এখনই চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার সময়
এখনই চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার সময়
“তোমরা কত কাল দুই নৌকায় পা দিয়া থাকিবে?”—১ রাজাবলি ১৮:২১.
১. কী আমাদের সময়কে অতীতের সময় থেকে অনেক আলাদা করে তোলে?
আপনি কি বিশ্বাস করেন যে, যিহোবাই হলেন একমাত্র সত্যময় ঈশ্বর? আপনি কি এও বিশ্বাস করেন যে, বাইবেলের ভবিষ্যদ্বাণীগুলো আমাদের সময়কে শয়তানের দুষ্ট বিধিব্যবস্থার ‘শেষ কাল’ বলে চিহ্নিত করে। (২ তীমথিয় ৩:১) যদি করে থাকেন, তা হলে নিশ্চিতভাবেই এই বিষয়ে আপনি একমত হবেন যে, অন্য যেকোনো সময়ের চেয়ে এখনই চূড়ান্ত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। মানব ইতিহাসে আর কখনো এত মানুষের জীবন ঝুঁকির মুখে ছিল না।
২. রাজা আহাবের রাজত্বকালে ইস্রায়েলের দশ বংশের রাজ্যে কী ঘটেছিল?
২ সাধারণ কাল পূর্ব দশম শতাব্দীতে, ইস্রায়েল জাতির খুবই গুরুতর এক সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয়েছিল। তারা কার সেবা করবে? রাজা আহাব তার পৌত্তলিক স্ত্রী ঈষেবলের দ্বারা প্রভাবিত হয়ে, ইস্রায়েলের দশ বংশের রাজ্যে বাল উপাসনাকে উন্নীত করেছিলেন। বাল ছিল উর্বরতার দেবতা, যে বৃষ্টি এবং প্রচুর শস্য জোগাত বলে মনে করা হতো। অনেক বাল উপাসক হয়তো তাদের দেবতার প্রতিমার দিকে চুম্বন ছুঁড়ে দিত অথবা এর সামনে প্রণিপাত করত। বালকে তাদের শস্য এবং পশুপালের ওপর আশীর্বাদ করতে প্ররোচিত করানোর জন্য বাল উপাসকরা মন্দিরের বেশ্যাদের সঙ্গে যৌন ধর্মানুষ্ঠানগুলোতে অংশ নিত। এ ছাড়া, রক্তের ধারা নির্গত করার জন্য নিজেদের ক্ষতবিক্ষত করার প্রথাও তাদের মধ্যে ছিল।—১ রাজাবলি ১৮:২৮.
৩. ঈশ্বরের লোকেদের ওপর বাল উপাসনার কোন প্রভাব ছিল?
৩ প্রায় ৭,০০০ ইস্রায়েলীয়ের এক অবশিষ্টাংশ এই প্রতিমাপূজারূপ, অনৈতিক ও দৌরাত্ম্যপূর্ণ উপাসনায় অংশগ্রহণ করতে প্রত্যাখ্যান করেছিল। (১ রাজাবলি ১৯:১৮) তারা যিহোবা ঈশ্বরের সঙ্গে তাদের চুক্তির সম্পর্কের প্রতি অনুগতভাবে লেগে ছিল আর এই কারণে তারা তাড়িত হয়েছিল। উদাহরণস্বরূপ, রানি ঈষেবল যিহোবার অনেক ভাববাদীকে হত্যা করেছিলেন। (১ রাজাবলি ১৮:৪, ১৩) এই কঠিন পরিস্থিতির কারণে, অধিকাংশ ইস্রায়েলীয় যিহোবা এবং বাল উভয়কেই খুশি করার প্রচেষ্টায় আন্তধর্মীয় বিশ্বাস পালন করত। কিন্তু, যিহোবার কাছ থেকে সরে গিয়ে কোনো মিথ্যা দেবতার উপাসনা করা একজন ইস্রায়েলীয়র জন্য ছিল ধর্মভ্রষ্টতা। যিহোবা ইস্রায়েলীয়দের আশীর্বাদ করবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন, যদি তারা তাঁকে ভালবাসে এবং তাঁর আজ্ঞাগুলো পালন করে। কিন্তু তিনি তাদেরকে সাবধান করে দিয়েছিলেন যে, তারা যদি তাঁকে “স্বগৌরব [“একাগ্র ভক্তি,” NW]” দিতে ব্যর্থ হয়, তা হলে তাদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হবে।—দ্বিতীয় বিবরণ ৫:৬-১০; ২৮:১৫, ৬৩.
