সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আপনি কি একটা লাগানি এউনা গাছের মতো?

আপনি কি একটা লাগানি এউনা গাছের মতো?

আপনি কি একটা লাগানি এউনা গাছের মতো?

 পাপুয়া নিউ গিনির পোর্ট মোর্জবি শহরের সীমান্তে অবস্থিত একটা গ্রামে, দুজন পরিচারক তাদের প্রচার কাজ শেষ করে ঘরে ফিরছিল। হাঁটার সময়ে তারা একটা চমৎকার গাছ দেখতে পায়। “দেখো, দেখো, একটা লাগানি এউনা!” বয়স্ক ব্যক্তিটি বলে ওঠেন। সঙ্গের কমবয়সি ব্যক্তির দিকে তাকিয়ে তিনি আরও বলেন: “এই নামের অর্থ ‘বর্ষবৃক্ষ।’ গ্রীষ্মণ্ডলীয় অঞ্চলের অন্যান্য অনেক গাছের বৈসাদৃশ্যে, প্রতি বছর এটার পাতা ঝরে যায় এবং দেখতে মরা গাছের মতো লাগে। কিন্তু, বৃষ্টি শুরু হলে এই গাছ সতেজ হয়, এতে ফুল ফোটে আর এটা আবারও এর সৌন্দর্য প্রদর্শন করে।”

সাধারণত কৃষ্ণচূড়া বলে পরিচিত, লাগানি এউনা গাছ থেকে এক শিক্ষা লাভ করা যেতে পারে। কিছু বিশেষজ্ঞের মতে, এটাকে বিশ্বের সবচেয়ে সুন্দর পাঁচটা সপুষ্পক বৃক্ষের মধ্যে একটা বলে বিবেচনা করা হয়। যদিও শুষ্ক মৌসুমে এটার ফুল ও পাতা ঝরে যায় কিন্তু এই গাছ জল সংগ্রহ করে রাখে। এর মূলতন্ত্র খুবই দৃঢ় আর তা মাটির গভীরে শিলা বা পাথরকে আঁকড়ে ধরে এর চারপাশ দিয়ে বিস্তার লাভ করতে পারে। এই মূলতন্ত্রের মাধ্যমেই এটা দমকা হাওয়ার মধ্যেও টিকে থাকে। সংক্ষেপে বলা যায় যে, এটা বিভিন্ন কঠিন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিয়ে বৃদ্ধি পায়।

আমরা হয়তো এমন পরিস্থিতিতে পড়তে পারি, যা আমাদের বিশ্বাসের গুণগত মানকে পরীক্ষা করে। কী আমাদের টিকে থাকতে সাহায্য করবে? লাগানি এউনা গাছের মতো, আমরাও ঈশ্বরের বাক্যের জীবনদায়ী জল পান করতে এবং সংগ্রহ করে রাখতে পারি। এ ছাড়া, ‘আমাদের শৈল’ যিহোবা ও তাঁর সংগঠনের সঙ্গে আমাদের দৃঢ়ভাবে লেগে থাকা উচিত। (২ শমূয়েল ২২:৩) সত্যিই, লাগানি এউনা আমাদের বিশেষভাবে মনে করিয়ে দেয় যে, যদি আমরা যিহোবার কাছ থেকে প্রাপ্ত ব্যবস্থাগুলো থেকে উপকার গ্রহণ করি, তা হলে প্রতিকূল পরিবেশের মধ্যেও আমরা আমাদের আধ্যাত্মিক শক্তি ও সৌন্দর্য বজায় রাখতে পারব। আর তা করার মাধ্যমে আমরা অনন্তজীবনের প্রতিজ্ঞাসহ তাঁর “প্রতিজ্ঞা সমূহের দায়াধিকারী” হব।—ইব্রীয় ৬:১২; প্রকাশিত বাক্য ২১:৪.