সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

মেক্সিকোতে চাইনিজ লোকেদের সাহায্য করা

মেক্সিকোতে চাইনিজ লোকেদের সাহায্য করা

মেক্সিকোতে চাইনিজ লোকেদের সাহায্য করা

 “জাতিগণের সর্ব্ব ভাষাবাদী দশ দশ পুরুষ এক এক যিহূদী পুরুষের বস্ত্রের অঞ্চল ধরিয়া এই কথা কহিবে, আমরা তোমাদের সহিত যাইব, কেননা আমরা শুনিলাম, ঈশ্বর তোমাদের সহবর্ত্তী।” (সখরিয় ৮:২৩) আজকে, এই চমৎকার ভবিষ্যদ্বাণীটি সারা পৃথিবীতে পরিপূর্ণ হচ্ছে। “জাতিগণের সর্ব্ব ভাষাবাদী” থেকে লোকেরা যিহোবা ঈশ্বরের উপাসনা করার জন্য আত্মিক ইস্রায়েলীয়দের সঙ্গ ধরছে। যিহোবার সাক্ষিরা এই ভবিষ্যদ্বাণীর পরিপূর্ণতা সম্বন্ধে খুবই আগ্রহী। বিশ্বব্যাপী প্রচার কাজে অংশগ্রহণ করার জন্য তাদের মধ্যে অনেকে অন্য ভাষা শিখছে।

মেক্সিকোর যিহোবার সাক্ষিরা এই ক্ষেত্রে ব্যতিক্রম নয়। মেক্সিকোতে আনুমানিক ৩০,০০০ চাইনিজভাষী লোক বাস করে। ২০০৩ সালে, তাদের মধ্যে ১৫ জন মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত খ্রিস্টের মৃত্যুর স্মরণার্থ সভায় যোগ দিয়েছিল। ফলে, মেক্সিকোর সাক্ষিরা চাইনিজ এলাকায় আধ্যাত্মিক বৃদ্ধির সম্ভাবনা সম্বন্ধে জানতে পারে। চাইনিজভাষী লোকেদের যত্ন নেওয়ার জন্য আরও প্রচারকদের পেতে, মেক্সিকোর সাক্ষিদের চিনের ম্যান্ডারিন ভাষায় ছোট ছোট উপস্থাপনা শেখানোর জন্য তিন মাসের এক কোর্স শুরু করা হয়েছিল। মোট ২৫ জন সাক্ষি এই কোর্সটা গ্রহণ করেছিল। কোর্সের শেষে, মেক্সিকো সিটির ম্যান্ডারিনভাষী সমাজ থেকে একজন আধিকারিক গ্র্যাজুয়েশন কার্যক্রমে যোগ দিয়েছিলেন এবং চাইনিজভাষী জনসাধারণের ওপর এই ক্লাসের প্রভাব সম্বন্ধে জানিয়েছিলেন। এক স্থানীয় চাইনিজ প্রতিষ্ঠান তিন জন ছাত্রকে চাইনিজ ভাষায় আরও উন্নতি করতে বিদেশে যাওয়ার স্কলারশিপ দিয়েছিল।

ভাষা শেখার কোর্সের মধ্যে ব্যবহারিক প্রশিক্ষণ অন্তর্ভুক্ত ছিল। খুবই মৌলিক কয়েকটা শব্দ শেখার পর ছাত্ররা সঙ্গে সঙ্গে মেক্সিকো সিটির ব্যবসায়িক এলাকায় চাইনিজ ভাষায় প্রচার করতে শুরু করেছিল। উদ্যোগী ছাত্ররা ২১টা বাইবেল অধ্যয়ন শুরু করেছিল। পিনিয়িন নামে পরিচিত রোমান অক্ষরে অনুবাদিত চাইনিজ ভাষায় ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? ব্রোশারটি খুব সাহায্যকারী ছিল।

যে-সাক্ষিরা চাইনিজ ভাষা শেখার কোর্সটা সবেমাত্র শুরু করেছিল তারা কীভাবে বাইবেল অধ্যয়ন পরিচালনা করতে পেরেছিল? প্রথম প্রথম তারা শুধুমাত্র “চিং ডু [দয়া করে পড়ুন]” বলতে পারত এবং একটা অনুচ্ছেদ ও সেটার প্রশ্নের দিকে ইঙ্গিত করত। ব্যক্তিটি তা পড়ে যখন চাইনিজ ভাষায় উত্তর দিতেন তখন তারা বলত, “শি শি [ধন্যবাদ]” এবং “হেং হো [খুব ভাল হয়েছে]।”

একজন নামধারী খ্রিস্টান মহিলার সঙ্গে এভাবে বাইবেল অধ্যয়ন শুরু করা হয়েছিল। তৃতীয় অধ্যয়নের পর সাক্ষি বোনের মনে একটু সন্দেহ জেগেছিল যে, সেই মহিলা বিষয়গুলো আদৌ বুঝতে পেরেছেন কি না। তাই, সেই বোন একজন ভাইকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন যার মাতৃভাষা ছিল চাইনিজ। যখন তিনি সেই মহিলাকে জিজ্ঞেস করেছিলেন যে, তার কোনো প্রশ্ন আছে কি না, তখন সেই মহিলা জিজ্ঞেস করেছিলেন: “বাপ্তিস্ম নিতে হলে আমাকে কি সাঁতার জানতে হবে?”

