সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

‘বেগুনি ত্রিভুজের অর্থ কী?’

‘বেগুনি ত্রিভুজের অর্থ কী?’

‘বেগুনি ত্রিভুজের অর্থ কী?’

 “অল্প কিছুদিন আগে, আমি একজন যিহোবার সাক্ষির কাছ থেকে একটি প্রহরীদুর্গ পত্রিকা পেয়েছিলাম,” কোরিয়া প্রজাতন্ত্রের সিওলে বিচার মন্ত্রণালয়ে কর্মরত একজন সরকারি কর্মচারী লিখেছিলেন। তিনি আরও বলেছিলেন: “পত্রিকাটি পড়ে, আমি নাৎসি ও সাম্যবাদী শাসনের অধীনে যিহোবার সাক্ষিদের ওপর যে-তাড়না করা হয়েছে, সেই সম্বন্ধে কিছু তথ্য জানতে পেরেছিলাম। কিন্তু আমার একটা প্রশ্ন আছে। প্রচ্ছদের ছবিটি দেখায় যে, যিহোবার সাক্ষিদের কোটের বাম দিকে উলটো করা বেগুনি ত্রিভুজ রয়েছে। এই বেগুনি ত্রিভুজের অর্থ কী?”

জার্মানিতে নাৎসি শাসনের অধীনে যিহোবার সাক্ষিরা হাইল হিটলার বলতে অস্বীকার করেছিল এবং রাজনৈতিক ও সামরিক বিষয়গুলোতে তারা নিরপেক্ষতা বজায় রেখেছিল। এই কারণে নাৎসিরা তাদের নিষ্ঠুরভাবে তাড়না করেছিল এবং প্রায় ১২,০০০ সাক্ষিকে বিভিন্ন সময়ের জন্য বিভিন্ন কারাগার ও কনসেনট্রেশন ক্যাম্পে কারারুদ্ধ করেছিল। তাদের মধ্যে প্রায় ২,০০০ সাক্ষি মারা গিয়েছিল এবং শত শতজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

সাক্ষিদের কারাগারের পোশাকে যে-বেগুনি ত্রিভুজ ছিল, সেটার তাৎপর্য কী ছিল? “[নাৎসি] শিবিরগুলোতে থাকা বিভিন্ন শ্রেণীর বন্দিদের শনাক্তিকরণের এক বিশেষ চিহ্ন ছিল,” এসএস রাজ্যের বিশ্লেষণ (ইংরেজি) বই ব্যাখ্যা করে। “শনাক্তিকরণ চিহ্ন দেওয়ার ব্যবস্থা যুদ্ধের আগে শুরু হয়েছিল, যে-অনুযায়ী প্রত্যেকটা বন্দির পোশাকে ত্রিভুজ আকারে কাটা কাপড়ের একটা টুকরো সেলাই করা থাকত, ত্রিভুজের রং বন্দির শ্রেণী অনুযায়ী হতো: রাজনৈতিক বন্দিদের ছিল লাল; যিহোবার সাক্ষিদের ছিল বেগুনি; সমাজবিরোধীদের ছিল কালো; অপরাধীদের ছিল সবুজ; সমকামীদের ছিল গোলাপি; অভিবাসীদের ছিল নীল। যিহুদি বন্দিদের রঙিন ত্রিভুজের সঙ্গে এক হলুদ রংয়ের ত্রিভুজও পরতে হতো, যেটাকে রঙিন ত্রিভুজের সঙ্গে এমনভাবে জোড়া দিয়ে সেলাই করা হতো, যাতে সেটাকে ষড়ভুজাকৃতির স্টার অভ্‌ ডেভিড এর মতো দেখায়।”

অধ্যাপক জন কে. রথ ধ্বংসযজ্ঞের রাজনীতি (ইংরেজি) নামে তার বইয়ে লিখেছিলেন, “সব জায়গার লোকেরা যদি যা সঠিক তার পক্ষ নেওয়া সম্বন্ধে বেগুনি ত্রিভুজের শিক্ষাটা মনে রাখে, তা হলে এটা আমাদের জন্য বিপর্যয়ের বিরুদ্ধে এক সুরক্ষা হতে পারে আর তা আমাদের ভদ্রভাবে আচরণ করার দিকে পরিচালিত করতে পারে, যা সমস্ত মানুষের কাছ থেকে সর্বাধিক সম্মান পাওয়ার যোগ্য।” নাৎসি আক্রমণের বিরুদ্ধে যিহোবার সাক্ষিরা দৃঢ় থাকে শিরোনামে যিহোবার সাক্ষিরা এক তথ্যচিত্র প্রস্তুত করেছে, যেটার জন্য তারা পুরস্কার পেয়েছে। আপনাকে এই ভিডিওটা দেখাতে যিহোবার সাক্ষিদের কাউকে বলুন না কেন?