৪. খ্রিস্টানদের মধ্যে কী হবে বলে যিশু এবং তাঁর প্রেরিতরা ভবিষ্যদ্বাণী করেছিল এবং কীভাবে তা পরিপূর্ণ হয়েছে?
৪ আজকে খ্রিস্টীয়জগতের মধ্যেও একই পরিস্থিতি বিদ্যমান। গির্জার সদস্যরা নিজেদের খ্রিস্টান বলে দাবি করে ঠিকই কিন্তু তাদের ছুটির দিনগুলো, আচরণ এবং বিশ্বাস বাইবেলের শিক্ষাগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ঈষেবলের মতো খ্রিস্টীয়জগতের পাদরিশ্রেণী যিহোবার সাক্ষিদের তাড়না করায় নেতৃত্ব দিচ্ছে। যুদ্ধগুলোকে সমর্থন করার এবং এভাবে অগণিত লক্ষ লক্ষ গির্জার সদস্যদের মৃত্যুর জন্য দায়ী হওয়ার বিষয়ে খ্রিস্টীয়জগতের পাদরিশ্রেণীর দীর্ঘ ইতিহাস রয়েছে। জাগতিক সরকারগুলোর এই ধরনের ধর্মীয় সমর্থনকে বাইবেলে আধ্যাত্মিক ব্যভিচার হিসেবে শনাক্ত করা হয়েছে। (প্রকাশিত বাক্য ১৮:২, ৩) অধিকন্তু, খ্রিস্টীয়জগৎ এমনকি পাদরিশ্রেণীর মধ্যেও আক্ষরিক ব্যভিচারকে দিন দিন প্রশ্রয় দিয়ে চলছে। যিশু খ্রিস্ট এবং তাঁর প্রেরিতরা এই ব্যাপক ধর্মভ্রষ্টতা সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করেছিল। (মথি ১৩:৩৬-৪৩; প্রেরিত ২০:২৯, ৩০; ২ পিতর ২:১, ২) খ্রিস্টীয়জগতের একশো কোটিরও বেশি অনুগামীদের চূড়ান্ত পরিণতি কী হবে? আর এই ব্যক্তিদের এবং অন্যান্য সকলে যারা মিথ্যা ধর্মের দ্বারা বিপথে চালিত হয়েছে, তাদের প্রতি যিহোবার সত্য উপাসকদের কোন দায়িত্ব রয়েছে? যে-নাটকীয় ঘটনাগুলো ‘ইস্রায়েলের মধ্য হইতে বালকে উচ্ছিন্ন করিতে’ পরিচালিত করেছিল, সেগুলো পরীক্ষা করার মাধ্যমে আমরা এই প্রশ্নের এক স্পষ্ট উত্তর পাই।—২ রাজাবলি ১০:২৮.
ঈশ্বরের বিপথগামী লোকেদের প্রতি তাঁর প্রেম
৫. কীভাবে যিহোবা তাঁর বিপথগামী লোকেদের প্রতি প্রেমময় চিন্তা দেখিয়েছিলেন?
৫ যিহোবা ঈশ্বর সেই ব্যক্তিদের শাস্তি দিয়ে একটুও আনন্দ পান না, যারা তাঁর প্রতি অবিশ্বস্ত হয়ে পড়ে। একজন প্রেমময় পিতা হিসেবে তিনি চান যেন দুষ্ট ব্যক্তিরা অনুতপ্ত হয় এবং তাঁর কাছে ফিরে আসে। (যিহিষ্কেল ১৮:৩২; ২ পিতর ৩:৯) এর প্রমাণ হল, আহাব এবং ঈষেবলের সময়ে যিহোবা তাঁর লোকেদের বাল উপাসনার পরিণতিগুলো সম্বন্ধে সাবধান করার জন্য অনেক ভাববাদীকে ব্যবহার করেছিলেন। এলিয় ছিলেন তাদের মধ্যে একজন। চরম অনাবৃষ্টির পরে, যে-সম্বন্ধে আগেই ঘোষণা করা হয়েছিল, এলিয় রাজা আহাবকে ইস্রায়েলীয় এবং বাল উপাসকদের কর্মিল পর্বতে একত্রিত করার কথা বলেছিলেন।—১ রাজাবলি ১৮:১, ১৯.
