সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আপনি কি মনে করতে পারেন?

আপনি কি মনে করতে পারেন?

আপনি কি মনে করতে পারেন?

আপনি কি গত কয়েক মাসের প্রহরীদুর্গ পত্রিকাগুলো মন দিয়ে পড়েছেন? যদি পড়ে থাকেন, তা হলে দেখুন আপনি নীচের এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন কি না:

আজকে এত মন্দতা থাকার কিছু কারণ কী?

মন্দতার একটা কারণ হল, মন্দতার প্রতি মানুষের প্রবণতা। (আদিপুস্তক ৮:২১) আরেকটা কারণ হল, বেশির ভাগ লোকেরই ঈশ্বরের ইচ্ছা সম্বন্ধে সঠিক জ্ঞানের অভাব রয়েছে। এ ছাড়া মন্দতার উৎস শয়তান, মানুষের বিষয়গুলোতে ক্রমাগত হস্তক্ষেপ করে চলেছে।—১/১, পৃষ্ঠা ৪-৬.

উপযুক্ত সময়ে উত্তম বাক্য বলার ফলে কোন ইতিবাচক ফলগুলো আসতে পারে? (হিতোপদেশ ১২:২৫)

এটা প্রাপকের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলে, তাকে প্রেরণা ও উৎসাহ দেয় এবং এক ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। এ ছাড়া, প্রশংসা করার চেষ্টা করা আমাদেরকে অন্যদের মধ্যে ভাল কিছু দেখতে সাহায্য করে।—১/১, পৃষ্ঠা ১৬-১৭.

নিয়ম-সিন্দুকের মধ্যে কী ছিল?

এতে নিয়মের দুই প্রস্তরফলক ও সেইসঙ্গে কিছু মান্না ছিল। কোরহের বিদ্রোহের পর, হারোণের যষ্টি সিন্দুকে রাখা হয়েছিল, যাতে তা বিদ্রোহী বংশধরদের বিরুদ্ধে এক চিহ্ন বা প্রমাণ হিসেবে কাজ করে। (ইব্রীয় ৯:৪) শলোমনের মন্দির উৎসর্গীকরণের আগে, নিয়ম-সিন্দুকের মধ্যে থেকে যষ্টি এবং মান্না হয়তো সরিয়ে ফেলা হয়েছিল।—১/১৫, পৃষ্ঠা ৩১.

নহিমিয়ের দিনে কেন যিহুদিদের মন্দিরে কাঠ সরবরাহ করতে বলা হয়েছিল?

মোশির ব্যবস্থায় কাঠ উৎসর্গ করার আদেশ দেওয়া হয়নি। কিন্তু, নহিমিয়ের দিনে বেদিতে বলি পোড়ানোর জন্য প্রচুর পরিমাণে কাঠের প্রয়োজন দেখা দিয়েছিল।—২/১, পৃষ্ঠা ১১.

মুরাটোরিয়ান ফ্র্যাগমেন্ট কী?

এটি হল একটি ল্যাটিন পাণ্ডুলিপির এক অংশ। আসল পাঠ্যাংশটি সা.কা. দ্বিতীয় শতাব্দীর প্রায় শেষের দিকে গ্রিক ভাষায় লেখা হয়েছিল। এতে খ্রিস্টীয় গ্রিক শাস্ত্রে বিদ্যমান বইগুলোর সবচেয়ে পুরোনো তালিকা রয়েছে, যেগুলো অনুপ্রাণিত হিসেবে বিবেচিত এবং সেইসঙ্গে সেই বইগুলো ও তাদের লেখকদের সম্বন্ধে কিছু মন্তব্য রয়েছে।—২/১৫, পৃষ্ঠা ১৩-১৪.

কেন পারস্যের বষ্টী রানি রাজার কাছে আসতে সম্মত হননি? (ইষ্টের ১:১০-১২)

বাইবেল তার অভিপ্রায় সম্বন্ধে কিছু জানায় না। কিছু পণ্ডিত ব্যক্তি ইঙ্গিত করে যে, রানি আজ্ঞা পালন করতে সম্মত হননি কারণ তিনি রাজার মাতাল অতিথিদের সামনে নিজের মর্যাদাকে ছোট করতে চাননি। অথবা সম্ভবত বাহ্যিকভাবে সুন্দরী এই রানি প্রকৃতপক্ষে বশীভূতা ছিলেন না আর এভাবে তিনি পারস্য সাম্রাজ্যের অন্য স্ত্রীদের জন্য এক খারাপ উদাহরণ স্থাপন করেছিলেন।—৩/১, পৃষ্ঠা ৯.

মুক্তির মূল্য কীভাবে আমাদেরকে উদ্ধার করে?

যিশুর বলিদান আমাদেরকে উত্তরাধিকারসূত্রে পাওয়া পাপ থেকে উদ্ধার করতে এবং পাপের মারাত্মক ফলাফল থেকে মুক্ত করতে পারে। (রোমীয় ৬:২৩) এই বলিদান সত্য খ্রিস্টানদের দোষী বিবেকের হাত থেকে মুক্ত করে। আর মুক্তির মূল্যে বিশ্বাস করার দ্বারা আমরা ঈশ্বরের সম্মুখে আমাদের অবস্থানের বিষয়ে ভয় পাওয়া থেকে মুক্ত হই। (১ যোহন ২:১)—৩/১৫, পৃষ্ঠা ৮.

ব্যবস্থায় ছাগবৎসকে এর মায়ের দুধে রান্না না করার নিষেধাজ্ঞা থেকে আমরা কী শিখতে পারি? (যাত্রাপুস্তক ২৩:১৯)

এই পদ্ধতিতে রান্না করা হয়তো এক পৌত্তলিক প্রথা ছিল, যা বৃষ্টি আনার জন্য সম্পাদন করা হতো। (লেবীয় পুস্তক ২০:২৩) ঈশ্বর, ছাগবৎসকে পুষ্ট করতে ও এটাকে বৃদ্ধি পেতে সাহায্য করার জন্য এর মায়ের দুধ জুগিয়েছেন। ছাগবৎসকে সেই দুধে রান্না করা, মা ও বাচ্চার মধ্যে ঈশ্বর যে-সম্পর্ক স্থাপন করেছেন, সেটার প্রতি অবজ্ঞা প্রদর্শন করবে। এই আচার-অনুষ্ঠানের বিপরীতে আইনটি ঈশ্বরের কোমল সমবেদনাকে প্রকাশ করে।—৪/১, পৃষ্ঠা ৩১.