সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

প্রথমে তাড়িয়ে দেয়, পরে বন্ধু হয়

প্রথমে তাড়িয়ে দেয়, পরে বন্ধু হয়

প্রথমে তাড়িয়ে দেয়, পরে বন্ধু হয়

 কয়েক বছর আগে সান্টিয়াগো ও তার স্ত্রী লোর্ড্জ, পেরুর এক অপূর্ব শহর উইলকাপাটায় লোকেদেরকে বাইবেলের আশার বার্তা জানাতে সেখানে চলে গিয়েছিল। কিন্তু, শীঘ্রই কুসকো থেকে একজন যাজক এসেছিলেন এবং শহরের অধিবাসীদের জড়ো করেছিলেন। সেই যাজক তাদেরকে সতর্ক করে দিয়েছিলেন যে, যিহোবার সাক্ষিদের উপস্থিতি এক মারাত্মক মহামারী এবং ভারী তুষারপাত নিয়ে আসবে, যেটার ফলে তাদের গবাদি পশু মারা যাবে এবং সমস্ত শস্য নষ্ট হবে।

অনেকেই এই “ভবিষ্যদ্বাণী” দ্বারা প্রভাবিত হয়েছিল এবং ছয় মাসেরও বেশি সময় ধরে শহরের কেউই সান্টিয়াগো ও লোর্ড্জের সঙ্গে বাইবেল অধ্যয়ন করার আমন্ত্রণ গ্রহণ করেনি। শহরের একজন কর্মকর্তা লেফটেন্যান্ট গভর্নর, যার নাম মিগেল, তিনি সান্টিয়াগো এবং লোর্ড্জের ওপর পাথর ছুঁড়ে তাদেরকে রাস্তায় তাড়া করেছিলেন। কিন্তু, তারা সবসময় শান্তিপ্রিয় খ্রিস্টীয় আচরণ দেখিয়েছিল।

পরবর্তী সময়ে, শহরের কিছু লোক বাইবেল অধ্যয়নের প্রস্তাবে সাড়া দিয়েছিল। এমনকি মিগেলও তার মনোভাব পরিবর্তন করেছিলেন। তিনি সান্টিয়াগোর সঙ্গে বাইবেল অধ্যয়ন শুরু করেছিলেন, অতিরিক্ত মদ খাওয়া বন্ধ করেছিলেন এবং একজন শান্তিপ্রিয় ব্যক্তি হয়ে উঠেছিলেন। অবশেষে, মিগেল, তার স্ত্রী এবং তার দুই মেয়ে বাইবেলের সত্যকে গ্রহণ করেছিল।

বর্তমানে এই শহরে যিহোবার সাক্ষিদের একটা মণ্ডলী রয়েছে, যা ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। সান্টিয়াগো ও লোর্ড্জের ওপর ছোঁড়া পাথরগুলোর বেশির ভাগই লক্ষ্যভ্রষ্ট হয়েছিল বলে মিগেল আনন্দিত এবং তিনি সেই দম্পতির দেখানো শান্তিপ্রিয় আচরণের চমৎকার উদাহরণের জন্য তাদের প্রতি কৃতজ্ঞ।

[৩২ পৃষ্ঠার চিত্রগুলো]

সান্টিয়াগো এবং লোর্ড্জের (ওপরে) শান্তিপ্রিয় মনোভাব, মিগেলের (একেবারে ডান দিকে) হৃদয়কে পরিবর্তন করেছিল