৬, ৭. (ক) কীভাবে এলিয় ইস্রায়েলের ধর্মভ্রষ্টতার মূল কারণ প্রকাশ করেছিলেন? (খ) বালের ভাববাদীরা কী করেছিল? (গ) এলিয় কী করেছিলেন?
৬ ওই সভা যিহোবার সেই যজ্ঞবেদির পাশে করা হয়েছিল, যা সম্ভবত ঈষেবলকে খুশি করার জন্য “ভগ্ন” করা হয়েছিল। (১ রাজাবলি ১৮:৩০) দুঃখের বিষয় যে, উপস্থিত ইস্রায়েলীয়রা নিশ্চিত ছিল না যে, কে—যিহোবা নাকি বাল—অত্যাবশ্যক বৃষ্টি বর্ষানোর জন্য সবচেয়ে ভাল অবস্থানে রয়েছে। বালের প্রতিনিধি ছিল ৪৫০ জন ভাববাদী আর অন্যদিকে এলিয় ছিলেন একমাত্র ভাববাদী, যিনি যিহোবাকে প্রতিনিধিত্ব করছিলেন। তাদের মূল সমস্যাকে তুলে ধরে, এলিয় লোকেদের জিজ্ঞেস করেছিলেন: “তোমরা কত কাল দুই নৌকায় পা দিয়া থাকিবে?” এরপর, এমনকি আরও সহজ ভাষায় তিনি বিচার্য বিষয়টা তাদের সামনে রেখেছিলেন: “সদাপ্রভু যদি ঈশ্বর হন, তবে তাঁহার অনুগামী হও; আর বাল যদি ঈশ্বর হয়, তবে তাহার অনুগামী হও।” দ্বিধাগ্রস্ত ইস্রায়েলীয়দের যিহোবাকে একাগ্র ভক্তি দেওয়ার জন্য উদ্দীপিত করতে এলিয় এক পরীক্ষার প্রস্তাব দেন, যা দেখাবে যে কে সত্যময় ঈশ্বর। বলিদানের জন্য দুটো বৃষ বধ করা হয়, একটা যিহোবার জন্য এবং অন্যটা বালের জন্য। সত্যময় ঈশ্বর তাঁর বলি অগ্নি দ্বারা গ্রাস করবেন। বাল উপাসকরা তাদের বলি প্রস্তুত করে এবং এরপর ঘন্টার পর ঘন্টা বলতে থাকে, “হে বাল, আমাদিগকে উত্তর দেও।” এলিয় যখন তাদেরকে বিদ্রূপ করেন, তখন তারা রক্তের ধারা বয়ে না যাওয়া পর্যন্ত নিজেদের ক্ষতবিক্ষত করে এবং উচ্চস্বরে চিৎকার করতে থাকে। কিন্তু, কোনো উত্তর পাওয়া যায়নি।—১ রাজাবলি ১৮:২১, ২৬-২৯.
৭ এরপর এলিয়ের পালা আসে। প্রথমে তিনি যিহোবার যজ্ঞবেদি মেরামত করেন এবং বৃষের টুকরোগুলোকে সেটার ওপর রাখেন। এরপর, তিনি সেই বলির ওপর বড় বড় চার জালা জল ঢালার আদেশ দেন। এভাবে তিনবার করা হয়, যতক্ষণ পর্যন্ত না যজ্ঞবেদির চারপাশের প্রণালী জল দিয়ে পূর্ণ হয়ে যায়। এরপর এলিয় প্রার্থনা করেন: “হে সদাপ্রভু, অব্রাহামের, ইস্হাকের ও ইস্রায়েলের ঈশ্বর, অদ্য জানাইয়া দেও যে, ইস্রায়েলের মধ্যে তুমিই ঈশ্বর, এবং আমি তোমার দাস, ও তোমার বাক্যানুসারেই এই সকল কর্ম্ম করিলাম। হে সদাপ্রভু, আমাকে উত্তর দেও, আমাকে উত্তর দেও; যেন এই লোকেরা জানিতে পারে যে, হে সদাপ্রভু, তুমিই ঈশ্বর, এবং তুমিই ইহাদের হৃদয় ফিরাইয়া আনিয়াছ।”—১ রাজাবলি ১৮:৩০-৩৭.
