সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ছুটির মরসুম এটা কি আপনার প্রত্যাশাগুলো পূরণ করবে?

ছুটির মরসুম এটা কি আপনার প্রত্যাশাগুলো পূরণ করবে?

ছুটির মরসুম এটা কি আপনার প্রত্যাশাগুলো পূরণ করবে?

“[মহান] পিটার ১লা জানুয়ারিতে সমস্ত গির্জায় বিশেষ নববর্ষের সভা করার আদেশ দিয়েছিলেন। এ ছাড়া, তিনি নির্দেশ দিয়েছিলেন যে, পর্বের উপযুক্ত চিরসবুজ ডালপালা দিয়ে যেন ঘরের ভিতরের দরজাগুলো সাজানো হয় এবং আদেশ দিয়েছিলেন যে, মস্কোর সমস্ত নাগরিকের উচিত নববর্ষের দিনে একে অপরকে ‘উচ্চস্বরে শুভেচ্ছা জানিয়ে তাদের আনন্দ প্রকাশ করা।’”—মহান পিটার—তার জীবনী এবং জগৎ (ইংরেজি)।

 আপনি সেই সময়টাতে কী করার জন্য অপেক্ষা করে আছেন, যেটাকে ছুটির মরসুম বলা হয়ে থাকে? সারা পৃথিবীর লোকেরা বলে যে, এই মরসুমের মূলে রয়েছে বড়দিন, যা হল খ্রিস্টের জন্মের ঐতিহ্যগত দিন কিন্তু এর সঙ্গে নববর্ষ উদ্‌যাপনও যুক্ত রয়েছে। তাই, এটা এক দীর্ঘ ছুটির সময়। এই সময়ে বাবামা এবং সন্তান উভয়েরই হয়তো ছুটি থাকে, তাই এটা পরিবারের জন্য একসঙ্গে সময় কাটানোর এক ভাল উপলক্ষ বলে মনে হতে পারে। তবে, অন্যেরা এই মরসুমকে “বড়দিনের মরসুম” বলে উল্লেখ করে, যেহেতু তারা বছরের এই সময়টাতে খ্রিস্টকে সম্মান জানাতে চায়। সম্ভবত আপনিও মনে করেন যে, এটা হল এই মরসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক।

এই মরসুমটা হোক তা খ্রিস্টকে সম্মান জানানো, পরিবারের সঙ্গে সময় কাটানোর কিংবা দুটোই, পৃথিবীব্যাপী লক্ষ লক্ষ স্বামী, স্ত্রী এবং ছেলেমেয়ে অত্যন্ত আগ্রহ নিয়ে এই সময়ের জন্য অপেক্ষা করে থাকে। এই বছরটা সম্বন্ধে কী বলা যায়? এটা কি পরিবারের জন্য সেই বিশেষ সময় হবে এবং এটা কি ঈশ্বরের জন্য বিশেষ কিছু? যদি পরিবার একত্রিত হয়, তা হলে সেটা কি আপনার প্রত্যাশাগুলো পূরণ করবে নাকি আপনি হতাশ হবেন?

ধর্মীয় দৃষ্টিকোণ নিয়ে অপেক্ষা করে থাকে এমন অনেকে লক্ষ করেছে যে, প্রায়ই বড়দিন এবং নববর্ষ উভয়ই খ্রিস্টের মনোভাব ছাড়া অন্য আমেজ নিয়ে উদ্‌যাপন করা হয়। বরং, ছুটির মরসুম কেবল উপহার বিনিময়ের এক সময়, পার্টি করার জন্য এক অজুহাত, যেখানে খ্রিস্টকে অসম্মান করে এমন সব আচরণ যুক্ত থাকতে পারে অথবা পরিবারগতভাবে পুনর্মিলিত হওয়ার এক মূল কারণ হয়ে উঠেছে। অনেক সময়, সেই অনুষ্ঠান একজন অথবা দুজন সদস্যের অতিরিক্ত ভোজন এবং মদ্যপানের কারণে পণ্ড হয়ে যায়, যেখানে এমন বাদানুবাদ শুরু হয় যে তা প্রায়ই ঘরোয়া যুদ্ধের সৃষ্টি করে। আপনি হয়তো তা লক্ষ করেছেন অথবা স্বয়ং আপনার সেই অভিজ্ঞতা হয়েছে।

যদি তা-ই হয়, তা হলে আপনার কাছে হয়তো মনে হতে পারে যে, শুরুতে উল্লেখিত রাশিয়ার জার (সম্রাট) মহান পিটারের সময় থেকে সামান্যই পরিবর্তন হয়েছে। বর্তমানে যে-প্রবণতা দেখা যায়, সেটার দ্বারা বিক্ষুব্ধ হয়ে অনেকেই কামনা করে যে, ছুটির মরসুম যদি গুরুগম্ভীরভাবে আধ্যাত্মিক বিষয়গুলো চিন্তা করার এবং গঠনমূলক পারিবারিক মেলামেশার এক সময় হতো, তা হলে ভাল হতো। কেউ কেউ এমনকি পরিবর্তনের জন্য এইরকম স্লোগান ব্যবহার করে প্রচার অভিযান চালাচ্ছে যে, এই মরসুম যিশু খ্রিস্টের ওপর কেন্দ্রীভূত। কিন্তু, কোনো পরিবর্তন কি আসবে? আর তা কি সত্যিই খ্রিস্টের জন্য সম্মান নিয়ে আসবে? ছুটির মরসুম সম্বন্ধে ভিন্ন দৃষ্টিভঙ্গি গ্রহণ করার কোনো কারণ কি রয়েছে?

সন্তোষজনক উত্তরগুলো পাওয়ার জন্য আসুন আমরা একটা জাতির দৃষ্টিকোণ থেকে পরিস্থিতিটা বিবেচনা করি, যাদের বছরের এই সময়টার প্রতি উপলব্ধি দেখানোর বিশেষ কারণ থাকা উচিত ছিল?