে পারে?

এটা এক রোগের মতো কারণ আদম তার বংশধরদের মধ্যে অসিদ্ধতা দিয়েছিল। এভাবে আমরা বংশানুক্রমে পাপের ত্রুটি পেয়েছি, ঠিক যেমন কিছু ছেলেমেয়ে তাদের বাবামার কাছ থেকে বংশানুক্রমে কোনো রোগ পেয়ে থাকে।—৮/১৫, পৃষ্ঠা ৫.

আজকে দৌরাত্ম্য বৃদ্ধি পাওয়ার মূল কারণগুলো কী?

শয়তান হৃদয়ে দৌরাত্ম্যের মনোভাব বপন করার মাধ্যমে লোকেদেরকে যিহোবার কাছ থেকে সরিয়ে নিতে চাইছে যেমন চলচ্চিত্র, গানবাজনা ও কম্পিউটার গেইমসের মাধ্যমে, যেগুলো খেলোয়াড়দের মধ্যে নিষ্ঠুরতা ও হত্যা করার মনোভাব জাগিয়ে তোলে। প্রচার মাধ্যমে দেখানো দৌরাত্ম্য বিভিন্ন ধরনের দৌরাত্ম্যমূলক কাজের কারণ হয়েছে।—৯/১, পৃষ্ঠা ২৯.

পন্তীয় পীলাত কে ছিলেন?

তিনি নিম্ন পদমর্যাদার একজন রোমীয় অধিকারী ছিলেন, যিনি সম্ভবত সামরিক বাহিনীতে ছিলেন। রোমীয় সম্রাট তিবিরিয় সা.কা. ২৬ সালে পীলাতকে যিহূদিয়া প্রদেশের দেশাধ্যক্ষ হিসেবে নিযুক্ত করেছিলেন। যিশুর বিচারের সময়, পীলাত যিহুদি নেতাদের দ্বারা করা অভিযোগগুলো শুনেছিলেন। তিনি জনতাকে খুশি করতে যিশুর মৃত্যুদণ্ডকে অনুমোদন করেছিলেন।—৯/১৫, পৃষ্ঠা ১০-১২.

মথি ২৪:৩ পদে উল্লেখিত “চিহ্ন” কী?

এই চিহ্নটা কয়েকটা দিক নিয়ে গঠিত, যেগুলো একত্রে যিশুর উপস্থিতির সময়কে শনাক্ত করে। এই চিহ্নের মধ্যে রয়েছে যুদ্ধ, দুর্ভিক্ষ, মহামারী ও ভূমিকম্প এবং এটা তাঁর অনুসারীদের তাঁর ‘আগমন’ বা উপস্থিতিকে ও সেইসঙ্গে ‘যুগান্ত’ বা বিধিব্যবস্থার শেষকে বুঝতে সমর্থ করবে।—১০/১, পৃষ্ঠা ৪-৫.

ডায়াস্পোরা কী ছিল এবং কোন এলাকাগুলো এর অন্তর্ভুক্ত ছিল?

এই শব্দটি প্যালেস্টাইনের বাইরে যিহুদিদের বিচ্ছিন্ন বসতিকে বোঝায়। প্রথম শতাব্দীতে, যিহুদিদের প্রধান কেন্দ্র ছিল সুরিয়া, এশিয়া মাইনর, বাবিল এবং মিশর ও রোমীয় সাম্রাজ্যের মধ্যে ইউরোপের অংশে কিছু যিহুদি সমাজ।—১০/১৫, পৃষ্ঠা ১২.

একজন খ্রিস্টান যদি অস্ত্র বহন করতে হবে এমন একটা চাকরি নেন, তা হলে তিনি কি এক সৎ বিবেক বজায় রাখতে পারেন?

আগ্নেয়াস্ত্র বা অন্য কোনো অস্ত্র বহন করতে হবে এমন একটা চাকরি কেউ করবে কি না, তা ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু, সশস্ত্র চাকরিতে যদি একজন ব্যক্তি অস্ত্র ব্যবহার করেন, তা হলে সেটা তাকে রক্তপাতের দোষে দোষী হওয়ার সম্ভাবনার মুখোমুখি করে এবং কোনো আক্রমণের কারণে বা প্রতিহিংসাপরায়ণ হয়ে আহত হওয়ার বা মৃত্যুর ঝুঁকিতে ফেলে দিতে পারে। এই ধরনের কোনো অস্ত্র বহনকারী একজন খ্রিস্টান মণ্ডলীতে বিশেষ সুযোগের জন্য যোগ্য হবেন না। (১ তীমথিয় ৩:৩, ১০)—১১/১, পৃষ্ঠা ৩১.

“আরমাগিদোন” শব্দটি যেহেতু “মগিদ্দো পর্বত” এই অভিব্যক্তি থেকে নেওয়া হয়েছে, তাই মধ্যপ্রাচ্যের কোনো পাহাড়ে কি এই আরমাগিদোন যুদ্ধ সংঘটিত হবে?

না। মগিদ্দো পর্বতের কোনো অস্তিত্ব নেই, পার্শ্ববর্তী ইস্রায়েলের উপত্যকায় শুধুমাত্র এক উঁচু টিলা রয়েছে। এই এলাকা “পৃথিবীর” সকল ‘রাজগণ ও তাহাদের সৈন্যগণকে’ একত্রিত করার মতো যথেষ্ট বড় নয়। ঈশ্বরের মহাযুদ্ধ হবে সারা পৃথিবী জুড়ে এবং এটা সমস্ত যুদ্ধকে শেষ করবে। (প্রকাশিত বাক্য ১৬:১৪, ১৬; ১৯:১৯; গীতসংহিতা ৪৬:৮, ৯)—১২/১, পৃষ্ঠা ৪-৭.