৮. কীভাবে ঈশ্বর এলিয়ের প্রার্থনার উত্তর দিয়েছিলেন এবং ভাববাদী কোন পদক্ষেপ নিয়েছিলেন?
৮ সত্যময় ঈশ্বর স্বর্গ থেকে অগ্নি দ্বারা বলি এবং যজ্ঞবেদি উভয়ই গ্রাস করার মাধ্যমে উত্তর দিয়েছিলেন। সেই অগ্নি এমনকি যজ্ঞবেদির চারপাশের প্রণালীর জলও গ্রাস করেছিল! ইস্রায়েলীয়দের মধ্যে তা কেমন ছাপ ফেলেছিল, তা কল্পনা করুন। “সমস্ত লোক উবুড় হইয়া পড়িয়া কহিল, সদাপ্রভুই ঈশ্বর, সদাপ্রভুই ঈশ্বর।” এরপর এলিয় ইস্রায়েলীয়দের এই আদেশ দিয়ে আরও চূড়ান্ত পদক্ষেপ নিয়েছিলেন, “তোমরা বালের ভাববাদিগণকে ধর, তাহাদের এক জনকেও পলাইয়া রক্ষা পাইতে দিও না।” বালের ৪৫০ জন উপাসককেই তখন কর্মিল পর্বতের পাদদেশে বধ করা হয়েছিল।—১ রাজাবলি ১৮:৩৮-৪০.
৯. সত্য উপাসকরা কীভাবে আরও পরীক্ষিত হয়েছিল?
৯ সেই একই অবিস্মরণীয় দিনে, যিহোবা সাড়ে তিন বছরের মধ্যে প্রথমবার সেই দেশে বৃষ্টি বর্ষান! (যাকোব ৫:১৭, ১৮) ইস্রায়েলীয়রা যখন বাড়িতে ফিরে যাচ্ছিল, তখন তাদের মধ্যে যে-কথাবার্তা হয়েছিল, তা আপনি কল্পনা করতে পারেন; যিহোবাই যে সত্যময় ঈশ্বর, তা প্রতিপাদন করেছিলেন। কিন্তু, বাল উপাসকরা হাল ছেড়ে দেয়নি। ঈষেবল যিহোবার দাসদের তাড়না করার অভিযান চালিয়ে গিয়েছিল। (১ রাজাবলি ১৯:১, ২; ২১:১১-১৬) এভাবে ঈশ্বরের লোকেদের নীতিনিষ্ঠা আবারও পরীক্ষিত হয়েছিল। তারা কি যিহোবাকে একাগ্র ভক্তি দিয়েছিল, যখন বাল উপাসকদের বিরুদ্ধে যিহোবার বিচারের দিন এসেছিল?
এখনই চূড়ান্ত পদক্ষেপ নিন
১০. (ক) আধুনিক সময়ে, অভিষিক্ত খ্রিস্টানরা কী করেছে? (খ) প্রকাশিত বাক্য ১৮:৪ পদে পাওয়া আদেশ পালন করার অর্থ কী?