খুব শীঘ্রই, মণ্ডলীর বই অধ্যয়ন চালু হয়েছিল, যেখানে গড়ে ৯ জন চাইনিজভাষী লোক এবং ২৩ জন স্থানীয় মেক্সিকোর সাক্ষি উপস্থিত হয়। উপস্থিত ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন চাইনিজ ডাক্তার, যিনি তার একজন রোগিণীর কাছ থেকে স্প্যানিশ ভাষায় প্রহরীদুর্গসচেতন থাক! পত্রিকাগুলো পেয়েছিলেন। যেহেতু তিনি স্প্যানিশ ভাষা পড়তে পারতেন না, তাই তিনি কাউকে দিয়ে কয়েকটা লাইন অনুবাদ করাতেন। পত্রিকাগুলো বাইবেলের বিষয়ে আলোচনা করে, এটা বুঝতে পারায় তিনি সেই রোগিণীকে জিজ্ঞেস করেছিলেন যে, এই পত্রিকাগুলো তিনি চাইনিজ ভাষায় এনে দিতে পারেন কি না। তিনি এগুলো এনে দিয়েছিলেন এবং মেক্সিকোর যিহোবার সাক্ষিদের শাখা অফিসের মাধ্যমে, একজন চাইনিজভাষী সাক্ষির সেই ডাক্তারের সঙ্গে সাক্ষাৎ করার ব্যবস্থা করা হয়েছিল। চিনে সেই ডাক্তারের মায়ের কাছে একটি বাইবেল ছিল এবং তিনি সেটি পড়তে পছন্দ করতেন। তিনি যখন মেক্সিকোতে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন তার মা তাকে বাইবেল পড়ে যাওয়া বন্ধ না করতে বলেছিলেন। তাই, তিনি এমন কারো জন্য প্রার্থনা করে আসছিলেন, যিনি তাকে বাইবেলের ঈশ্বর সম্বন্ধে আরও শিখতে সাহায্য করতে পারবেন। তিনি আনন্দে বলে উঠেছিলেন: “ঈশ্বর আমার প্রার্থনা শুনেছেন!”

এ ছাড়া, বই অধ্যয়নে একটা চাইনিজ পরিবারও উপস্থিত হতো যারা মেক্সিকোর একজন মহিলার কাছ থেকে বাড়ি ভাড়া নিয়েছিল আর সেই মহিলা যিহোবার সাক্ষিদের সঙ্গে বাইবেল অধ্যয়ন করছিলেন। যদিও চাইনিজ পরিবারটা খুব ভালভাবে স্প্যানিশ বুঝতে পারত না, তবুও তারা বাইবেল আলোচনাগুলোতে বসত। পরে, যে-সাক্ষি অধ্যয়ন করাচ্ছিলেন তাকে সেই পরিবারটা জিজ্ঞেস করে যে, তার কাছে চাইনিজ ভাষায় কোনো প্রকাশনা আছে কি না। শীঘ্রই, তাদের সঙ্গে চাইনিজ ভাষায় বাইবেল অধ্যয়ন শুরু করা হয়েছিল। খুব শীঘ্রই, সেই পরিবার তাদের দেশের লোকেদের কাছে প্রচার করার এবং তাদের জীবন যিহোবার কাছে উৎসর্গ করার ইচ্ছা প্রকাশ করেছিল।

এটা ঠিক যে, চাইনিজ ভাষা শেখা কঠিন। কিন্তু, উপরে উল্লেখিত অভিজ্ঞতা থেকে যেমন দেখা যায় যে, মেক্সিকোতে ও সেইসঙ্গে পৃথিবীর আরও অন্যান্য জায়গায় যিহোবার সাহায্যে চাইনিজসহ অনেক ভাষার লোকেরা ঈশ্বরের ইচ্ছা সম্বন্ধে শিখছে।

[১৭ পৃষ্ঠার চিত্র]

মেক্সিকো সিটিতে চাইনিজ ভাষা শেখার এক ক্লাস

[১৮ পৃষ্ঠার চিত্র]

মেক্সিকোর একজন সাক্ষি চাইনিজ ভাষায় বাইবেল অধ্যয়ন পরিচালনা করছেন

[১৮ পৃষ্ঠার চিত্র]

মেক্সিকো সিটিতে চাইনিজ ভাষায় ঘরে ঘরে প্রচার