সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল

পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল

পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল

 যাত্রাপুস্তক ২৩:১৯ পদে বলা “ছাগবৎসকে তাহার মাতার দুগ্ধে পাক করিও না,” এই নিষেধাজ্ঞা থেকে আমরা কী শিখতে পারি?

মোশির ব্যবস্থার এই আদেশ, যা বাইবেলে তিন বার পাওয়া যায়, তা আমাদেরকে সঠিক বিষয়ের প্রতি যিহোবার দৃষ্টিভঙ্গি, তাঁর সমবেদনা এবং তাঁর কোমলতা সম্বন্ধে উপলব্ধি করতে সাহায্য করে। এ ছাড়া, এটা মিথ্যা উপাসনার প্রতি যিহোবার তীব্র ঘৃণাকেও তুলে ধরে।—যাত্রাপুস্তক ৩৪:২৬; দ্বিতীয় বিবরণ ১৪:২১.

কোনো ছাগবৎস অথবা অন্য পশুর বাচ্চাকে এর মায়ের দুধে রান্না করা, বিভিন্ন বিষয়ে যিহোবার দেওয়া প্রাকৃতিক নিয়মের বিপরীত কাজ হবে। ঈশ্বর, বাচ্চাকে পুষ্ট করতে ও এটাকে বৃদ্ধি পেতে সাহায্য করার জন্য মায়ের দুধ জুগিয়েছেন। একজন পণ্ডিত ব্যক্তির কথানুসারে, বাচ্চাকে এর নিজের মায়ের দুধে রান্না করা হলে তা “মা ও বাচ্চার মধ্যে ঈশ্বর যে-সম্পর্ক স্থাপন ও পবিত্র করেছেন, সেটার প্রতি অবজ্ঞা” প্রদর্শন করবে।

অধিকন্তু, কেউ কেউ ইঙ্গিত করে যে, একটা বাচ্চাকে এর মায়ের দুধে রান্না করা হয়তো এক পৌত্তলিক প্রথা, যা বৃষ্টি আনার জন্য সম্পাদন করা হতো। যদি তা-ই হয়ে থাকে, তা হলে এই নিষেধাজ্ঞা ইস্রায়েলীয়দেরকে তাদের চারপাশের জাতিগুলোর অর্থহীন ও নিষ্ঠুর ধর্মীয় অভ্যাসগুলো থেকে সুরক্ষা করেছিল। মোশির ব্যবস্থা ইস্রায়েলীয়দের সেই জাতিগুলোর মতো আচরণ না করতে সুনির্দিষ্টভাবে নিষেধ করেছিল।—লেবীয় পুস্তক ২০:২৩.

সবশেষে, এই নির্দিষ্ট আইনের মধ্যে আমরা যিহোবার কোমল সমবেদনা দেখতে পাই। প্রকৃতপক্ষে, পশুপাখির প্রতি নিষ্ঠুরতার বিরুদ্ধে এবং প্রাকৃতিক নিয়মের বিপরীত কাজ করার বিরুদ্ধে সুরক্ষা প্রদান করতে, ব্যবস্থায় একই ধরনের বেশ কিছু আজ্ঞা রয়েছে। উদাহরণস্বরূপ, ব্যবস্থায় এমন আজ্ঞাগুলো অন্তর্ভুক্ত ছিল, যেগুলো একটা পশুকে এর মায়ের সঙ্গে কমপক্ষে সাত দিন থাকার আগে উৎসর্গ করতে, একই দিনে মা ও এর বাচ্চাকে হত্যা করতে এবং একটা পাখির বাসা থেকে মা এবং এর ডিম অথবা ছানাগুলো, উভয়কেই ধরতে বা নিয়ে যেতে নিষেধ করে।—লেবীয় পুস্তক ২২:২৭, ২৮; দ্বিতীয় বিবরণ ২২:৬, ৭.

স্পষ্টতই, ব্যবস্থা কেবলমাত্র আদেশ ও নিষেধাজ্ঞার এক জটিল সমষ্টি ছিল না। অন্যান্য বিষয় ছাড়াও, এর নীতিগুলো আমাদের মধ্যে এমন এক উচ্চ নৈতিক বোধশক্তি গেঁথে দিতে সাহায্য করে, যা যিহোবার চমৎকার গুণাবলিকে সত্যিই প্রতিফলিত করে।—গীতসংহিতা ১৯:৭-১১.

[৩১ পৃষ্ঠার চিত্র সৌজন্যে]

© Timothy O’Keefe/Index Stock Imagery