১০ আধুনিক সময়ে, অভিষিক্ত খ্রিস্টানরা এলিয়ের মতো কাজ করেছে। মুখে মুখে এবং ছাপানো বইপত্রিকার মাধ্যমে তারা খ্রিস্টীয় জগতের বাইরে ও ভিতরে সমস্ত জাতির লোকেদের মিথ্যা ধর্মের বিপদ সম্বন্ধে সাবধান করেছে। এর ফলে, লক্ষ লক্ষ লোক মিথ্যা ধর্ম থেকে তাদের সদস্যপদ বাতিল করার জন্য চূড়ান্ত পদক্ষেপ নিয়েছে। তারা যিহোবার কাছে তাদের জীবন উৎসর্গ করেছে এবং যিশু খ্রিস্টের বাপ্তাইজিত শিষ্য হয়েছে। হ্যাঁ, তারা মিথ্যা ধর্ম সম্বন্ধে ঈশ্বরের এই জরুরি সনির্বন্ধ আবেদনে মনোযোগ দিয়েছে: “হে আমার প্রজাগণ, উহা হইতে বাহিরে আইস, যেন উহার পাপ সকলের সহভাগী না হও, এবং উহার আঘাত সকল যেন প্রাপ্ত না হও।”—প্রকাশিত বাক্য ১৮:৪.
১১. যিহোবার অনুমোদন পাওয়ার জন্য কীসের প্রয়োজন?
১১ অন্যান্য লক্ষ লক্ষ লোক, যদিও যিহোবার সাক্ষিদের দ্বারা ছড়িয়ে দেওয়া বাইবেলভিত্তিক বার্তার প্রতি আকৃষ্ট হয় কিন্তু তাদের কী করা উচিত সেই বিষয়ে এখনও তারা অনিশ্চিত। তাদের মধ্যে কেউ কেউ মাঝে মাঝে খ্রিস্টীয় সভাগুলোতে, যেমন প্রভুর সান্ধ্যভোজ উদ্যাপনে অথবা জেলা সম্মেলনের অধিবেশনগুলোতে এসে থাকে। আমরা এই ধরনের সমস্ত ব্যক্তিকে মনোযোগের সঙ্গে এলিয়ের এই কথাগুলো বিবেচনা করার জন্য জোরালো পরামর্শ দিচ্ছি: “কতদিন তোমরা নিরপেক্ষ থাকবে?” (১ রাজাবলি ১৮:২১, নিউ ইংলিশ বাইবেল) দেরি না করে, তাদের এখনই চূড়ান্ত পদক্ষেপ নিতে হবে এবং যিহোবার উৎসর্গীকৃত, বাপ্তাইজিত উপাসক হওয়ার লক্ষ্য নিয়ে উদ্যোগের সঙ্গে কাজ করতে হবে। তাদের অনন্তজীবনের প্রত্যাশা ঝুঁকির মুখে রয়েছে!—২ থিষলনীকীয় ১:৬-৯.
১২. কিছু বাপ্তাইজিত খ্রিস্টান কোন বিপদজনক পরিস্থিতির মধ্যে পতিত হয়েছে এবং তাদের কী করা উচিত?
১২ দুঃখের বিষয় যে, কিছু বাপ্তাইজিত খ্রিস্টান তাদের উপাসনার ক্ষেত্রে অনিয়মিত এবং নিষ্ক্রিয় হয়ে পড়েছে। (ইব্রীয় ১০:২৩-২৫; ১৩:১৫, ১৬) কেউ কেউ তাড়নার ভয়, জীবিকার্জনের চিন্তা, ধনী হওয়ার প্রচেষ্টা অথবা স্বার্থপর আমোদপ্রমোদের পিছনে ছোটার কারণে তাদের উদ্যোগ হারিয়ে ফেলেছে। যিশু সাবধান করেছিলেন যে, এই বিষয়গুলোই তার কিছু শিষ্যের বিঘ্ন জন্মাবে, তাদের বৃদ্ধিকে ব্যাহত করবে এবং তাদেরকে ফাঁদে ফেলবে। (মথি ১০:২৮-৩৩; ১৩:২০-২২; লূক ১২:২২-৩১; ২১:৩৪-৩৬) বলতে গেলে, ‘দুই নৌকায় পা দিয়া থাকিবার’ পরিবর্তে এই ধরনের ব্যক্তিদের ঈশ্বরের প্রতি তাদের উৎসর্গীকরণের যোগ্যরূপে চলার জন্য চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার মাধ্যমে ‘উদ্যোগী হওয়া ও মন ফিরানো’ উচিত।—প্রকাশিত বাক্য ৩:১৫-১৯.
