সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আপনি কি ভাল বন্ধুপেতে চান?

আপনি কি ভাল বন্ধুপেতে চান?

আপনি কি ভাল বন্ধুপেতে চান?

 অধিকাংশ লোকই ভাল বন্ধু পেতে চায়। ঘনিষ্ঠ সঙ্গীদের কাছে আপনার অভিজ্ঞতাগুলোর কথা বলতে পারা, আপনার জীবনকে আরও উপভোগ্য করে তোলে। কিন্তু কীভাবে আপনি অকৃত্রিম বন্ধুত্ব খুঁজে পেতে পারেন? প্রায় ২,০০০ বছর আগে, যিশু দেখিয়েছিলেন যে, সমস্ত মানব সম্পর্কের সাফল্যের পিছনে চাবি হল নিঃস্বার্থ ভালবাসা। তিনি শিখিয়েছিলেন: “তোমরা যেরূপ ইচ্ছা কর যে, লোকে তোমাদের প্রতি করে, তোমরাও তাহাদের প্রতি সেইরূপ করিও।” (লূক ৬:৩১) এই উক্তিটিকে প্রায়ই সুবর্ণ নিয়ম বলা হয়ে থাকে আর এটি দেখায় যে, বন্ধু পেতে হলে আপনাকে একজন নিঃস্বার্থ, উদার ব্যক্তি হতে হবে। সহজভাবে বললে, একজন বন্ধু পেতে হলে, আপনাকেও একজন বন্ধু হতে হবে। কীভাবে?

এক ঘনিষ্ঠ, আন্তরিক বন্ধুত্ব রাতারাতি গড়ে তোলা যায় না। সত্যি বলতে কী, বন্ধুরা পরিচিত ব্যক্তিদের চেয়েও আরও বেশি কিছু। তারা হল সেই ব্যক্তি, যাদের সঙ্গে আপনি নিজে আবেগগত সম্পর্কে জড়িয়ে পড়েন। ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে তোলা ও তা বজায় রাখার জন্য প্রচেষ্টার দরকার। বন্ধুত্ব গড়ে তোলার জন্য প্রায়ই আপনাকে আপনার নিজের সুযোগসুবিধার চেয়ে সঙ্গীর প্রয়োজনগুলোকে প্রথমে রাখতে হয়। বন্ধুরা কেবল তাদের আনন্দকেই নয় কিন্তু সেইসঙ্গে তাদের দুঃখকেও ভাগ করে নেয়।

একজন অভাবী ব্যক্তিকে বিশেষ করে আবেগগত এবং ব্যবহারিক সমর্থন জোগানোর দ্বারা আপনি প্রকৃত বন্ধুত্ব দেখান। হিতোপদেশ ১৭:১৭ পদ বলে: “বন্ধু সর্ব্বসময়ে প্রেম করে, ভ্রাতা দুর্দ্দশার জন্য জন্মে।” বস্তুতপক্ষে, বন্ধুত্বের বন্ধন এমনকি নির্দিষ্ট পারিবারিক বন্ধনের চেয়েও দৃঢ় হতে পারে। হিতোপদেশ ১৮:২৪ পদ বলে: “যাহার অনেক বন্ধু, তাহার সর্ব্বনাশ হয়; কিন্তু ভ্রাতা অপেক্ষাও অধিক প্রেমাসক্ত এক বন্ধু আছেন।” কীভাবে এই ধরনের অকৃত্রিম বন্ধুত্ব গড়ে তোলা যায়, সেই সম্বন্ধে আপনি কি আরও জানতে চান? আপনি কি এমন একটা দলের অংশ হতে চান, যে-দলের লোকেরা পরস্পরের মধ্যে প্রেম রয়েছে বলে পরিচিত? (যোহন ১৩:৩৫) যদি চান, তা হলে আপনি কীভাবে প্রকৃত বন্ধুদের খুঁজে পেতে পারেন, তা আপনার এলাকার যিহোবার সাক্ষিরা আপনাকে দেখাতে পেরে আনন্দিত হবে।