মিথ্যা ধর্মের আকস্মিক বিনাশ
১৩. যেহূকে যখন রাজা হিসেবে অভিষিক্ত করা হয়েছিল, সেই সময় ইস্রায়েলের পরিস্থিতি কেমন ছিল, তা বর্ণনা করুন।
১৩ যে-কারণে মানুষের এখনই চূড়ান্ত পদক্ষেপ নেওয়া জরুরি, তা কর্মিল পর্বতে সত্যময় ঈশ্বর সংক্রান্ত সেই বিচার্য বিষয়টা মীমাংসা হওয়ার প্রায় ১৮ বছর পরে যা ঘটেছিল, তার মাধ্যমে দেখা যায়। এলিয়ের উত্তরসূরী ইলীশায়ের পরিচর্যার সময়ে বাল উপাসকদের বিরুদ্ধে যিহোবার বিচার দিন আকস্মিক এবং অপ্রত্যাশিতভাবে এসেছিল। রাজা আহাবের পুত্র যোরাম ইস্রায়েলে শাসন করছিলেন এবং ঈষেবল তখনও রাণিমাতা হিসেবে জীবিত ছিলেন। কাউকে না জানিয়ে, ইলীশায় ইস্রায়েলের সেনাপতি যেহূকে নতুন রাজা হিসেবে অভিষিক্ত করার জন্য তার পরিচারককে পাঠান। সেই সময় যেহূ রামোৎ-গিলিয়দে যর্দনের পূর্বদিকে ইস্রায়েলের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধে পরিচালনা দিচ্ছিলেন। রাজা যোরাম মগিদ্দোর নিকটবর্তী উপত্যকায় যিষ্রিয়েলে ছিলেন, যুদ্ধে আহত হওয়া থেকে আরোগ্য লাভ করছিলেন।—২ রাজাবলি ৮:২৯–৯:৪.
১৪, ১৫. যেহূ কোন দায়িত্ব পেয়েছিলেন এবং তিনি কীভাবে সাড়া দিয়েছিলেন?
১৪ যিহোবা যেহূকে এই বিষয়গুলো করতে আদেশ দিয়েছিলেন: “তুমি আপন প্রভু আহাবের কুলকে আঘাত করিবে; এবং আমি আপন দাস ভাববাদিগণের রক্তের প্রতিশোধ ও সদাপ্রভুর সকল দাসের রক্তের প্রতিশোধ ঈষেবলের হস্ত হইতে লইব। বস্তুতঃ আহাবের সমুদয় কুল বিনষ্ট হইবে; . . . ঈষেবলকে কুকুরেরা যিষ্রিয়েলের ভূমিতে খাইবে, কেহ তাহাকে কবর দিবে না।”—২ রাজাবলি ৯:৭-১০.
১৫ যেহূ চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার মতো একজন ব্যক্তি ছিলেন। দেরি না করে, তিনি তার রথে চড়ে দ্রুতগতিতে যিষ্রিয়েলের উদ্দেশে যাত্রা করেছিলেন। যিষ্রিয়েলের একজন প্রহরী যেহূর রথ চালানো দেখে তাকে চিনতে পেরেছিলেন এবং রাজা যোরামকে সংবাদ দিয়েছিলেন আর এর ফলে যোরাম তার রথে চড়ে তার সেনাপতির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তারা যখন মিলিত হয়েছিল, তখন যোরাম জিজ্ঞেস করেছিলেন: “যেহূ, মঙ্গল ত?” যেহূ উত্তর দিয়েছিলেন, “যে পর্য্যন্ত তোমার মাতা ঈষেবলের এত ব্যভিচার ও মায়াবিত্ব থাকে, সে পর্য্যন্ত মঙ্গল কোথায়?” এরপর, রাজা যোরাম পালিয়ে যাওয়ার আগেই যেহূ তার ধনুক নিয়ে বাণ দিয়ে যোরামকে আঘাত করেছিলেন, যা তার হৃদপিণ্ড ভেদ করে ঢুকে গিয়েছিল।—২ রাজাবলি ৯:২০-২৪.
১৬. (ক) ঈষেবলের নপুসংকরা আকস্মিকভাবে কোন পরিস্থিতির মুখোমুখি হয়েছিল? (খ) ঈষেবল সম্বন্ধে বলা যিহোবার বাক্য কীভাবে পরিপূর্ণ হয়েছিল?
১৬ সময় নষ্ট না করে, যেহূ তার রথে চড়ে নগরে গিয়েছিলেন। অতিরিক্ত সাজগোজ করে ঈষেবল একটা জানালা দিয়ে নীচে তাকিয়ে, যেহূকে মারাত্মক হুমকি দিয়েছিলেন। তাকে উপেক্ষা করে যেহূ সাহায্য চেয়েছিলেন: “কে আমার পক্ষে? কে?” ঈষেবলের পরিচারকদের তখন চূড়ান্ত পদক্ষেপ নিতে হয়েছিল। দুতিন জন নপুংসক জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। সঙ্গে সঙ্গে, তাদের আনুগত্য পরীক্ষিত হয়েছিল। যেহূ আদেশ দিয়েছিলেন, “উহাকে নীচে ফেলিয়া দেও।” নপুংসকরা ঈষেবলকে নিচে রাস্তায় ফেলে দিয়েছিল, যেখানে যেহূর অশ্ব এবং রথ তাকে দলিত করেছিল। এভাবে ইস্রায়েলে বাল উপাসনার উদ্যোক্তা তার প্রাপ্য পরিণতি লাভ করেছিলেন। তাকে কবর দেওয়ার আগেই, কুকুরেরা তার মাংস খেয়ে ফেলেছিল, ঠিক যেমনটা ভবিষ্যদ্বাণী করা হয়েছিল।—২ রাজাবলি ৯:৩০-৩৭.
১৭. ঈষেবলের প্রতি ঈশ্বরের বিচারের বিষয়টার দ্বারা কোন ভবিষ্যৎ ঘটনার জন্য আমাদের বিশ্বাস শক্তিশালী হওয়া উচিত?
১৭ “মহতী বাবিল” নামে রূপক বেশ্যার প্রতি একই শোচনীয় ধ্বংস আসবে। সেই বেশ্যা শয়তানের জগতের মিথ্যা ধর্মকে চিত্রিত করে, যার উৎপত্তি হয়েছিল প্রাচীন বাবিল নগরে। মিথ্যা ধর্মের ধ্বংসের পরে, যিহোবা সেই মানুষদের প্রতি তাঁর দৃষ্টি দেবেন, যাদের নিয়ে শয়তানের জগতের পার্থিব অংশ গঠিত। তাদেরকেও ধ্বংস করা হবে, যা নতুন জগতে ধার্মিকদের পথকে সুগম করবে।—প্রকাশিত বাক্য ১৭:৩-৬; ১৯:১৯-২১; ২১:১-৪.
১৮. ঈষেবলের মৃত্যুর পর, ইস্রায়েলে বাল উপাসকদের কী হয়েছিল?
১৮ ঈষেবলের মৃত্যুর পর, আহাবের সমস্ত বংশকে এবং মূল সমর্থকদের হত্যা করার ব্যাপারে রাজা যেহূ একদম সময় অপচয় করেননি। (২ রাজাবলি ১০:১১) কিন্তু, অনেক বাল উপাসনাকারী ইস্রায়েলীয় সেই দেশে রয়ে গিয়েছিল। এই ক্ষেত্রে, যেহু “সদাপ্রভুর নিমিত্ত . . . উদ্যোগ” দেখানোর জন্য চূড়ান্ত পদক্ষেপ নিয়েছিলেন। (২ রাজাবলি ১০:১৬) নিজে বাল উপাসক হওয়ার ভান করে যেহূ বালের মন্দিরে এক বিরাট উৎসবের আয়োজন করেছিলেন, যেটা আহাব শমরীয়ায় নির্মাণ করেছিলেন। ইস্রায়েলের সমস্ত বাল উপাসক উৎসবে এসেছিল। মন্দিরের ভিতরে ফাঁদে ফেলে, তাদের সকলকে যেহূর লোকেরা হত্যা করেছিল। বাইবেল এই বলে বিবরণ শেষ করে: “এইরূপে যেহূ ইস্রায়েলের মধ্য হইতে বালকে উচ্ছিন্ন করিলেন।”—২ রাজাবলি ১০:১৮-২৮.
১৯. যিহোবার অনুগত উপাসকদের ‘বিস্তর লোকের’ জন্য কোন মহান প্রত্যাশা রয়েছে?
১৯ বাল উপাসকদের ইস্রায়েল থেকে নির্মূল করা হয়েছিল। একইভাবে, এই জগতের মিথ্যা ধর্মগুলোর ওপর আকস্মিক, শোচনীয় ধ্বংস আসবে। সেই মহান বিচার দিনে আপনি কোন পক্ষে থাকবেন? এখনই চূড়ান্ত পদক্ষেপ নিন আর তা হলে আপনি হয়তো “মহাক্লেশের” মধ্যে থেকে রক্ষাপ্রাপ্ত মানুষের ‘বিস্তর লোকের’ মধ্যে থাকার বিশেষ সুযোগ পাবেন। এরপর আপনি অতীতের কথা চিন্তা করে আনন্দিত হবেন এবং “যে মহাবেশ্যা আপন বেশ্যাক্রিয়া দ্বারা পৃথিবীকে ভ্রষ্ট করিত” তার ওপর বিচার নিয়ে আসার জন্য ঈশ্বরের প্রশংসা করবেন। অন্যান্য সত্য উপাসকের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আপনি স্বর্গীয় স্বরের গাওয়া এই রোমাঞ্চকর কথাগুলোর সঙ্গে একমত হবেন: “হাল্লিলূয়া, কেননা আমাদের ঈশ্বর প্রভু, যিনি সর্ব্বশক্তিমান্, তিনি রাজত্ব গ্রহণ করিলেন।”—প্রকাশিত বাক্য ৭:৯, ১০, ১৪; ১৯:১, ২, ৬.
ধ্যানের জন্য প্রশ্নগুলো
• কীভাবে প্রাচীন ইস্রায়েল বাল উপাসনার দোষে দোষী হয়েছিল?
• বাইবেল কোন ব্যাপক ধর্মভ্রষ্টতা সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করেছিল এবং কীভাবে সেই ভবিষ্যদ্বাণী পরিপূর্ণ হয়েছিল?
• কীভাবে যেহূ বাল উপাসকদের নির্মূল করেছিলেন?
• ঈশ্বরের বিচার দিনে রক্ষা পাওয়ার জন্য আমাদের কী করতে হবে?
[অধ্যয়ন প্রশ্নাবলি]
[২৫ পৃষ্ঠার মানচিত্র]
(পুরোপুরি ফরম্যাট করা টেক্সটের জন্য এই প্রকাশনা দেখুন)
সোখো
অফেক
হিল্কৎ
যক্নিয়াম
মগিদ্দো
তানক
দোথন
শমরিয়া
ঐন্-দোর
শূনেম
অফ্রা
যিষ্রিয়েল
যিব্লিয়ম (গাৎ-রিম্মোণ)
তির্সা
বৈৎ-শমেস
বৈৎ-শান
যাবেশ-গিলিয়দ?
আবেল-মহোলা
বৈৎ-অর্ব্বেল
রামোৎ-গিলিয়দ
পর্বতশিখর
কর্মিল পর্বত
তাবোর পর্বত
মোরি
গিল্বোয় পর্বত
[জলরাশি]
ভূমধ্যসাগর
গালীল সমুদ্র
[নদী]
যর্দন নদী
[ঝরনা ও কুয়া]
হারোদ উনুই
[সৌজন্যে]
Based on maps copyrighted by Pictorial Archive (Near Eastern History) Est. and Survey of Israel
[২৬ পৃষ্ঠার চিত্রগুলো]
নিয়মিতভাবে রাজ্য প্রচার কাজে অংশ নেওয়া এবং খ্রিস্টীয় সভাগুলোতে যোগ দেওয়া সত্য উপাসনার গুরুত্বপূর্ণ দিক
[২৮, ২৯ পৃষ্ঠার চিত্র]
যারা যিহোবার দিনে রক্ষা পেতে চায়, তাদেরকে যেহূর মতো চূড়ান্ত পদক্ষেপ নিতে হবে